IND vs AUS 1st Test: পারথ্‌ টেস্টে নেই শুভমান গিল, বিকল্প হিসেবে ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ নিচ্ছেন এই ক্রিকেটার !! 1

IND vs AUS: আগামী ২২ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজের প্রথম টেস্ট। কিউইদের বিপক্ষে ঘরের মাঠে হোয়াইটওয়াশড হওয়ার যন্ত্রণা ভুলে বর্ডার-গাওস্কর ট্রফিতে নতুন উদ্যমে মাঠে নামতে মরিয়া টিম ইন্ডিয়া। ম্যাচ শুরুর বেশ কয়েকদিন আগেই অস্ট্রেলিয়া উড়ে গিয়েছেন ক্রিকেটাররা। পারথ্‌-এর ওয়াকা স্টেডিয়ামে শুরু করেছেন প্রস্তুতি। ভারত-এ দলের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও তা বাতিল করেছে বিসিসিআই। পরিবর্তে ম্যাচ সিমুলেশনের মাধ্যমে অনুশীলন সারতে দেখা গিয়েছে বুমরাহ (Jasprit Bumrah), কোহলি, কে এল রাহুলদের (KL Rahul) নিয়ে। অহেতুক চোট এড়াতে ভারত-এ’র বিরুদ্ধে ম্যাচ বাতিল করেছিলো বোর্ড। কিন্তু ম্যাচ সিমুলেশনেও থাবা বসালো চোট-আঘাত। অপটাস স্টেডিয়ামে দেখা যাবে শুভমান গিল’কে।

Read More: ভাগ্য খুললো নীতিশ রেড্ডির, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে নিচ্ছেন এন্ট্রি !!

ছিটকে যাচ্ছেন ‘আহত’ শুভমান-

Shubman Gill | IND vs AUS | Image: Getty Images
Shubman Gill | Image: Getty Images

আন্তঃস্কোয়াড অনুশীলন ম্যাচে স্লিপে ফিল্ডিং করার সময় চোট পেয়েছেন শুভমান গিল (Shubman Gill)। পাঞ্জাবের তরুণ তুর্কি’র বাম হাতে বুড়ো আঙুলে চোট লেগেছে বলে খবর মিলেছে ড্রেসিংরুম সূত্রে। শুক্রবারে শুরু হতে চলা প্রথম টেস্ট ম্যাচে তাঁর খেলার কোনো রকম সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। দিনকয়েক আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) হোম সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ঘাড়ের পেশীতে টান ধরার কারণে খেলতে পারেন নি শুভমান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও (IND vs AUS) গুরুত্বপূর্ণ প্রথম ম্যাচে নেই তিনি। পারথ্‌ টেস্টে অধিনায়ক রোহিত শর্মা’কে (Rohit Sharma) এমনিতেই পাচ্ছে না ভারত। দ্বিতীয় সন্তানের জন্মের কারণে আপাতত দেশে রয়েছেন তিনি। অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচ শুরুর আগে যোগ দেবেন দলের সাথে। শুভমানের ছিটকে যাওয়াও বড় ক্ষতি বলে মনে করছে ক্রিকেটমহল।

অস্ট্রেলিয়ায় পা রাখা ইস্তক একের পর এক সমস্যার সম্মুখীন হতে হয়েছে টিম ইন্ডিয়াকে (Team India)। নেটে ব্যাটিং অনুশীলন করার সময় লাফিয়ে ওঠা বলে হাতে চোট পেয়েছিলেন সরফরাজ খান (Sarfaraz Khan)। পরে ওয়াকা’য় আন্তঃস্কোয়াড ম্যাচ সিমুলেশন চলাকালীন আহত হয়েছিলেন কে এল রাহুল’ও (KL Rahul)। ব্যাটিং-এর সময় তাঁর ডান হাতের কনুইতে আছড়ে পড়েছিলো লাল বল। যন্ত্রণায় মাঠেই বসে পড়েন তিনি। ছুটে এসেছিলেন ফিজিও। কোনো রকম ঝুঁকি নেয় নি টিম ম্যানেজমেন্ট। মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হয় রাহুলকে। পরে পরীক্ষানিরীক্ষা করে স্বস্তির খবর জানিয়েছেন চিকিৎসকেরা। চোট গুরুতর নয় কর্ণাটকের ক্রিকেট তারকার। আপাতত সুস্থ রয়েছেন সরফরাজ’ও। দুজনেরই আগামী শুক্রবার থেকে ব্যাগি গ্রিনদের বিপক্ষে (IND vs AUS) মাঠে নামার ক্ষেত্রে কোনো রকম বাধা নেই।

শুভমানের বিকল্প হিসেবে দেবদত্ত ?

Devdutt Paddikkal | IND vs AUS | Image: Getty Images
Devdutt Paddikkal | Image: Getty Images

কি হবে ভারতের ওপেনিং জুটি? এখনও কোনো নির্দিষ্ট তথ্য নেই কারও কাছে। পারথ্‌-এ যশস্বী জয়সওয়ালের সঙ্গী হওয়ার দৌড়ে রয়েছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। অথবা মিডল অর্ডার থেকে আরও একবার ওপেনিং-এ তুলে আনা হতে পারে কে এল রাহুলকেও। এই ধন্ধের মাঝেই তিন নম্বরে ব্যাটিং করা শুভমান গিল ছিটকে যাওয়ায় চাপ বেড়েছে কোচ গৌতম গম্ভীরের উপর। কিউইদের বিপক্ষে বেঙ্গালুরু টেস্টে কোহলিকে তিন নম্বরে পাঠিয়ে দেখেছে টিম ম্যানেজমেন্ট। চেনা ছন্দে পাওয়া যায় নি তাঁকে। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ঝুঁকি নিতে চায় না দল। বদলে দেবদত্ত পাডিক্কালকে (Devdutt Padikkal) নিয়ে শুরু হয়েছে নয়া পরিকল্পনা। অস্ট্রেলিয়া সফররত ভারত-এ দলের সঙ্গে ছিলেন তিনি। তাঁকে অস্ট্রেলিয়ায় থেকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের খবর তিন নম্বরে ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ পেতে পারেন কর্ণাটকের তারকা। চলতি বছরের মার্চ মাসে ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিলো দেবদত্তের (Devdutt Padikkal)। কেরিয়ারের প্রথম টেস্ট ইনিংসেই ৬৫ রান করেছিলেন তিনি। সিনিয়রদের প্রত্যাবর্তনের ফলে বাংলাদেশ বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs AUS) দেশের মাঠে ডাক পান নি জাতীয় দলে। তবে ছন্দেই রয়েছেন তিনি। দলীপ ট্রফিতে ভারত ডি-এর হয়ে একটি ৫৬ ও একটি ৯২ রানের ইনিংস খেলেছেন। এমনকি গ্রেট ব্যারিয়ার রিফ এরিনাতে অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধেও (IND A vs AUS A)  প্রথম বেসরকারী টেস্ট ম্যাচটির দ্বিতীয় ইনিংসে ৮৮ রান করেন তিনি। অস্ট্রেলীয় পরিস্থিতিতে তাঁর সাম্প্রতিক অভিজ্ঞতার কারণেই তাঁকে বেছে নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

Also Read: IND vs AUS 1st Test: পারথ্‌ টেস্টে দায়িত্বে নয়া অধিনায়ক, রোহিতের অনুপস্থিতিতে পড়লো সিলমোহর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *