ind-vs-aus-pant-blitz-pleases-gavaskar

IND vs AUS: সিডনিতে চলছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচ। গতকাল ম্যাচের প্রথম দিনে টিম ইন্ডিয়া তোলে ১৮৫ রান। দিনের শেষে তিন ওভার ব্যাট করে অজি শিবির খুইয়েছিলো উসমান খোয়াজার উইকেট। স্কোরবোর্ডে ছিলো ৯ রান। আজ সকালেও বুমরাহ (Jasprit Bumrah), সিরাজ (Mohammed Siraj), প্রসিদ্ধ কৃষ্ণা ত্রয়ী বেশ চাপে রেখেছিলো তাদের। লাবুশেন, কনস্টাস, স্মিথরা বেশীদূর এগোতে পারেন নি। নবাগত বো ওয়েবস্টারের অর্ধশতক সত্ত্বেও ভারতের স্কোর থেকে চার রান আগেই থেমে যায় ব্যাগি গ্রিন বাহিনী। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয় অব্যাহত ভারতের। জয়সওয়াল শুরুটা ধুন্ধুমার ভঙ্গিতে করলেও বেশী দূর এগোতে পারেন নি। রান পান নি রাহুল, কোহলি, শুভমান গিল’রা। ব্যাকফুটে চলে যাওয়া ‘মেন ইন ব্লু’এক অক্সিজেন যোগালেন ঋষভ পন্থ (Rishabh Pant)।

Read More: সড়ক দুর্ঘটনার কবলে সানা গাঙ্গুলী, বাসের সাথে সংঘর্ষ সৌরভ তনয়ার গাড়ির !!

পুরনো অবতারে আজ ধরা দিলেন পন্থ-

Rishabh Pant | IND vs AUS | Image: Getty Images
Rishabh Pant | IND vs AUS | Image: Getty Images

মেলবোর্নে দুই ইনিংসেই যেভাবে ভুল শট খেলে উইকেট প্রতিপক্ষকে উপহার দিয়ে এসেছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant) তা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিলো তাঁকে। ড্রেসিংরুমে কোচ গৌতম গম্ভীরও (Gautam Gambhir) নাকি একহাত নিয়েছিলেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটারকে। দলের স্বার্থে, দলীয় পরিকল্পনামত খেলার নিদান দিয়েছিলেন ঋষভ’কে। তার প্রতিফলন চোখে পড়েছিলো প্রথম ইনিংসে। সিডনিতে স্বভাববিরুদ্ধ ভাবেই মন্থর ইনিংস খেলেছিলেন তিনি। শরীরে আছড়ে পড়েছিলো একের পর এক ডেলিভারি। কিন্তু আঘাত সহ্য করে দলের জন্য দীর্ঘসময় ক্রিজে ছিলেন ঋষভ (Rishabh Pant)। করেন ৪০ রান। তাঁর নয়া অবতার’ও জায়গা করে নিয়েছিলো সোশ্যাল মিডিয়ার আলোচনায়। দ্বিতীয় ইনিংসে অবশ্য রক্ষণ নয়, আক্রমণেই আস্থা রাখলেন তিনি।

গতকাল আর আজকের ঋষভের (Rishabh Pant) মধ্যে ফারাক যেন আকাশ-পাতাল। তারকাখচিত টপ-অর্ডার সাজঘরে ফেরার পর পাল্টা মারের স্ট্র্যাটেজি নেন তিনি। স্কট বোল্যান্ডকে (Scott Boland) উড়িয়ে দেন এগিয়ে এসে। মিচেল স্টার্ককে (Mitchell Starc) স্বভাবসিদ্ধ ফ্লিক করে হাঁকান ছক্কা। যে র‍্যাম্প শট নিয়ে মেলবোর্নে বহু আলোচনা হয়েছিলো, তাও আজ বেরিয়ে আসে তাঁর তূণ থেকে। সিডনিতে কঠিন হচ্ছে ব্যাটিং। স্যুইং রয়েছে, সাথে রয়েছে পেস ও বাউন্স। এই প্রতিকূল পরিস্থিতিতে কেবল সাহস ও দক্ষতায় ভর করে মাত্র ২৯ বলে অর্ধশতকের গণ্ডি পেরোন ঋষভ পন্থ (Rishabh Pant)। ভারতীয়দের মধ্যে দ্রুততম টেস্ট অর্ধশতকের রেকর্ড এমনিতেই রয়েছে ঋষভের। আজ দ্বিতীয় দ্রুততমটিরও মালিক হলেন তিনিই। ছক্কা হাঁকিয়ে সম্পূর্ণ করেন হাফ সেঞ্চুরি।

‘নিন্দুক’ গাওস্করেরও মন জিতলেন ঋষভ-

Rishabh Pant | IND vs AUS | Image: Getty Images
Rishabh Pant | IND vs AUS | Image: Getty Images

শতরানের আশা জাগিয়ে ছিলেন ঋষভ (Rishabh Pant)। কিন্তু সেই লক্ষ্য পূরণ হলো না আর। ৩৩ বলে ৬১ রান করে প্যাট কামিন্সের বল অফস্টাম্পে কাট করতে গিয়ে উইকেট হারান তিনি। ধরা পড়েন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির (Alex Carey) হাতে। দিনের শেষে ভারতের স্কোর ১৪১/৫। লিড ১৪৫ রানের। এই রানের সিংহভাগটাই এসেছে পন্থের ব্যাট থেকেই। তাঁর ইনিংসের প্রশংসা চলছে নেটদুনিয়ায়। ভাইরাল হয়েছে সুনীল গাওস্করের (Sunil Gavaskar) একটি ভিডিও। মেলবোর্ন টেস্টে (IND vs AUS) যখন দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হয়েছিলেন ঋষভ তখন ধারাভাষ্যের মাইক হাতে তাঁকে তীব্র আক্রমণ করেছিলেন গাওস্করই’ই। “স্টুপিড, স্টুপিড, স্টুপিড…” বলেছিলেন তিনি। আজ ঋষভের (Rishabh Pant) ধুন্ধুমার ব্যাটিং-এ খুশিতে রীতিমত নাচতে দেখা গেলো তাঁকে।

দেখে নিন সেই ভিডিও-

Also Read: IND vs AUS 5th Test: দ্বিতীয় দিনের সকালে বিধ্বংসী বোলিং বিভাগ, সিডনিতে ৪ রানের লিড পেলো টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *