IND vs AUS: টি-২০ সিরিজের পঞ্চম ম্যাচে আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS)। বিশাখাপত্তনম ও তিরুঅনন্তপুরমের মাঠে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে নিয়ে চালকের আসনে জায়গা করে নিয়েছিলো ভারত। তৃতীয় ম্যাচেই ছিলো সিরিজ জয়ের হাতছানি। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিলো গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট। ‘ম্যাড ম্যাক্স’-এর শতরানে জয় ছিনিয়ে নেয় অজি ব্রিগেড। লড়াইতে ফেরে ক্যাঙারু বাহিনী। ধাক্কা খেয়ে সামলে নিতে বেশী সময় খরচ করেন নি ভারতের তরুণ তুর্কিরা। রায়পুরে চতুর্থ ম্যাচেই ২০ রানে জিতে নিয়ে সিরিজ হাতের মুঠোয় করে নিয়েছিলেন রিঙ্কু সিং, জিতেশ শর্মা, অক্ষর প্যাটেল’রা। সিরিজের ফলাফল আগেই নির্ধারিত হয়ে যাওয়ায় বেঙ্গালুরুর ম্যাচটি কার্যত হয়ে দাঁড়িয়েছিলো নিয়মরক্ষার। তবুও লড়াই হলো হাড্ডাহাড্ডি। কাউকে এক ইঞ্চি জমি ছাড়লো না কোনো পক্ষই। তুল্যমূল্য দ্বৈরথের পর শেষ হাসি অবশ্য হাসলো ভারতই।
Read More: IND vs AUS: স্নায়ুর চাপ সামলে বেঙ্গালুরু বিজয় ভারতের, অস্ট্রেলিয়াকে ৪-১ হারিয়ে সিরিজের দখল নিলো টিম ইন্ডিয়া !!
টসে জিতে আজ বোলিং বেছে নিয়েছিলেন ম্যাথু ওয়েড। ভারতের দুই ওপেনার ৩৩ রানের বেশী যোগ করতে পারেন নি স্কোরবোর্ডে। প্রথম পাওয়ার প্লে’র ভেতরেই দুই উইকেট তুলে নেয় অস্ট্রেলিয়া। সূর্যকুমার, রিঙ্কু সিং-রাও রান পান নি। রুখে দাঁড়ান শ্রেয়স আইয়ার। সঙ্গী হন জিতেশ শর্মা ও অক্ষর প্যাটেল। মূলত এই তিনজনের প্রচেষ্টাতেই স্কোর পৌঁছায় ১৬০ অবধি। রান তাড়া করতে নেমে ট্র্যাভিস হেড শুরুটা ধুন্ধুমার ভঙ্গিতে করলেও পরপর তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে গিয়েছিলো অস্ট্রেলিয়া। পেন্ডুলামের মত দুলতে থাকা ম্যাচ’কে এরপর অজিদের পক্ষে নিয়ে এসেছিলেন বেন ম্যাকডারমট। তবে তিনি ফেরার পর স্নায়ুর চাপ সামলে টিম ইন্ডিয়াকে জয় এনে দিলেন মুকেশ কুমার। পরপর দুই বলে জোড়া উইকেট তোলেন তিনি। ওয়েড লড়াইয়ের প্রয়াস চালালেও তা ফলপ্রসূ হয় নি। সিরিজ খুইয়েছেন আগেই, আজ ম্যাচ হেরে হতাশ অস্ট্রেলীয় অধিনায়ক।
ম্যাচ হারলেও নিজের দলের বোলারদের প্রতি সম্পূর্ণ সহানুভূতি জানিয়েছেন ম্যাথু ওয়েড। অস্ট্রেলীয় অধিনায়ক জানান, “আমি মনে করি আমরা আজ অপেক্ষাকৃত ভালোই বোলিং করেছি।” ম্যাচের ময়নাতদন্ত’ও সেরেছেন ওয়েড। পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তাঁর মন্তব্য, “(ব্যাটিং-এর সময়) শেষ পাঁচ-ছয় ওভার খুব হতাশাজনক কেটেছে।” আজকেও সাতে ব্যাট করতে নেমেছিলেন তিনি। নিজেকে কি আরও একটু উপরে তুলে আনা যেত না? সঞ্চালকের প্রশ্নের জবাবে ওয়েড জানান, “এই ইচ্ছাটা তো সবসময়ই কাজ করে। বিশেষ করে যখন স্পিনার বোলিং করে, তবে আমার কাজ হলো দলকে সঠিক ভাবে লক্ষ্যে পৌঁছে দেওয়া।” হারলেও মুষড়ে পড়ছেন না তিনি। বলেন, “আমরা আজ ভালো ক্রিকেট খেলেছি। (বেন) ম্যাকডারমট দারুণ প্রত্যাবর্তন ঘটিয়েছে।” এই সিরিজে ভালোই মহড়া হলো দলের। মনে করছেন ওয়েড। বলেন, “এর থেকে কঠিনতর পরিস্থিতি আর হয় না।”
Also Read: IND vs AUS: “এই পারফরমেন্স দলকে আরও…”, জয় দিয়েই টিম ইন্ডিয়া টি-২০ সিরিজে পর্দা টানায় উল্লসিত নেটপাড়া !!