ind-vs-aus-marnus-harshit-verbal-duel

IND vs AUS: গতকাল থেকে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) পিঙ্ক বল টেস্ট। পার্‌থ-এ দুর্দান্ত জয় পাওয়া টিম ইন্ডিয়া অ্যাডিলেডেও দাপট ধরে রাখার চেষ্টায়। পক্ষান্তরে পয়া মাঠে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য সামনে রেখে মাঠে নেমেছেন প্যাট কামিন্সরা। প্রথম দিন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো মেন ইন ব্লু। মিচেল স্টার্কের (Mitchell Starc) আগুনে পেসে টেস্টের গোড়াতেই বেশ ব্যাকফুটে তারা। নীতিশ রেড্ডি (Nitish Kumar Reddy), কে এল রাহুলরা খানিক প্রতিরোধের চেষ্টা করলেও ১৮০ রানেই গুটিয়ে গিয়েছে ইনিংস। জবাবে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে অবশ্য গোলাপি বলের বিপক্ষে সাবলীলই লেগেছে। জসপ্রীত বুমরাহ’র বলে উসমান খোয়াজা (Usman Khawaja) ফিরলেও দিনের শেষে অপরাজিতই থেকেছেন নাথান ম্যাকস্যুইনি ও মার্নাস লাবুশেন (Marnus Labuschagne)। স্কোরবোর্ডে ৮৬ রান।

Read More: IND vs AUS 2nd Test: লাবুশেন’কে বল ছুঁড়ে মারলেন সিরাজ, অ্যাডিলেডে অগ্নিশর্মা ভারতীয় পেসার !!

জোড়া বিতর্কে জড়ালেন লাবুশেন-

Marnus Labuschagne | IND vs AUS | Image: Getty Images
Marnus Labuschagne | IND vs AUS | Image: Getty Images

অ্যাডিলেড টেস্টের (IND vs AUS) প্রথম দিনে জোড়া বিতর্কে জড়াতে দেখা গেলো মার্নাস লাবুশেন’কে (Marnus Labuschagne)। প্রথমে বিতণ্ডায় জড়ান মহম্মদ সিরাজের সঙ্গে। ইনিংসের ২৫ তম ওভার চলাকালীন স্টান্স নেওয়ার পরেও হঠাৎ ক্রিজ ছেড়ে সরে যান তিনি। ডেলিভারি করার প্রাক্‌-মুহূর্তে থামতে হয় সিরাজকেও (Mohammed Siraj)। বিষয়টি পছন্দ করেন নি তিনি। ক্ষুব্ধ পেসার বলটি সটান ছুঁড়ে দেন ব্যাটারের দিকে। এগিয়ে এসে কিছু বলেনও অস্ট্রেলীয় ব্যাটারকে উদ্দেশ্য করে। যদিও তা আঘাত করে নি মার্নাসকে (Marnus Labuschagne)। বরং জমা পড়ে উইকেটরক্ষক ঋষভ পন্থের দস্তানায়। আদতে সাইটস্ক্রিনের সামনে জনৈক দর্শকের বিয়ারের কাপ হাতে মাতামাতিতেই মনঃসংযোগ হারিয়েছিলেন লাবুশেন। ফলে সরে দাঁড়াতেই হয়েছিলো তাঁকে।

এই ঘটনার কিছুক্ষণ পরে মার্নাস লাবুশেনের (Marnus Labuschagne) সাথে কথার লড়াই চলে হর্ষিত রাণা’র (Harshit Rana)। ২২ বর্ষীয় তরুণ পেসার পার্‌থ-এ চমৎকার বোলিং করলেও অ্যাডিলেডে এখনও সেরা ছন্দ খুঁজে পান নি। তাঁর দ্রুতগতির একটি বাউন্সারে পুল করার কথা ভেবেছিলেন লাবুশেন (Marnus Labuschagne)। কিন্তু শেষ মুহূর্তে মত বদলান। মাথা সরিয়ে নেন বলের লাইন থেকে। তা জমা পড়ে ঋষভের দস্তানায়। এর পরেই হর্ষিতকে উদ্দেশ্য করে কিছু বলেন তিনি। পালটা দেন দিল্লীর তরুণ’ও। পরের ডেলিভারিটি গুড লেন্থে পিচ করিয়েছিলেন হর্ষিত (Harshit Rana)। স্পিডোমিটারের কাঁটা ছুঁয়েছিলো ১৪১ কিলোমিটার প্রতি ঘন্টা। মার্নাস তা সামাল দেওয়ার পর ফের অজি ব্যাটারের সামনে গিয়ে তাঁর উদ্দেশ্যে কিছু বলতে দেখা যায় ভারতীয় তরুণকে। দুই পক্ষের স্লেজিং-এ জমে ওঠে ভারত-অস্ট্রেলিয়া (IND vs AUS) দ্বৈরথ।

দেখুন ঘটনার ভিডিও-

অবশেষে অর্ধশতক মার্নাসের ব্যাটে-

Marnus Labuschagne | IND vs AUS | Image: Getty Images
Marnus Labuschagne | IND vs AUS | Image: Getty Images

কেরিয়ারের শুরুটা দুর্দান্ত ভাবে করেছিলেন মার্নাস লাবুশেন (Marnus Labuschagne)। আইসিসি’র ক্রমতালিকায় বেশ কয়েক সপ্তাহ ধরে ছিলেন সেরা ব্যাটার। ব্যাটিং গড় ছিলো ৬০-এর উপরে। কিন্তু গত এক-দেড় বছর খুব খারাপ কেটেছে তাঁর। নামতে নামতে র‍্যাঙ্কিং-এ এই মুহূর্তে সেরা দশেও নেই তিনি। গড় নেমে এসেছে ৪৮-এ। ভারতের বিরুদ্ধে (IND vs AUS) পার্‌থ টেস্টেও দুই ইনিংসে তিনি করেছেন যথাক্রমে ২ ও ৩। অস্ট্রেলিয়া টেস্ট দলে তাঁর জায়গা পাওয়া নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছিলেন অনেকেই। অ্যাডিলেডের পিঙ্ক বল টেস্ট তাই তাঁর কাছে ছিলো ‘ডু অর ডাই।’ কঠিন পরীক্ষায় পাস করলেন দক্ষিণ আফ্রিকাজাত ক্রিকেটার। গতকাল অপরাজিত ছিলেন ২৩ রানে। আজ’ও দুরন্ত প্রতিরোধ গড়ে তোলেন ব্যাট হাতে। পেরোন অর্ধশতকের গণ্ডী। ১২৬ বলে ৬৪ রানের ইনিংস খেলে অস্ট্রেলীয় ইনিংসের ভিত শক্ত করেন মার্নাস।

Also Read: IND vs AUS 2nd Test: রোহিত ফিরতেই শুরু রদবদল, একাদশ থেকে বাদ পড়লেন ওয়াশিংটন সুন্দর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *