IND vs AUS: দলে থাকছেন রিঙ্কু, ফিরছেন দীপক চাহার, অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও পরীক্ষানিরীক্ষার পথে হাঁটবে টিম ইন্ডিয়া !! 1

IND vs AUS: ঝড়ের গতিতে এগিয়ে আসছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ (ICC World Cup)। ভারতের মাটিতে বসবে প্রতিযোগিতার আসর। দেশের মাটিতে বিশ্বকাপ, টিম ইন্ডিয়ার থেকে প্রত্যাশার পরিমাণ’ও তাই আকাশছোঁয়া। ২০১১ সালের ২ এপ্রিল ওয়াংখেড়েতে শ্রীলঙ্কাকে হারিয়ে ট্রফি জিতেছিলো মহেন্দ্র সিং ধোনির ভারত। ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেও রোহিত শর্মার (Rohit Sharma) হাতে ট্রফি দেখার আশায় দিন গুণছেন সমর্থকেরা। দেশের ক্রিকেট অনুরাগীদের মত বিশ্বকাপ জেতার আশায় বুঁদ জাতীয় ক্রিকেট দলও। ২০১১-র পর খেতাব হাতে আসে নি। ২০১৩ সালের পর জেতা হয় নি কোনো আইসিসি ট্রফিও। দেশের মাটিতেই খরা কাটাতে চাইছে তারা। বিশ্বকাপের প্রস্তুতি ইতিমধ্যে চলছে জোরকদমে। শেষ মুহূর্তের রদবদলের জন্য সেপ্টেম্বরের ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) একদিনের সিরিজকে বেছে নিতে পারে তারা।

Read More: Asia Cup 2023: এশিয়া কাপের জন্য দল ঘোষণা বাংলাদেশের, অধিনায়কত্ব পেলেন এই তুখোড় খেলোয়াড় !!

ভারত বনাম অস্ট্রেলিয়া, সিরিজের ক্রীড়াসূচি-

IND vs AUS | Image: Getty Images
IND vs AUS | Image: Getty Images

এশিয়া কাপের (Asia Cup 2023) পর সেপ্টেম্বরের শেষের দিকে তিন ম্যাচের একদিনের সিরিজে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া (IND vs AUS)। এই বছরে দুই দল বর্ডার-গাওস্কর ট্রফির ময়দানে মুখোমুখি হয়েছিলো। এরপর মার্চ মাসে একটি তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলেছিলো। এরপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও লড়াই হয়েছিলো ‘ব্যাগি গ্রিন’ বাহিনী এবং ‘মেন ইন ব্লু’র। সেপ্টেম্বরে ফের লড়াইয়ের ময়দানে সাক্ষাৎ হবে ক্রিকেটদুনিয়ার দুই হেভিওয়েটের।

বিশ্বকাপের একদম আগে ভারত ও অস্ট্রেলিয়া দুই দলই চাইবে নিজেদের সেরা এগারো খুঁজে নিতে। তাই এই তিন ম্যাচে স্কোয়াড নিয়ে পরীক্ষানিরীক্ষার পথে হাঁটতে পারে দুই শিবিরই। অস্ট্রেলিয়া ইতিমধ্যেই ১৮ সদস্যের দল ঘোষণা করে দিয়েছে। অ্যারন হার্ডি (Aaron Hardy), তনবীর সাঙ্ঘার (Tanveer Sangha) মত আন্তর্জাতিক ক্রিকেটে অনভিজ্ঞ দুই ক্রিকেটার রয়েছেন তাঁদের শিবিরে। ভারতের বিরুদ্ধে খেলিয়ে তাঁদের দেখে নিতে পারেন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

যে মাঠগুলি বিশ্বকাপ আয়োজনের সবুজ সংকেত পায় নি তাদেরই ভারতের আগামী দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচগুলি দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিসিসিআই-এর তরফে। সেইমতই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচটি আয়োজিত হবে ২২ সেপ্টেম্বর মোহালিতে। ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ আয়োজন করতে চলেছে ইন্দোরের হোলকার স্টেডিয়াম। এবং ২৭ সেপ্টেম্বর সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি হবে রাজকোটে।

ভারতীয় দলে চলবে পরীক্ষানিরীক্ষা-

IND vs AUS | Image: Getty Images
IND vs AUS | Image: Getty Images

বিশ্বকাপে সেরা দল নামানোর লক্ষ্যে পরীক্ষানিরীক্ষা যে চলবে তার ইঙ্গিত মিলেছিলো ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই। দলের তারকাদের বাইরে রেখে নতুন মুখেদের সামনে এগিয়ে দিয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। এরপর সরাসরি এশিয়া কাপ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। সেখানে অবশ্য সিনিয়র ক্রিকেটারদের বাইরে রাখা হবে না। তবে এশিয়া কাপ (Asia Cup) এবং বিশ্বকাপের (ICC World Cup) ঠিক মাঝামাঝি সময়ে রয়েছে অস্ট্রেলিয়া সিরিজ। সেই কারণে স্টিভ স্মিথদের বিরুদ্ধে শেষবারের মত দলে নতুন মুখেদের জায়গা দিয়ে দেখতে পারেন কোচ দ্রাবিড়। বিশ্রাম দিতে পারেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। বদলে দলের নেতৃত্বভার তুলে দেওয়া হতে পারে কে এল রাহুলের (Kl Rahul) হাতে।

ব্যাটার- ব্যাটিং বিভাগে শুভমান গিল (Shubman Gill) থাকবেন। তাঁর সাথে ওপেনিং করতে পারেন ঈশান কিষণ (Ishan Kishan)। উইন্ডিজ সফরে একটি একদিনের ম্যাচেও ব্যাটিং করেন নি বিরাট কোহলি (Virat Kohli)। অজিদের বিপক্ষে নিজেকে পরখ করে নেওয়ার সুযোগ থাকছে তাঁর জন্য। চার নম্বরে ফিরতে পারেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। এছাড়া পাঁচে খেলবেন দলনায়ক কে এল রাহুল। রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) পাশাপাশি দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে জায়গা পেতে পারেন শিবম দুবে। এছাড়াও আয়ারল্যান্ড সফরে টি-২০ দলে সুযোগ পাওয়ার পর প্রথমবার একদিনের ক্রিকেটে দেখা যেতে পারে রিঙ্কু সিং-কে (Rinku Singh)।

বোলার- দলের বোলিং বিভাগে কাটাছেঁড়া করার সম্ভাবনা কম ভারতীয় দলের। জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) সদ্য চোট সারিয়ে জায়গা পেয়েছেন আয়ারল্যান্ড সফরের দলে। এশিয়া কাপ খেলার পর অস্ট্রেলিয়া সিরিজেও অন্যতম ভরসা হবেন তিনি। পাশাপাশি থাকবেন মহম্মদ শামি (Mohammad Shami) এবং মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। চতুর্থ পেসার হিসেবে লড়াইয়ে রয়েছেন দীপক চাহার (Deepak Chahar) এবং শার্দুল ঠাকুর। তবে শার্দুলকে বিশ্রাম দিয়ে ফেরানো হতে পারে দীপক চাহারকেই। ভারতের পিচে কুলদীপ যাদব (Kuldeep Yadav) এবং যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) জুটিকেও আরও একবার পরখ করে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য দল-

Indian Cricket team | IND vs AUS | Image: Getty Images

শুভমান গিল, ঈশান কিষণ (উইকেটরক্ষক), বিরাট কোহলি, কে এক রাহুল (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, শিবম দুবে, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ।

Also Read: IRE vs IND: নেই রাহুল দ্রাবিড়, দায়িত্ব নিতে সাফ মানা VVS লক্ষণের, আয়ারল্যান্ড সিরিজে সমস্যায় টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *