IND vs AUS 1st Test: “বাউন্সার দেবো…” কোহলিকে হুঁশিয়ারি লাবুশেনের, রেয়াত করলেন না খোদ অধিনায়ককে !! 1

IND vs AUS: ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজের ঢাকে কাঠি পড়তে বাকি আর মাত্র কয়েকদিন। পারথ্‌-এর অপটাস স্টেডিয়ামে রয়েছে প্রথম টেস্ট ম্যাচটি। টানা দুই বার অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে হারিয়েছে টিম ইন্ডিয়া। এবার তাদের সামনে হ্যাট্রিকের সুযোগ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শোচনীয় ফলাফলের গ্লানি মুছে ফেলে নতুন উদ্যমে মাঠে নামতে মুখিয়ে রয়েছেন ক্রিকেটাররা। অন্যদিকে ঈষৎ ব্যাকফুটে থাকা ভারতকে শুরুতেই চাপের মধ্যে ঠেলে দিতে প্রথম টেস্টে জয় অত্যন্ত জরুরী অস্ট্রেলিয়ার কাছেও। বর্ডার-গাওস্কর ট্রফিকে ফোকাসে রেখে পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজের শেষ ম্যাচ খেলেন নি কামিন্স, স্টার্করা। খেলছেন না টি-২০ সিরিজও। ম্যাচ শুরুর আগে মাঠের বাইরেও ভারতীয় তারকাদের উপর চাপ বাড়ানোর খেলা শুরু করেছেন অজি ক্রিকেটাররা। মার্নাস লাবুশেনের (Marnus Labuschagne) মন্তব্যে মিললো তেমনই ইঙ্গিত।

Read More: BGT হারলেই ছুটি হচ্ছে কোচ গম্ভীরের, এই শ্রীলঙ্কান মাস্টার সামলাবেন দায়িত্ব !!

কোহলিকে বাউন্সার দিতে চান লাবুশেন-

Marnus Labuschagne | IND vs AUS | Image: Getty Images
Marnus Labuschagne | Image: Getty Images

ক্রিকেটদুনিয়ার অন্যতম চর্চিত চরিত্র মার্নাস লাবুশেন (Marnus Labuschagne)। দক্ষিণ আফ্রিকাজাত এই অজি ক্রিকেটারের ব্যাটিং, মাঠে থাকাকালীন তাঁর অঙ্গভঙ্গি, এমনকি লাগাতার প্রতিপক্ষ ক্রিকেটারদের স্লেজিং করা চলা নিয়ে প্রায়শই হাসির রোল ওঠে সোশ্যাল মিডিয়ায়। বর্ডার-গাওস্কর ট্রফি (IND vs AUS) শুরুর আগে এবার ভারতীয় সুপারস্টার বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে মন্তব্য করে খবরের শিরোনামে তিনি। ব্যাট হাতে আইসিসি র‍্যাঙ্কিং-এর শীর্ষে পৌঁছলেও লাবুশেনকে একটা সময় অস্ট্রেলিয়া দলে সুযোগ দিয়েছিলো লেগস্পিনার হিসেবে। বর্তমানে যদিও লেগস্পিন করেন না তিনি। বরং মিডিয়াম পেসে জোর দিচ্ছেন লাবুশেন। আসন্ন ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজে তিনি যে বিরাট কোহলিকে বাউন্সার দিয়ে চমকে দিতে চান তা সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের মুখেই জানিয়েছেন তিনি।

লাবুশেন বলেন, “অস্ট্রেলিয়ার তিন নম্বর ব্যাটার বিরাট কোহলিকে বাউন্সার দিচ্ছে, দর্শকেরা নিশ্চয়ই সেটা দেখতে চাইবেন। আমি দেখতে চাইবো যে আমি ওর (কোহলি’র) ইগো নিয়ে খেলতে পারি কিনা। ‘তুমি কি মার্নাসের বাউন্সারেও ডাক্‌ করবে?’” বিরাটের (Virat Kohli) কাছেই যেন প্রশ্ন ছুঁড়েছেন তিনি। বলের গতি আরও বাড়নোই লক্ষ্য মার্নাসের। গ্রেড ক্রিকেটারকে দেওয়া সাক্ষাৎকারে তা বলেওছেন তিনি। “আমি ১৩৫ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বাউন্সার করতে চাই। আমার মধ্যে সেই দক্ষতা রয়েছে বলেই আমার ধারণা। আমার সর্বোচ্চ গতি এখনও অবধি ১৩২ কিলোমিটার প্রতি ঘন্টা। তো আর মাত্র ৩ কিলোমিটার” মন্তব্য লাবুশেনের। তাঁকে যে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ভাবতে পারে দল, তা স্বয়ং অধিনায়ককেও বুঝিয়ে দিয়েছেন অনুশীলনে। মার্নাসের বাউন্সার কোনোক্রমে ডাক্‌ করতে দেখা গিয়েছে প্যাট কামিন্সকে (Pat Cummins)।

দেখুন সেই ভিডিও-

নয়া ওপেনার পাচ্ছে অস্ট্রেলিয়া-

Nathan McSweeney | Image: Getty Images
Nathan McSweeney | Image: Getty Images

ভারতের জার্সিতে পারথ্‌ টেস্টে দেখা যাবে না রোহিত শর্মা’কে (Rohit Sharma)। যশস্বী জয়সওয়ালের সাথে কে ওপেন করবেন তা নিয়ে রয়েছে প্রশ্ন। কে এল রাহুলকে মিডল অর্ডার থেকে তুলে আনা হতে পারে ইনিংসের শুরুতে। না হলে টেস্ট অভিষেক হতে পারে অভিমন্যু ঈশ্বরণ। পক্ষান্তরে অস্ট্রেলিয়ার ওপেনার কারা হবেন তা নিয়েও রয়েছে ধন্ধ। ডেভিড ওয়ার্নারের অবসরের পরেই উসমান খোয়াজার (Usman Khawaja) সঙ্গী খোঁজে ক্যাঙারু বাহিনী। বেশ কয়েকটি টেস্টে ওপেন করেছিলেন স্টিভ স্মিথ। কিন্তু সাফল্য পান নি। তাঁর ব্যাটিং গড় ৫৯ থেকে নেমে এসেছে ৫৬তে। ভারতের বিরুদ্ধে পছন্দের চার নম্বরেই ফিরতে চান তিনি। সম্ভাব্য বিকল্প হিসেবে শোনা যাচ্ছিলো ট্র্যাভিস হেডের নাম। কিন্তু ক্যামেরন গ্রিন না থাকায় পাঁচেই খেলতে হবে তাঁকে। এমতাবস্থায় সম্ভবত তরুণ নাথান ম্যাকস্যুইনির (Nathan McSweeney) উপর আস্থা রাখতে ‘ব্যাগি গ্রিন’ শিবির।

পারথ্‌ টেস্টের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াড-

প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস (উইকেটরক্ষক), উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, নাথান ম্যাকস্যুইনি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক।

Also Read: IND vs AUS 1st Test: পারথ্‌ টেস্টে নেই শুভমান গিল, বিকল্প হিসেবে ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ নিচ্ছেন এই ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *