IND vs AUS: বক্সিং ডে টেস্টের প্রথম দিন ব্যাট-বলের লড়াইকে ছাপিয়ে সংবাদমাধ্যমের হেডলাইন কেড়ে নিয়েছিলো বিরাট কোহলি (Virat Kohli) বনাম স্যাম কনস্টাস দ্বন্দ্ব (Sam Konstas)। বছর উনিশের গ্রিক বংশোদ্ভূত তরুণ গতকালই প্রথম বার মাথায় চাপান ঐতিহাসিক ব্যাগি গ্রিন টুপি। ইনিংসের মাঝে যখন পিচের এক প্রান্ত থেকে অপর প্রান্তে হেঁটে যাচ্ছিলেন তিনি, তখনই কোহলির কাঁধের সাথে ধাক্কা লাগে তাঁর। ভারতীয় মহাতারকার উদ্দেশ্যে কিছু বলে অস্ট্রেলীয় তরুণ। উত্তর দেন বিরাট। বচসা বেশীদূর বাড়তে দেন নি আম্পায়াররা। মধ্যস্থতা করতে এগিয়ে আসেন কনস্টাসের ব্যাটিং পার্টনার উসমান খোয়াজাও (Usman Khawaja)। এই ঘটনার রেশ গড়িয়েছে অনেকদূর। ধাক্কা লাগার ঘটনা নেহাৎ কাকতালীয় নয়। বরং ইচ্ছাকৃত তরুণ তুর্কি’র সাথে সংঘর্ষে জড়িয়েছেন বিরাট (Virat Kohli), অভিযোগ তুলে সরব অস্ট্রেলীয় ক্রিকেটমহল।
Read More: IND vs AUS 4th Test: “লজ্জা থাকলে সরে যাও…” ওপেনিং-এ ফিরেও ব্যর্থ রোহিত, ক্ষোভের বিস্ফোরণ সোশ্যাল মিডিয়ায় !!
মেলবোর্ন গ্যালারির কটাক্ষ কোহলিকে-
মেলবোর্নে পা দেওয়ার পর থেকেই অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের বিরাগভাজন হয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। বিমানবন্দরে এক মহিলা সাংবাদিক তাঁর সন্তানদের ভিডিও তোলায় প্রকাশ্যেই বিরক্তি প্রকাশ করেন তিনি। সেই ঘটনা নিয়ে চলছিলো জলঘোলা। গতকাল টেস্টের (IND vs AUS) প্রথম দিনে কনস্টাসের সাথে তাঁর সংঘর্ষ যেন সেই আগুনেই ঘৃতাহূতি দিয়েছে। রিকি পন্টিং, মাইকেল ভনের মত প্রাক্তনীরা ধারাভাষ্যের মাইক হাতে সমালোচনা করেছেন ভারতীয় তারকার। “আমার মনে কোনো সন্দেহই নেই যে কোহলিই বিষয়টা শুরু করেছে,” বলেন পন্টিং (Ricky Ponting)। “ও বিষয়টির দিকে যখন ফিরে তাকাবে,তখন ভাববে যে এটা করা উচিৎ হয় নি,” বলেছেন ভন। আক্রমণের ভাষা আরও তীব্র করেছে ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ সংবাদপত্র। তাদের ক্রীড়াবিভাগের প্রথম পাতায় বিরাটকে ‘ক্লাউন’ বলে সম্বোধন করা হয়েছে।
কনস্টাস-কোহলি (Virat Kohli) দ্বন্দ্বের রেশ দেখা গিয়েছে দ্বিতীয় দিনেও। অস্ট্রেলিয়ার ইনিংস চলাকালীন বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডিং করছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। দর্শকাসন থেকে একের পর এক আপত্তিজনক মন্তব্য উড়ে আসতে থাকে প্রাক্তন ভারতীয় অধিনায়কের দিকে। টিভি দর্শকেরা স্পষ্ট শুনতে পান “কোহলি ইজ আ ওয়্যা*র” স্লোগান। প্রতিপক্ষ ক্রিকেটারদেরকে এহেন ভাষায় আক্রমণ করার বিষয়টি যদিও অস্ট্রেলীয় ক্রিকেটে নতুন নয়। দিনকয়েক আগে একই অভিজ্ঞতার কথা শুনিয়েছিলেন ওয়াসিম আক্রম’ও (Wasim Akram)। উত্তপ্ত গ্যালারি অবশ্য আজ দমিয়ে দিতে পারে নি বিরাটকে। কঠিন পরিস্থিতিতেও তিনি যে চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত তা তিনি বুঝিয়ে দিয়েছেন শরীরী ভাষায়। কানের কাছে হাত এনে তিনি উত্তেজিত জনতাকে আরও জোরে চিৎকার করার নিদান দেন।
দেখুন ভিডিও-
Kohli vs crowd 👀🧐 #AUSvsIND #AUSvIND #INDvsAUS #INDvAUS #BGT2025pic.twitter.com/wDfL47mCbT
— VK 18 🐐 (@itsvinay0) December 27, 2024
শাস্তি পেয়েছেন বিরাট কোহলি-
গতকালের ফক্স স্পোর্টসের একটি অনুষ্ঠানে রবি শাস্ত্রী (Ravi Shastri) জানিয়েছিলেন যে , “কোহলি-কনস্টাস দ্বৈরথের দিকে তীক্ষ্ণ নজর রাখবেন ম্যাচ রেফারী অ্যান্ডি পাইক্রফট।” তাঁর আশঙ্কা যে অমূলক ছিলো না তা বোঝা যায় টেস্টের (IND vs AUS) প্রথম দিনের খেলা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই। দ্রুত কোহলিকে (Virat Kohli) শাস্তি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয় আইসিসি। তাঁর নামের পাশে যোগ করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। সাথে ম্যাচ ফি’র ২০ শতাংশ’ও জরিমানা হিসেবে দিতে হচ্ছে। কনস্টাসের (Sam Konstas) কোনো শাস্তি হয় নি। সূত্রের খবর যে দোষ স্বীকার করে নেওয়ায় শাস্তি খানিক কমেছে কোহলির। যদি তিনি তা না করতেন তাহলে বাড়তে পারত ডিমেরিট পয়েন্টের সংখ্যা। সেক্ষেত্রে সিডনি টেস্টে নির্বাসিত’ও হতে পারতেন তিনি।