IND vs AUS

IND vs AUS: প্রথম দিনেই জমজমাট ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) টেস্ট ম্যাচ। টসে জিতলেও দিনের শুরুটা ভালো হয় নি টিম ইন্ডিয়ার। অপটাস স্টেডিয়ামের ড্রপ-ইন পিচে প্রথমে ব্যাট করত নেমে বেশ বেকায়দায় পড়েছিলো তারা। গতি আর বাউন্সে নাজেহাল হতে হলো কোহলি (Virat Kohli), যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাডিক্কালদের (Devdutt Padikkal)। অজি আগ্রাসনের বিরুদ্ধে মাত্র ১৫০ রানেই গুটিয়ে গিয়েছিলো ভারতীয় ইনিংস। ব্যাটাররা যা পারেন নি তা করে দেখালেন বোলাররা। লাল কুকাবুরা হাতে ঝড় তুলতে দেখা গেলো জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah)। প্রথম স্পেলে তাঁর আঘাতেই কোমর ভাঙে অজি ব্যাটিং-এর। নজর কাড়লেন মহম্মদ সিরাজ, হর্ষিত রাণারাও। দিনের শেষে ৭ উইকেট হারিয়ে তাদের স্কোরবোর্ডে মাত্র ৬৭। এখনও ৮৩ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া।

Read More: IND vs AUS 1st Test: KL রাহুলের আউট ঘিরে তুঙ্গে বিতর্ক, সোশ্যাল মিডিয়ায় ফুঁসে উঠলেন রবিন উথাপ্পা !!

আজকের খেলায় টিম ইন্ডিয়ার বোলাররা লেটার মার্কস পেলেও ব্যাটিং-কে ব্যর্থই বলতে হয়। ব্যতিক্রম কেবল ঋষভ পন্থ (Rishabh Pant) ও নীতিশ কুমার রেড্ডি। কেরিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমে সাবলীল ব্যাটিং করলেন নীতিশ। সর্বোচ্চ ৪১ এলো তাঁর ব্যাট থেকে। গতবারের সফরে সিডনি ও ব্রিসবেনে দুটি স্মরণীয় ইনিংস খেলেছিলেন ঋষভ পন্থ। এবারের ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের শুরুটাও ভালো করলেন তিনি। ৩৭ করে আউট হলেও, পরিবেশ ও পরিস্থিতির বিচারে তাঁর এই ইনিংসকে অমূল্য বলতে বাধ্য হচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ৮০-৯০ স্ট্রাইক রেটে যেমন ব্যাটিং করে তিনি অভ্যস্ত, তেমনটা আজ করেন নি ঋষভ (Rishabh Pant)। বরং সময় নিয়ে, প্রতিপক্ষের আক্রমণকে দীর্ঘ সময় ধরে নির্বিষ করতে দেখা গেলো তাঁকে। ৭৮ বলের ইনিংস সাজিয়েছেন ৩টি চার ও ১ ছক্কায়।

ক্রিকেটের ব্যাকরণসম্মত শট কোনো দিনই বিশেষ মারেন না ঋষভ পন্থ (Rishabh Pant)। কখনও স্পিনারকে স্টেপ আউট করে এক হাতে উড়িয়ে দেন লং অনের উপর দিয়ে, আবার কখনও পেসারকে মারেন রিভার্স স্কুপ। আজও তেমনই কিছু ঋষভ পন্থ স্পেশ্যাল শট চোখে পড়লো পারথ্‌-এ। প্রিয় প্রতিপক্ষ নাথান লিয়ঁ’কে স্যুইপ করে আদায় করেন বাউন্ডারি। তবে দিনের সেরা শটটি ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার খেললেন অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্সের (Pat Cummins) বিরুদ্ধে। ইনিংসের ৪২তম ওভারে অফ স্টাম্পের বাইরে ফুল লেন্থে একটি ডেলিভারিকে পিচ করিয়েছিলেন কামিন্স। অনেকখানি শরীর সামনের দিকে ঝুঁকিয়ে সেই বলকে ফাইন লেগ বাউন্ডারির বাইরে আছড়ে ফেলেন ঋষভ পন্থ। দেহের ভারসাম্য রাখতে না পেরে পড়ে গিয়েছিলেন তিনি। সেই অবস্থাতেই শট সম্পূর্ণ করেন ভারতীয় তারকা।

দেখুন ঋষভের সেই অদ্ভুত ছক্কা-

Also Read: IND vs AUS 1st Test: “হম কিসি সে কম নহী…” অস্ট্রেলিয়ার চোখে চোখ রেখে লড়াই ভারতের, বোলারদের প্রশংসায় নেটমাধ্যম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *