ind-vs-aus-no-place-for-kuldeep-chahal

IND vs AUS: আরও একবার ব্যর্থতা দিয়েই শেষ হয়েছে বিশ্বকাপ (ICC World Cup) পর্ব। আশা জাগিয়ে ফাইনালে পৌঁছালেও খেতাব জয়ের সৌভাগ্য জোটে নি ভারতের কপালে। অন্তিম দ্বৈরথে ‘ফেভারিট’ হিসেবে মাঠে নেমেও হারতে হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২০১৪-র টি-২০ বিশ্বকাপ, ২০১৭-র চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২১ ও ২০২৩-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পর এই নিয়ে গত দশকের মধ্যে চতুর্থবার কোনো আইসিসি টুর্নামেন্টের ফাইনালে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে (Team India)। আহমেদাবাদে ম্যাচ শেষে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজাদের যন্ত্রণাবিদ্ধ মুখগুলো সহানুভূতির জন্ম দিয়েছে সমর্থকদের মধ্যেও। তাঁদের বেদনার শরিক হয়েছেন দেশের ১৪০ কোটি মানুষ।

বিশ্বকাপ (ICC World Cup) ফাইনালের হারের যন্ত্রণা বুকে নিয়েই আগামী ২৩ তারিখ মাঠে ফিরছে ‘মেন ইন ব্লু।’ অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে তারা। গতকাল রাত্রে বিসিসিআই-এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের দল। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে অজি চ্যালেঞ্জের মোকাবিলা করতে চলেছে ভারত। সহ-অধিনায়কত্ব নিয়ে থাকছে চমক। প্রথম তিন ম্যাচে সূর্যের ডেপুটি হচ্ছেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। শেষ দুই ম্যাচে সেই ভূমিকায় থাকছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুল’রা থাকবেন না তা আন্দাজ করাই গিয়েছিলো। কিন্তু যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এবং কুলদীপ যাদব (Kuldeep Yadav), কব্জির মোচড়ে বল’কে কথা বলাতে সক্ষম দুই তারকা স্পিনারই বাদ পড়ায় অবাক হয়েছেন বিশেষজ্ঞরা।

Read More: IND vs AUS: বজায় থাকলো পুরোনো ঐতিহ্য, সূর্যকুমারের দলেও সুযোগ পেলেন না সঞ্জু স্যামসন !!

কুল-চা জুটির বিদায় কি আসন্ন?

Yuzvendra Chahal and Kuldeep Yadav | IND vs AUS | Image: Twitter
Yuzvendra Chahal and Kuldeep Yadav | Image: Twitter

গত কয়েক মাসে ভারতের হয়ে সাদা বলের ফর্ম্যাটে এক নম্বর স্পিনার হিসেবে কুলদীপ যাদবকেই (Kuldeep Yadav)ব্যবহার করতে দেখা গিয়েছে টিম ম্যানেজমেন্টকে। নিয়মিত উইকেট তুলে আস্থার দাম’ও দিয়েছেন তিনি। ক্যারিবিয়ান সফরে ভালো পারফর্ম করেছেন। এশিয়া কাপে জিতেছেন সেরা ক্রিকেটারের পুরষ্কার। বিশ্বকাপে সিরাজ-শামি-বুমরাহ’দের সাফল্যের মাঝে খানিক ঢাকা পড়ে গেলেও খারাপ বোলিং যে করেছেন, তা হয়ত বলবেন না তাঁর অতি বড় নিন্দুক’ও। তা সত্ত্বেও কেন কুলদীপকে সুযোগ দেওয়া হলো না তা ধাঁধায় ফেলেছে অনেককেই।

আরও বড় চমক যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) বাদ পড়া। এশিয়া কাপ, বিশ্বকাপে রাখা হয় নি তাঁকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দলে নিয়মিত অনেকে না থাকায় চাহালের সুযোগ পাওয়া নিয়ে নিশ্চিত ছিলেন বিশেষজ্ঞরা। টি-২০ ক্রিকেটে ভারতের জার্সিতে সফলতম বোলার তিনি। ৮০ ম্যাচে নিয়েছেন ৯৬ উইকেট। আসন্ন ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজেই তিনি প্রথম ভারতীয় হিসেবে ১০০ আন্তর্জাতিক টি-২০ উইকেটের মালিক হবেন। আশায় ছিলেন অনুরাগীরা। কিন্তু অজিত আগরকারের নেতৃত্বাধীন কমিটি বাইরেই রেখেছেন তাঁকে।যে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে গতকাল রাতে, তাতে দুই প্রধান স্পিনার হিসেবে রয়েছেন অক্ষর প্যাটেল এবং রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। এছাড়াও রয়েছেন ওয়াশিংটন সুন্দর’ও।

বিষ্ণোই আদতে চাহাল বা কুলদীপের মতই ‘রিস্ট’ স্পিনার। তরুণ ক্রিকেটার আগামীর তারকা বলেও মনে করছে ক্রিকেটমহল। তাঁর সিনিয়র দলে নিয়মিত জায়গা পাওয়া বেশ ইঙ্গিতবাহী। ‘রিস্ট’ স্পিনের ব্যাটন কি চাহাল বা কুলদীপের হাত থেকে ধীরে ধীরে বিষ্ণোই-এর হাতে তুলে দিচ্ছে ভারতীয় বোর্ড? চলছে জল্পনা। এছাড়াও অক্ষর এবং ওয়াশিংটনের (Washinton Sundar) পক্ষে যাচ্ছে তাঁদের ব্যাটিং দক্ষতা। দুজনেই ব্যাট হাতে দারুণ সাবলীল। বড় স্কোর’ও করেছেন দেশ এবং বিদেশের মাটিতে। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ জিততে কোনো বিভাগে কোনোরকম দুর্বলতা রাখতে চায় না ভারত। ফলে আট বা নয় নম্বর অবধি ব্যাটিং শক্তি হাতে থাকলে খুশিই হবে টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়া সিরিজে সুন্দর বা অক্ষর (Axar Patel) সফল হলে সেক্ষেত্রে চাপ বাড়বে ‘কুল-চা’র উপর।

IND vs AUS সিরিজে ভারতের সম্পূর্ণ স্কোয়াড-

সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), ঈশান কিষণ (উইকেটরক্ষক), যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান, মুকেশ কুমার, শ্রেয়স আইয়ার (শেষ দুই ম্যাচে সহ-অধিনায়ক)।

Also Read: IND vs AUS: শেষ মুহূর্তে ছিটকে গেলেন বিশ্বকাপজয়ী তারকা, ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে স্কোয়াডে বদল অস্ট্রেলিয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *