ind-vs-aus-msk-prasad-lambasts-rohit

IND vs AUS: বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া (IND vs AUS)। ৬ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে ৩১১ রান নিয়ে আজ শুরু করে ব্যাগি গ্রিন বাহিনী। স্টিভ স্মিথ ও প্যাট কামিন্সের জুটি বড় রানের দিকে এগিয়ে নিয়ে যায় তাদের। ব্রিসবেনের পর মেলবোর্নেও স্মিথের (Steve Smith) ব্যাট থেকে এলো অসামান্য শতরান। ৪৯ করেন প্যাট কামিন্স’ও। শেষমেশ ৪৭৪ রানে থামে অস্ট্রেলিয়া। ব্যাট করতে নামা ভারতকে দিশাহারা লাগে শুরুতেই। উইকেট হারান অধিনায়ক রোহিত (Rohit Sharma)। ফর্মে থাকা রাহুলকেও চা পানের বিরতির ঠিক আগে আউট করেন প্যাট কামিন্স (Pat Cummins)। কোহলি (Virat Kohli) ও যশস্বীর জুটি আশা জাগিয়েছিলো। কিন্তু শেষ বেলায় ফেরেন তাঁরাও। দিনের শেষে ৫ উইকেটে ভারতের ঝুলিতে মাত্র ১৬৪। নেতৃত্বের ব্যর্থতাই ডেকে এনেছে অন্ধকার, মত এমএসকে প্রসাদের।

Read More: IND vs AUS 4th Test: “একাই ডুবিয়ে এলো…” আশা জাগিয়েও ব্যর্থ বিরাট, জোড়া ধাক্কায় মাথায় হাত নেটজনতার !!

রোহিতের কড়া সমালোচনা প্রসাদের-

Rohit Sharma | IND vs AUS | Image: Getty Images
Rohit Sharma | IND vs AUS | Image: Getty Images

চলতি অস্ট্রেলিয়া সফরে (IND vs AUS) ক্রিকেটমহলের নিশানায় ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। পার্‌থ-এ বুমরাহ’র নেতৃত্বাধীন দল যে আগ্রাসনের সাথে ক্রিকেট খেলেছিলো তার ছিটেফোঁটাও পরবর্তী দু’টি টেস্টে নজরে আসে নি। রোহিতের অন্তর্ভুক্তির পরই খানিক খোলসে ঢুকে পড়েছে ‘মেন ইন ব্লু,’ মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁর অধিনায়কত্বকে অতি রক্ষণাত্মক বা সাবধানী তকমা দিতেও পিছপা হচ্ছেন না তাঁরা। মেলবোর্নের বক্সিং ডে টেস্টেও দলকে উজ্জীবিত করতে ব্যর্থ তিনি। বিশাল রানের ইমারত খাড়া করেছে প্রতিপক্ষ। দুই স্পিনার খেলানোর ফাটকা, শুভমান গিল’কে আচমকাই ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন সঞ্জয় মঞ্জরেকর। ভারতের স্ট্র্যাটেজি ব্যাখ্যা করতে গিয়ে ‘বিজার’ শব্দটি ব্যবহার করতে শোনা গিয়েছে তাঁকে। একই পন্থা নিলেন এমএসকে প্রসাদ’ও (MSK Prasad)।

‘ক্যাপ্টেন’ রোহিতকে (Rohit Sharma) রীতিমত তুলোধোনা করলেন প্রাক্তন নির্বাচক এমএসকে প্রসাদ (MSK Prasad)। ধারাভাষ্যের মাইক হাতে বলেন, “এই সিরিজের আগে আমরা নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিলাম। বিশ্রী ব্যাপার ঘটেছিলো। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে প্রথম বার আমরা ৩টে ম্যাচ টানা হেরেছিলাম ঘরের মাঠে। ঐ সিরিজেও রোহিত কোনো রান করতে পারে নি। এই সিরিজেও প্রথম ম্যাচটা খেলে নি ও। বুমরাহ দারুণ নেতৃত্ব দিয়েছিলো। সেই ব্যর্থতার বোঝা কাঁধে নিয়েও ও মাঠে নেমেছিলো। আমার মনে হয় যে তারই প্রভাব পড়েছে। যদি ফর্মে থাকত তার’ও একটা প্রভাব থাকত। কিন্তু ও টানা ব্যর্থই হয়ে এসেছে। তার প্রতিফলন দেখা গিয়েছে ওর নেতৃত্বেও। কোনো উদ্যম চোখে পড়ে নি। সিরাজ-বুমরাহকে টানা ১১ ওভার বোলিং করিয়েছে। গোটা সিরিজ জুড়েই বিষয়গুলো চোখে পড়েছে।”

যা বলেছেন প্রসাদ, দেখুন ভিডিও-

ওপেন করেও রান পেলেন না রোহিত-

Rohit Sharma | IND vs AUS | Image: Getty Images
Rohit Sharma | IND vs AUS | Image: Getty Images

অ্যাডিলেড ও ব্রিসবেনে মিডল অর্ডারে খেলেছিলেন রোহিত (Rohit Sharma)। তিন ইনিংসে রান করেছিলেন যথাক্রমে ৩, ৬ ও ১০। ছন্দে ফেরার চেষ্টায় আজ মেলবোর্নে নিজেকে ব্যাটিং অর্ডারের উপরের দিকে তুলে আনেন ভারত অধিনায়ক। যশস্বী জয়সওয়ালের সাথে নেমেছিলেন ওপেন করতে। কিন্তু পছন্দের পজিশনেও রানের মুখ দেখলেন না তিনি। প্যাট কামিন্সের (Pat Cummins) একটি নির্বিষ ডেলিভারিতে কার্যত উইকেট উপহারই দিলেন প্রতিপক্ষকে। অফ স্টাম্পের বাইরের লাইনে থাকা বল চাইলে ‘লিভ’ও করতে পারতেন তিনি। কিন্তু বিপদ ডেকে আনলেন পুল শট মারতে গিয়ে। ব্যাটের উপরের দিকে লেগে আকাশে উঠে যায় তা। ক্যাচ তালুবন্দী করতে কোনো রকম ভুলচুক করেন নি স্কট বোল্যান্ড। আজও ৩ রান করেই সাজঘরে ফেরেন রোহিত। চলতি সিরিজে (IND vs AUS) এই নিয়ে চার ইনিংসের মধ্যে তিন বার তিনি শিকার হলেন প্যাট কামিন্সের।

Also Read: IND vs AUS 4th Test: “লজ্জা থাকলে সরে যাও…” ওপেনিং-এ ফিরেও ব্যর্থ রোহিত, ক্ষোভের বিস্ফোরণ সোশ্যাল মিডিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *