IND vs AUS: মুখ থুবড়ে পড়লো টিম ইন্ডিয়া। মেলবোর্নে অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেওয়া ৩৪০ রানের লক্ষ্যমাত্রার ধারে কাছেও দলকে পৌঁছে দিতে পারে নি ভারতের তারকাখচিত ব্যাটিং লাইন আপ (IND vs AUS)। জয়ের জন্য আক্রমণাত্মক হওয়া দূরের কথা, রক্ষণাত্মক ক্রিকেট খেলে ম্যাচ ড্র অবধি করতে পারলো না ‘মেন ইন ব্লু।’ টপ-অর্ডারে ধস নামার পর খানিক রুখে দাঁড়িয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant) ও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তাঁদের ৭৮ রানের জুটি ভাঙতেই ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং। মাত্র ৪৩ রানের মধ্যে শেষ সাতটি উইকেট হারায় তারা। চলতি সফরে একের পর এক ইনিংসে ব্যর্থ বিরাট কোহলি (Virat Kohli) ঘুরে দাঁড়াবেন মেলবোর্নে, আশায় ছিলেন ভক্তেরা। কিন্তু আজ ব্যাট হাতে তাঁদের হতাশই করলেন মহাতারকা। টেস্টে তাঁর মেয়াদ কতদিন? আজকের ব্যর্থতার পর জমাট বেঁধেছে প্রশ্ন।
Read More: IND vs AUS 4th Test: পন্থ’কে ফিরিয়ে ‘অশ্লীল’ উদ্যাপন ট্র্যাভিস হেডের, প্রকাশ্যে এলো নেপথ্য কাহিনী !!
বিরাটের ব্যর্থতার বহর বেড়েই চলেছে-
২০২৪ সালে টেস্ট ক্রিকেটের আঙিনায় মোটেই সাবলীল লাগে নি বিরাট কোহলিকে (Virat Kohli)। ঘরের মাঠে বাংলাদেশ বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান পান নি। অস্ট্রেলিয়া সফরেও (IND vs AUS) চেনা ছন্দে পাওয়া যায় নি তাঁকে। পঞ্চম বা ষষ্ঠ স্টাম্পের লাইনে ক্রমাগত পরাস্ত হয়েছেন কোহলি। চারটি টেস্ট মিলিয়ে মোট সাতটি ইনিংস খেলেছেন ভারতীয় মহাতারকা। আউট হয়েছেন ছয় বার। প্রত্যেকবারই ধরা পড়েছেন স্টাম্পের পিছনে উইকেটরক্ষক অথবা স্লিপের ফিল্ডারদের হাতে। পার্থ, অ্যাডিলেড ও ব্রিসবেনের পর মেলবোর্নেও বদলালো না ছবিটা। প্রথম ইনিংসে হয়েছিলেন স্কট বোল্যান্ডের শিকার। দ্বিতীয় ইনিংসে উইকেট উপহার দিয়ে এলেন মিচেল স্টার্ককে (Mitchell Starc)। ৫ রান করে তৃতীয় স্লিপে উসমান খোয়াজার হাতে ধরা পড়েন তিনি।
এবারের বর্ডার-গাওস্কর ট্রফিতে (BGT) ৪টি ম্যাচ খেলে বিরাট কোহলির সংগ্রহ ১৬৭ রান। ব্যাটিং গড় ২৭.৮৩। অস্ট্রেলিয়ার মাটিতে এহেন হতদ্যম এর আগে আদৌ কখনও তাঁকে লেগেছে কিনা তা নিয়ে শুরু হয়েছে চর্চা। ক্রিকেটমহলের একটা বড় অংশ যখন সরে দাঁড়িয়েছেন তাঁর পাশ থেকে তখন রবি শাস্ত্রীর (Ravi Shastri) মত প্রাক্তনীদের অবশ্য পাশে পেয়েছেন কোহলি (Virat Kohli)। গতকালই স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, “কে কি বলছে তা ভুলে যাও। যেমন খেলছ, খেলতে থাক। তোমার ভালো সময় আসবে। কেবল ব্যাটিং-এ শৃঙ্খলা বজায় রেখ। বাইরের বল ছাড়ো। অস্ট্রেলিয়াকে বাধ্য করো তোমার শরীরে বোলিং করতে। ধৈর্য্য ধরলে আগামী ২-৩ বছরে অনেকে রান করবে বিরাট কোহলি।”
দেখুন শাস্ত্রীর বক্তব্য-
Ravi Shastri talking about Virat Kohli and his advice for King Kohli. 🐐
– He said “Virat Kohli is gonna score tons of runs in coming next 2-3 years. His purple patch will come”. 👑pic.twitter.com/mek35WoD7E
— Tanuj Singh (@ImTanujSingh) December 29, 2024
কোহলির পাশেই দাঁড়ালেন মঞ্জরেকর-
কঠিন সময় শাস্ত্রীর মতই বিরাট কোহলির (Virat Kohli) পাশে দাঁড়ালেন সঞ্জয় মঞ্জরেকর’ও (Sanjay Manjrekar)। স্টার স্পোর্টসকে দেওয়া একটি সাক্ষাৎকারে মহাতারকার হয়ে সওয়াল করেছেন তিনিও। বলেন, “আমার মনে হয় বিরাট কোহলির আরও সুযোগ প্রাপ্য। ও একজন দুর্দান্ত টেস্ট ব্যাটার-যখন ও মাঠে থাকে-দেখে সাবলীলই মনে হয়।” তবে অফস্টাম্পের দুর্বলতা যে কাটিয়ে উঠতে হবে তাঁকে, তাও স্পষ্ট করেছেন তিনি। আঙুল তুলেছেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচের দিকে। “একইভাবে প্রত্যেকবার কি করে ও (কোহলি) আউট হয় সেটা আশ্চর্যের বিষয়। আমি জানতে চাই ভারতীয় দলের ব্যাটিং কোচ কি করছেন? বিরাটকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। আমাদের উচিৎ ওকে এই মুহূর্তে একা ছেড়ে দেওয়া।” সিডনিতে আরও একটি সুযোগ নিঃসন্দেহে পাবেন কোহলি। তার সদ্ব্যবহার করেন কিনা, নজর থাকবে সেদিকে।