ind-vs-aus-pant-lambasted-by-fans-on-x

IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) চতুর্থ টেস্ট ম্যাচেও বেশ বেকায়দায় টিম ইন্ডিয়া। আজ সকালে দ্রুত নাথান লিয়ঁ’কে সাজঘরে ফিরিয়ে ব্যাগি গ্রিন ইনিংসকে গুটিয়ে দেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৪০। গত সফরের গাব্বা টেস্টের মত রান তাড়া করার জন্য ঝাঁপাবে ‘মেন ইন ব্লু?’ নাকি ড্রয়ের নিরাপদ ফলাফলকেই করবে ‘পাখির চোখ?’ সেদিকে তাকিয়ে ছিলেন সকলে। ঝুঁকিহীন ক্রিকেট খেলার পন্থাই বেছে নেন রোহিত শর্মা’রা (Rohit Sharma)। যদিও তাতে বিশেষ লাভ হয় নি। অফ ফর্মে থাকা অধিনায়ক ফের ব্যর্থ আজ। তিন নম্বরে নেমে খালি হাতে সাজঘরে ফেরেন কে এল রাহুল। মেলবোর্নে ব্যর্থতার খাতায় নাম লেখান বিরাট কোহলি (Virat Kohli)। যশস্বী আর ঋষভ পন্থের জুটি স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলো ভারতের। কিন্তু যথেষ্ট হলো না তাও।

দিনের দ্বিতীয় সেশনে প্রতিরোধ গড়ে তুলেছিলেন ঋষভ পন্থ ও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। দুই বাম হাতির রক্ষণ ভাঙা সম্ভব হয় নি স্টার্ক-কামিন্স-বোল্যান্ডদের পক্ষে। চা পানের বিরতির পর নতুন স্ট্র্যাটেজি নেয় ব্যাগি গ্রিন শিবির। দুই প্রান্ত থেকেই স্পিন আক্রমণের সিদ্ধান্ত নেন অধিনায়ক কামিন্স। ফল মিললো তাতেই। ট্র্যাভিস হেডের নির্বিষ অফ স্পিনে উইকেট উপহার দিয়ে এলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ৫৯তম ওভারের চতুর্থ ডেলিভারিটি বেশ খানিকটা শর্ট পিচ ছিলো। পুল মারার আমন্ত্রণ এড়াতে পারেন নি ভারতের উইকেটরক্ষক-ব্যাটার। ঠিক এই শটের জন্যই ফাঁদ পেতেছিলো অস্ট্রেলিয়া। মোতায়েন ছিলো লং অন। খানিকটা পিছনে দৌড়ে ক্যাচ তালুবন্দী করেন মিচেল মার্শ। ১০৭ বল খেলে ৩০ রান করেই সাজঘরে ফেরেন ঋষভ। ভাঙে ৭৮ রানের পার্টনারশিপ।

Read More: “রাজার রাজত্ব শেষ…” অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আবার ব্যার্থ বিরাট কোহলি, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!

নেটমাধ্যমে প্রশ্নের মুখোমুখি ঋষভ পন্থ-

Rishabh Pant and Yashasvi Jaiswal | IND vs AUS | Image: Getty Images
Rishabh Pant and Yashasvi Jaiswal | IND vs AUS | Image: Getty Images

ঋষভ (Rishabh Pant) ফিরতেই ধস নামে ভারতীয় ব্যাটিং-এ। পিচে অসমান বাউন্স রয়েছে। স্কট বোল্যান্ডের আচমকা লাফিয়ে ওঠা বল জাদেজার (Ravindra Jadeja) ব্যাট ছুঁয়ে জমা পড়ে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির দস্তানায়। নাথান লিয়ঁ’র বলে স্লিপে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন নীতিশ রেড্ডি’ও। তৃতীয় সেশনের শুরুতেই দল তিন উইকেট হারানোয় ক্রিকেটজনতা দুষছেন ঋষভের দায়িত্বজ্ঞানহীন পুল শটকেই। দিন দুই আগেই তাঁর স্কুপ মারতে গিয়ে উইকেট ছুঁড়ে আসাকে ‘স্টুপিড…স্টুপিড…স্টুপিড…’ বলে কটাক্ষ করেছিলেন কিংবদন্তি সুনীল গাওস্কর। তাঁর মন্তব্য সঠিক ছিলো বলে আজ ট্যুইটারে লিখেছেন নেটিজেনদের একটা বড় অংশ। আত্মসমীক্ষার প্রয়োজন রয়েছে ঋষভের, মত অনেকেরই। কেউ কেউ বাম হাতি ব্যাটারকে বাদ দিয়ে আগামী টেস্টে ধ্রুব জুড়েলকে সুযোগ দেওয়ারও পক্ষপাতী।

‘ঋষভ মনে করে যে বড় শট না মারলে বুঝি রান আসে না’ লিখেছেন এক হতাশ নেটনাগরিক। ‘এই একটা শট ভারতকে টেস্ট ম্যাচটা হারিয়ে দিলো’ আক্ষেপ ধরা পড়েছে অন্য একজনের ট্যুইটেও। ‘ঋষভকে মনে রাখতে হবে যে সবসময় আক্রমণই সেরা রাস্তা নয়, প্রয়োজনে রক্ষণটাও জানতে হয়,’ লিখেছেন আরও একজন। ‘কোচ গম্ভীরের উচিৎ ওর সাথে আলাদা করে কথা বলা। এমন একমাত্রিক ক্রিকেট খেলে টেস্টের আঙিনায় সাফল্য পাওয়া সম্ভব নয়,’ বিশ্লেষণ এক ক্রিকেটভক্তের। মেলবোর্ন টেস্টের (IND vs AUS) প্রথম ইনিংসে ৮২ রান করে কোহলির (Virat Kohli) সাথে ভুল বোঝাবুঝিতে উইকেট হারিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় ইনিংসেও লড়ছেন তিনি। কিন্তু অপর প্রান্তের ব্যাটারের ভুল ফের সমস্যায় ফেললো তাঁকে। মুম্বইয়ের তরুণের প্রতি তাই আজ সমব্যথী নেটদুনিয়া।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs AUS: রিজার্ভ বেঞ্চেই সময় কাটছে দুই তারকা’র, আসে নি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার সুযোগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *