IND vs AUS: জমে উঠেছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) টেস্ট সিরিজ। প্রথম তিনটি ম্যাচের পর ফলাফল ১-১। পার্থ-এ ২৯৫ রানের ব্যবধানে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে দৌড় শুরু করেছিলো ‘মেন ইন ব্লু।’ প্রত্যাঘাতে অবশ্য বেশী দেরী করে নি ব্যাগি গ্রিন ব্রিগেড। অ্যাডিলেডের গোলাপি বলের টেস্টে প্যাট কামিন্সের দল জয় পেয়েছে ১০ উইকেটের ব্যবধানে। তৃতীয় টেস্টেও দাপট ছিলো স্বাগতিক দেশেরই। কিন্তু ব্রিসেবেনে জয় হাতছাড়া হয়েছে বৃষ্টির কারণে। সিরিজের চতুর্থ ও মহাগুরুত্বপূর্ণ লড়াইটি আয়োজিত হতে চলেছে মেলবোর্নের ঐতিহাসিক এমসিজি’তে। বক্সিং ডে টেস্টে জিততে না পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল যে কার্যত হাতের বাইরে চলে যাবে ভারতের, তা বিলক্ষণ জানেন রোহিত-কোহলিরা। তাই সর্বস্ব দিয়েই সাফল্য ছিনিয়ে আনতে চান তাঁরা। সেই লক্ষ্যেই রদবদল করা হতে পারে একাদশে। বাদ পড়তে পারেন নীতিশ রেড্ডি।
Read More: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন পৃথ্বী শ, ইনস্টাগ্রামে দিলেন ঘোষণা !!
চলতি সিরিজের আবিষ্কার নীতিশ রেড্ডি-
বিশাখাপত্তনমের বছর ২১-এর অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি’কে (Nitish Kumar Reddy) চলতি ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজের অন্যতম আবিষ্কার বলা যেতে পারে। টি-২০’র আঙিনায় আগেই প্রতিভার ঝলক দেখিয়েছিলেন তিনি। আইপিএলে (IPL) অনবদ্য পারফর্ম্যান্সের পর বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) দেশের জার্সিতেও ঝড় তুলেছিলেন। কিন্তু লাল বলের ফর্ম্যাটেও তিনি যে ভবিষ্যতের তারকা হয়ে উঠতে সক্ষম তা অস্ট্রেলিয়ার মাঠে প্রমাণ করেছেন নীতিশ। ঘরোয়া ক্রিকেটের বিপুল অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও বর্ডার-গাওস্কর ট্রফির (BGT) মত হাইপ্রোফাইল সিরিজে তাঁকে সুযোগ দেওয়া নিয়ে আঙুল উঠেছিলো কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দিকে। কিন্তু তাঁর সিদ্ধান্তে যে কোনো ভুল ছিলো না তা নীতিশ (Nitish Kumar Reddy) বুঝিয়ে দিয়েছেন দুর্দান্ত ক্রিকেট খেলেই।
পার্থ টেস্টের প্রথম ইনিংসে বেশ চাপের মুখে পড়েছিলো ভারতীয় ব্যাটিং। সেখানে ৪১ রানের মহামূল্যবান ইনিংস খেলেন নীতিশ (Nitish Kumar Reddy)। দ্বিতীয় ইনিংসেও করেন ৩৮। রেকর্ড গড়েন অ্যাডিলেডে। চাঁদু বোরদে (Chandu Borde), ধোনি ও অশ্বিনের (Ravichandran Ashwin) পর চতুর্থ ভারতীয় হিসেবে সাত বা তার নীচে ব্যাট করতে নেমে দুই ইনিংসেই সর্বোচ্চ স্কোরার হন তিনি। দুই ইনিংসেই ৪২ রান করে করেন তিনি। গাব্বা টেস্টেও প্রথম একাদশে রাখা হয়েছিলো নীতিশকে। লোয়ার অর্ডারে নেমে চাপের মুখে ১৬ করে সেখানেও। স্কোরবোর্ডের গতি বাড়াতে গিয়ে উইকেট হারান শেষমেশ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) তিন ম্যাচে ৪৪.৭৫ গড়ে আপাতত তাঁর সংগ্রহ ১৭৯ রান। এছাড়া মিডিয়াম পেস বোলিং-এ নীতিশ ৩টি উইকেটও পেয়েছেন ইতিমধ্যে। মিচেল মার্শ, মার্নাস লাবুশেনদের আউট করেছেন তিনি।
মেলবোর্নে খেলছেন না নীতিশ-
পার্থ, অ্যাডিলেড ও গাব্বাতে নজর কাড়ার পরেও বক্সিং ডে টেস্টে খেলা হচ্ছে না নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। মেলবোর্নের প্রথম একাদশ থেকে বাদ পড়ছেন তিনি। সংবাদমাধ্যম সূত্রে খবর মিলেছে যে বাইশ গজের চরিত্রের কথা মাথায় রেখে রদবদলের কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। বোলিং লাইন-আপ’কে শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে দল। নীতিশকে রিজার্ভ বেঞ্চে পাঠিয়ে একজন অতিরিক্ত বোলার খেলানো হতে পারে। স্পিনার নাকি পেসার, একাদশে জায়গা পাবেন কে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পিচ দেখার পর। অশ্বিন অবসর নেওয়ার পর স্পিন বোলিং বিকল্প হিসেবে ভারতের হাতে রয়েছেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। খেলতে পারেন তিনি। পেস বিকল্প হিসেবে স্কোয়াডে রয়েছেন হর্ষিত রাণা ও প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna)। হর্ষিত পার্থ ও অ্যাডিলেডে খেলেছেন। সূত্রের খবর মেলবোর্নে ডাক পেতে পারেন প্রসিদ্ধ।