IND vs AUS: সিডনিতে আজ থেকে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) পঞ্চম টেস্ট ম্যাচ। আপাতত ১-২ পিছিয়ে থাকা টিম ইন্ডিয়ার কাছে এই ম্যাচ মরণবাঁচন। হারলে দশ বছর পর হাতছাড়া হবে বর্ডার-গাওস্কর ট্রফি (BGT)। একইসাথে ভাঙবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল খেলার স্বপ্ন’ও। হাইভোল্টেজ দ্বৈরথের আগে সংবাদমাধ্যমের সবটুকু ফোকাস কেড়ে নিয়ে গিয়েছে ভারতের দল নির্বাচন সংক্রান্ত জটিলতা। অফ ফর্মে কারণে সিডনিতে মাঠে না নামার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর বদলে নেতৃত্বভার সামলাবেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। রোহিতের ‘বাদ’ পড়া কি আদতে তাঁর টেস্ট কেরিয়ারের উপরেই যবনিকা টেনে দিলো? এই নিয়েই চলছে চর্চা। মুখ খুলেছেন সঞ্জয় মঞ্জরেকর। রোহিত বাদ পড়ায় অবাক নন তিনি।
Read More: “পুরো আগুন…” ১৮৫ রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়া, দিন শেষে বুমরাহ ম্যাজিকে জয়জয়াকার ভারতের, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!
অপরিহার্য্য নন রোহিত, বলছেন সঞ্জয়-
চলতি সিরিজের (IND vs AUS) প্রথম ম্যাচটি ব্যক্তিগত কারণে খেলেন নি রোহিত শর্মা (Rohit Sharma)। দলে ফিরেছিলেন দ্বিতীয় টেস্ট থেকে। অ্যাডিলেড, ব্রিসবেন ও মেলবোর্নে পাঁচ ইনিংসে তাঁর সংগ্রহে মাত্র ৩১ রান। ব্যাটিং গড় ৬.২০। বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারতের জার্সিতে ব্যাটিং অর্ডারের এক থেকে সাতের মধ্যে নামা কোনো ক্রিকেটারের ক্ষেত্রে যা সর্বনিম্ন। সিডনি টেস্ট শুরুর আগে অফ ফর্মের কারণে এমনিতেই অনন্ত চাপে ছিলেন রোহিত। গতকাল সাংবাদিক সম্মেলনে কোচ গৌতম গম্ভীর অবধি বলেন যে তিনি আদৌ খেলবেন কিনা তা নিশ্চিত নয়। শেষমেশ দলের স্বার্থে না খেলারই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজ সকালে টস করতে মাঠে নেমেছেন বুমরাহ (Jasprit Bumrah)। রোহিতকে আপাতত সরিয়ে দেওয়াই সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন সঞ্জয় মঞ্জরেকর। তবে যেভাবে প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে তা মনঃপুত হয় নি তাঁর।
লাল বলের ক্রিকেটে রোহিতের দুর্বলতা নিয়ে মুখ খুলে উইজডেন’কে মঞ্জরেকর (Sanjay Manjrekar) জানিয়েছেন, “রোহিত (টেস্টে) সর্বকালের সেরাদের একজন নয় যে ওর বাদ পড়া নিয়ে এতটা গোপনীয়তা অবলম্বন করা প্রয়োজন রয়েছে। বিরাট কোহলি হলে না হয় বুঝতাম। রোহিত ৬০টার কাছাকাছি টেস্ট খেলেছে, কিন্তু বিদেশের মাঠে ওর শতরান মাত্র একটা। গড় মাত্র ৪০। আমি বুঝে পাচ্ছি না এত গোপনীয়তা অবলম্বন করার কি আছে এই নিয়ে।” সিডনি টেস্টের একাদশে রোহিতকে না দেখে মঞ্জরেকর ট্যুইট করেছেন, “একদম রোহিতসুলভ কাজই করেছে। যেটা সঠিক, যেটা দলের জন্য আদর্শ কাজ সেটাই ও (রোহিত) করেছে। কিন্তু বিষয়টি নিয়ে এত লুকোছাপা কেন চলছে তা বুঝতে পারছি না। টসেও এই নিয়ে কোনো আলোচনা হলো না।” হিটম্যানের টেস্ট ভবিষ্যৎ সম্পর্কে জানতে আপাতত সিরিজ শেষের অপেক্ষা করা ছাড়া উপায় নেই।
দেখুন সঞ্জয়ের ট্যুইটটি-
So typical of Rohit Sharma. Doing the right thing, doing what’s right for the team. But could not understand the ‘cloak & dagger’ around the issue. Wasn’t even talked about at the toss. 🤔
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) January 2, 2025
টিম ম্যানেজমেন্টের যুক্তিতে খুশি নন মঞ্জরেকর-
ভারতীয় দলের তরফে জানানো হয়েছে যে স্বেচ্ছায় ‘বিশ্রাম’ নিয়েছেন রোহিত শর্মা। এমনকি আজ সকালে টসের সময় জসপ্রীত বুমরাহ’ও একই কথা বলেন সঞ্চালক রবি শাস্ত্রীকে। যদিও এই যুক্তি মানতে নারাজ সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar)। কেন ‘বিশ্রাম’ নিতে হলো রোহিত, তা স্পষ্ট করুক বোর্ড, দাবী তুলেছেন তিনি। “যখন বুমরাহ টস করতে এলো, প্রথম চিন্তা হওয়া উচিৎ ছিলো যে রোহিতের কি হলো? ওকে কি বাদ দেওয়া হয়েছে নাকি ও নিজেই সরে দাঁড়িয়েছে? আশ্চর্যের বিষয় এই নিয়ে কোনো প্রশ্নই করা হলো না। আমি হলে প্রথমে এটাই জিজ্ঞাসা করতাম। সরকারী ভাবে বিশ্রামের তত্ত্ব দেওয়া হচ্ছে। কিন্তু ও প্রথম টেস্টটি খেলে নি। নিউজিল্যান্ড সিরিজের পরকোনো ঘরোয়া ক্রিকেট খেলে নি। যদি কারও সত্যিই বিশ্রাম প্রয়োজন, তবে সেটা যিনি এই টেস্টে নেতৃত্ব দিচ্ছেন তাঁর।”
Also Read: IND vs AUS 5th Test: সিডনিতেও অব্যাহত ব্যাটিং ব্যর্থতা, ফের একবার বুমরাহ’র দিকেই তাকিয়ে ভারত !!