IND vs AUS: পারথ্-এর অপটাস স্টেডিয়ামে আজ শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) টেস্ট সিরিজ। টসে জিতে প্রথম ব্যাটিং করেছে টিম ইন্ডিয়া। বাউন্স ও গতিসমৃদ্ধ উইকেটে ব্যাট হাতে বিশেষ সুবিধা করতে পারে নি তারা। ঋষভ পন্থ ও নবাগত নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) খানিক লড়াই করলেও ১৫০ রানের বেশী এগোতে পারে নি ‘মেন ইন ব্লু।’ দিনের তৃতীয় সেশনে ব্যাটিং করতে নেমেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী যে ভারত ছাড়বে না, বল হাতে তা বুঝিয়ে দিয়েছেন বুমরাহ, সিরাজ’রা (Mohammed Siraj)। রোহিতের অনুপস্থিতিতে এই টেস্টে টিম ইন্ডিয়ার অধিনায়ক জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। স্বপ্নের ওপেনিং স্পেলে তিনি তুলে নিয়েছেন ৩ উইকেট। নতুন বল হাতে নজর কেড়েছেন কেরিয়ারের প্রথম টেস্ট খেলতে নামা হর্ষিত রাণা’ও।
হায়দ্রাবাদে বাংলাদেশের বিপক্ষে টি-২০তে জাতীয় দলের হয়ে প্রথমবার মাঠে নামার কথা ছিলো হর্ষিত রাণা’র (Harshit Rana)। কিন্তু অসুস্থতার কারণে সেই স্বপ্ন পূরণ হয় নি তাঁর। তবে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে (IND vs AUS) পারথ্-এর মাঠে প্রথমবার টিম ইন্ডিয়ার টুপি মাথায় চাপালেন তিনি। অজি ইনিংসের অষ্টম ওভারে হর্ষিতকে (Harshit Rana) আক্রমণে আনেন অধিনায়ক। কেরিয়ারের প্রথম টেস্ট ওভারটিকে স্মরণীয় করে রাখলেন তিনি। ব্যাট হাতে হর্ষিতকে সামলাতে গিয়ে বেশ সমস্যায় পড়লেন অভিজ্ঞ মার্নাস লাবুশেন (Marnus Labuschagne)। আগ্রাসনের জন্য ‘সুনাম’ রয়েছে হর্ষিতের (Harshit Rana)। অস্বস্তিতে পড়া অজি ব্যাটারকেও ‘দু’কথা’ শোনাতে ছাড়লেন না তিনি।
Read More: IND vs AUS 1st Test: ত্রাসের নাম হ্যাজেলউড, পারথ্-এ মাত্র ১৫০-এ গুটিয়ে গেলো ভারতের ইনিংস !!
হর্ষিতকে ‘উড়ন্ত চুম্বন’ লাবুশেনের-
ওভারের তৃতীয় ডেলিভারিটি আঘাত করেছিলো মার্নাস লাবুশেনের (Marnus Labuschagne) শরীরে। চতুর্থ ডেলিভারিতেও একই লেন্থ বজায় রেখেছিলেন হর্ষিত। কোনো রকমে এক হাতে সামাল দেন অস্ট্রেলীয় তারকা। পঞ্চম ডেলিভারিতেও অস্বস্তিতে পড়তে হয় তাঁকে। ফলো থ্রু’তে এরপর লাবুশেনের একদম সামনে চলে যান হর্ষিত (Harshit Rana)। তাঁকে কিছু বলতে শোনা যায় দিল্লীর তরুণকে। চাপের মুখে থাকা ব্যাটার অবশ্য বিতণ্ডায় জড়ানোর রাস্তায় হাঁটেন নি। তিনি হাসিমুখে জবাব দেন হর্ষিতকে। সাথে ‘ফ্লাইং কিস’ও ছুঁড়ে দেন ভারতীয় অভিষেককারীর দিকে। প্রসঙ্গত উইকেট নেওয়ার পর এই ফ্লাইং কিস হর্ষিতের ট্রেডমার্ক সেলিব্রেশন। এর জন্য আইপিএলে শাস্তির মুখেও পড়তে হয়েছে তাঁকে। আজ অপটাস স্টেডিয়ামে সেই ‘ফ্লাইং কিস’ই লাবুশেনের থেকে ফের পেলেন তিনি।
কেরিয়ারের প্রথম টেস্টে উইকেটের জন্য বেশীক্ষণ অপেক্ষা করতে হয় নি হর্ষিত রাণা’কে (Harshit Rana)। ভারতীয় দলের বিরুদ্ধে গত বছরের টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালে শতরান করেছিলেন ট্র্যাভিস হেড (Travis Head)। শতরান করেছিলেন ওডিআই বিশ্বকাপের ফাইনালেও। এবারের টেস্ট সিরিজ শুরুর আগেও বাম হাতি মিডল অর্ডার ব্যাটারকে নিয়ে চিন্তায় ছিলো টিম ইন্ডিয়া। কিন্তু আজ হেড’কে বেশীদূর এগোতে দেন নি দিল্লীর ডান হাতি পেসার। ইনিংসের ১২তম ওভারের প্রথম বলেই তাঁকে ফিরতে হয়। গুড লেন্থে পিচ করা ডেলিভারি একদম শেষ মুহূর্তে কাঁটা বদলায়। রক্ষণাত্মক শটের জন্য ব্যাট বাড়িয়ে দিয়েছিলেন হেড (Travis Head)। কিন্তু তার নাগাল এড়িয়ে অফস্টাম্পের বাইরের দিকে আছড়ে পড়ে বল। ১৩ বলে ১১ করেই আউট হন অজি ব্যাটার।
দেখুন হর্ষিতের প্রথম উইকেটটি-
Maiden Test wicket for Harshit Rana !!
Cleaned up Travis Head !! #KLRahul #JaspritBumrah #AUSvsIND #INDvsAUS #ViratKohli #INDvAUS #BGT2025 #bordergavaskartrophy2024
— Cricketism (@MidnightMusinng) November 22, 2024