ind-vs-aus-pujara-rahane-in-bccis-plan
Team India | Image: Getty Images

IND vs AUS: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ধরাশায়ী টিম ইন্ডিয়া (Team India)। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টম ল্যাথাম দল নাস্তানাবুদ করেছিলো ভারতের তারকাখচিত ব্যাটিং লাইন আপ’কে। ভিজে পিচ ও স্যাঁতস্যাঁতে আবহাওয়াকে ব্যবহার করে জ্বলে উঠেছিলেন ম্যাট হেনরি, উইলিয়াম ও রোর্ক’রা। ৪৬ রানে গুটিয়ে গিয়েছিলো ভারত। এরপর দ্বিতীয় ইনিংসে সরফরাজ খান (Sarfaraz Khan) ও ঋষভ পন্থের সৌজন্যে ম্যাচে ফেরার চেষ্টা করেছিলো দল। কিন্তু ততক্ষণে দেরী হয়ে গিয়েছিলো অনেকটাই। চিন্নাস্বামীর ‘অঘটন’-এর রেশ রইলো পুণেতে সিরিজের দ্বিতীয় ম্যাচেও। ঘূর্ণি পিচে মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস, আজাজ প্যাটেলদের মোকাবিলা করতে গিয়ে দিশা হারালো টিম ইন্ডিয়া। সেই ব্যাটিং ব্যর্থতার কারণেই ফের একবার হাতছাড়া হলো ম্যাচ। সামনেই রয়েছে অস্ট্রেলিয়া সফর (IND vs AUS), তার আগে এই অপ্রত্যাশিত ধাক্কা চাপে ফেলে দিয়েছে ভারতকে।

Read More: গম্ভীর জমানায় নড়বড়ে টিম ইন্ডিয়া, বড়সড় লজ্জার সম্মুখীন রোহিত-বিরাট’রা !!

অস্ট্রেলিয়া সিরিজের দলঘোষণা ভারতের-

Indian Cricket Team | IND vs AUS | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) টেস্ট সিরিজ। প্রথম ম্যাচ রয়েছে পারথ্‌-এ। গোলাপি বলের দ্বিতীয় টেস্ট ম্যাচটি রাখা হয়েছে অ্যাডিলেডে। এরপর সিরিজের তৃতীয় ম্যাচটির জন্য বেছে নেওয়া হয়েছে ঐতিহাসিক গাব্বা’কে। চতুর্থ ও পঞ্চম টেস্ট দুটি হবে যথাক্রমে মেলবোর্ন ও সিডনি। দীর্ঘ সফরের জন্য ইতিমধ্যেই আঠারো সদস্যের স্কোয়াড বেছে নিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। প্রত্যাশামতই অধিনায়ক হিসেবে রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহ’কে। দ্বিতীয় সন্তানের জন্মের কারণে হয় পারথ্‌ অথবা অ্যাডিলেডের টেস্টটি থেকে অব্যাহতি নিতে পারেন রোহিত। সেই সময় ভারতীয় দলের নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা বুমরাহ’র। এছাড়াও তারকা খেলোয়াড়দের মধ্যে কোহলি (Virat Kohli), কে এল রাহুলদেরও জায়গা হয়েছে স্কোয়াডে।

ভারতের অজি সফরে নজরে থাকবেন একঝাঁক তরুণ। শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, সরফরাজ খান, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুড়েলদের দেখা যাবে টিম ইন্ডিয়ার (Team India) জার্সিতে। সুযোগ পেয়েছেন অলরাউন্ডার অশ্বিন-জাদেজাও। বাউন্স সমৃদ্ধ পিচে ফোকাস রাখা হয়েছে পেস ব্যাটারির উপর। বুমরাহ-সিরাজ (Mohammed Siraj) রয়েছেন। সাথে আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রাণা’কে রাখা হয়েছে। ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে থাকছেন আরও তিন পেসার-মুকেশ কুমার, নভদীপ সাইনি ও খলিল আহমেদ (Khaleel Ahmed)। বিশেষজ্ঞরা মনে করেছিলেন যে দলে রাখা হতে পারে এক্সপ্রেস ফাস্ট বোলার মায়াঙ্ক যাদব’কে। কিন্তু চোটের কারণে সুযোগ পান নি তিনি। চমক হিসেবে দলে ডাক পেয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে থাকা বাংলার ওপেনারের টেস্ট অভিষেকের সম্ভাবনা আছে এই সফরে।

এক নজরে IND vs AUS সিরিজের স্কোয়াড-

শেষ মুহূর্তে জায়গা পাবেন পূজারা-রাহানে ?

Ajinkya Rahane and Cheteshwar Pujara | Image: Getty Images
Ajinkya Rahane and Cheteshwar Pujara | Image: Getty Images

অস্ট্রেলিয়া সিরিজের (IND vs AUS) জন্য তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে দল গড়ার কথা ভেবেছে বিসিসিআই। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে সরফরাজ, ঋষভ পন্থ’দের ব্যাট হাতে লাগাতার সমস্যায় পড়তে দেখে চিন্তায় ক্রিকেটমহল। অস্ট্রেলিয়ার কঠিন পরিস্থিতিতে কামিন্স, স্টার্ক, হ্যাজেলউডের মত ঘাতক পেস ত্রয়ীকে তাঁরা আদৌ সামলাতে পারবেন কিনা তা নিয়ে সন্দিহান অনেকেই। সংবাদমাধ্যম সূত্রে খবর যে এমতাবস্থায় ভারতীয় স্কোয়াডে কিছু ‘লাস্ট মিনিট’ পরিবর্তন করা হতে পারে। সুযোগ করে দেওয়া হতে পারে বহু যুদ্ধের ঘোড়া চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ও অজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane)। দুই অভিজ্ঞ তারকাই এক বছরের বেশী সময় জাতীয় দলের বাইরে। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে তাঁদের পূর্বের পরিসংখ্যান মাথায় রেখে তাঁদের আরও একবার টিম ইন্ডিয়ার মিডল অর্ডার সামলানোর ভার দিতে পারেন জয় শাহ, রজার বিনি’রা।

পূজারা (Cheteshwar Pujara) ও রাহানে-ফর্মে রয়েছেন দুজনেই। ইরানী কাপে মুম্বইয়ের হয়ে একটি চমৎকার ইনিংস খেলেছিলেন রাহানে (Ajinkya Rahane)। পূজারার ব্যাট থেকে দিনকয়েক আগেই রঞ্জি ট্রফিতে এসেছে অসাধারণ দ্বিশতক। আচমকা যদি ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ পান তাঁরা, তাহলে চাইবেন সেই সুযোগকে দুই হাতে আঁকড়ে ধরতে। দুই ব্যাটার ছাড়াও সিরিজ (IND vs AUS) শুরুর আগে স্কোয়াডে যুক্ত হতে পারে মহম্মদ শামি’র (Mohammed Shami) নাম’ও। হাঁটুর অস্ত্রোপচারের পর আপাতত রিহ্যাব চালাচ্ছেন তিনি। সূত্রের খবর পারথ্ ও অ্যাডিলেডে টেস্টে দেখা যাবে না তাঁকে। ফিটনেস প্রমাণ করতে তখন দুটি রঞ্জি ম্যাচ খেলতে ব্যস্ত থাকবেন তিনি। তবে সবকিছু ঠিকঠাক থাকতে গাব্বাতে বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় ম্যাচ খেলতে কোনো বাধা থাকার কথা নয় শামি’র (Mohammed Shami)। তাঁকেও তখন অস্ট্রেলিয়াতে ডেকে পাঠাতে পারেন কোচ গৌতম গম্ভীর।

Also Read: সঙ্কটে গৌতম গম্ভীরের ভবিষ্যৎ, হেড কোচের পদ থেকে ছাঁটাইয়ের পথে বিসিসিআই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *