IND vs AUS 4th Test: “রোহিত ভুল করেছে…” ওপেনিং বিতর্কে রাহুলের পাশেই মঞ্জরেকর, দুষলেন ভারত অধিনায়ককে !! 1

IND vs AUS: মেলবোর্নে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) দ্বৈরথে বিতর্কের ঘনঘটা। প্রথম দিনেই স্যাম কনস্টাসের সাথে ধাক্কাধাক্কিতে জড়িয়েছিলেন বিরাট কোহলি। তা নিয়ে চলেছে বিস্তর জলঘোলা। আইসিসি’র কোপে পড়ে এক ডিমেরিট পয়েন্ট পেয়েছেন ভারতীয় কিংবদন্তি। জরিমানা দিতে হচ্ছে ম্যাচ ফি’র ২০ শতাংশ’ও। অজি সংবাদমাধ্যম আক্রমণ শানিয়েছে বিরাটের বিরুদ্ধে। দ্বিতীয় দিনে আতসকাঁচের নীচে রোহিত শর্মা (Rohit Sharma)। অ্যাডিলেড ও ব্রিসবেনে তাঁর রক্ষণাত্মক নেতৃত্ব, ঝিমিয়ে পড়া শরীরী ভাষা নিয়ে চর্চা হয়েছিলো। মেলবোর্নেও উঠলো সেই প্রশ্নগুলি। অফ ফর্মের কারণেই অধিনায়ক হিসেবেও খানিক গুটিয়ে রয়েছেন রোহিত (Rohit Sharma), ব্যাখ্যা প্রাক্তন জাতীয় নির্বাচন এমএসকে প্রসাদের। অন্ধকারকে অতিক্রম করতে ব্যাট হাতে পছন্দের পজিশনে ফিরতে চেয়েছিলেন হিটম্যান। কাজে আসে নি সেই পরিকল্পনাও।

Read More: “ম্যায় কারু তো সালা ক্যারেক্টার ঢিলা…” অজি মিডিয়ায় উপর রেগে আগুন সুনীল গাভাস্কার, লাইভ ম্যাচে নিলেন ক্লাস !!

মঞ্জরেকরের নিশানায় রোহিত শর্মা-

RohRohit Sharma | IND vs AUS | Image: Getty Images
RohRohit Sharma | IND vs AUS | Image: Getty Images

পার্‌থ-এ সিরিজের (IND vs AUS) প্রথম টেস্ট ম্যাচটি খেলেন নি রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর বদলে যশস্বী জয়সওয়ালের সাথে ওপেন করতে নেমেছিলেন কে এল রাহুল। নতুন বলের বিরুদ্ধে সাবলীল দেখিয়েছিলো তাঁকে। এরপর অ্যাডিলেডে ভারত অধিনায়ক দলে ফিরলেও রাহুলকে সরান নি ওপেনিং থেকে। ব্রিসবেনেও ইনিংসের সূচনা করেন কর্ণাটকের ক্রিকেটারই। বর্ডার-গাওস্কর ট্রফির দ্বিতীয় ও তৃতীয় টেস্টে রোহিত (Rohit Sharma) নিজে নামেন মিডল অর্ডারে। কিন্তু রান পান নি। তিন ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে ৩, ৬ ও ১০। ফর্মে ফেরার মরিয়া চেষ্টায় শেষমেশ মেলবোর্নে ওপেনিং-এ ফেরারই সিদ্ধান্ত নেন তিনি। রাহুলকে (KL Rahul) ব্যাটিং অর্ডারে এক ধাপ নীচে অর্থাৎ তিন নম্বরে খেলানো হয়। আর সাধারণত তিন নম্বরে যিনি ব্যাটিং করেন, সেই শুভমান গিলের জায়গা হয় রিজার্ভ বেঞ্চে।

বিভিন্ন সাংবাদিক সম্মেলনে বারবার ব্যক্তি স্বার্থের আগে দলীয় স্বার্থকে রাখার কথা বলেন রোহিত (Rohit Sharma) কিন্তু চতুর্থ টেস্ট ম্যাচে যেভাবে সম্পূর্ণ উলটো অবস্থান নিয়েছেন তিনি, তার সমালোচনায় ক্রিকেটমহল। স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় প্রাক্তনী সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar) জানিয়েছেন ওপেনার হিসেবে তাঁর প্রথম পছন্দ কে এল রাহুলই (KL Rahul)। বলেন, “অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো খেললে প্রচুর সম্মান মেলে। কে এল রাহুল এই সিরিজে ভারতের সেরা ব্যাটার। রেকর্ড রানের ওপেনিং জুটি গড়েছেন তিনি। তাঁকে নিজের জায়গা থেকে সরানো হয়েছে যাতে রোহিত শর্মা ফর্মে ফিরতে পারেন। একেবারেই ভুল সিদ্ধান্ত। সাংবাদিক সম্মেলনে রোহিত নিজেই বলেছিলেন যে উনি যশস্বী আর রাহুলের জুটিতে কোনো রকম ভাঙন ধরাতে চান না। কিন্তু ম্যাচে সেই কাজটাই করেছেন তিনি।”

দেখুন মঞ্জরেকরের মন্তব্য-

কাজে এলো না ফাটনা, রোহিত ব্যর্থ’ই-

Rohit Sharma | IND vs AUS | Image: Getty Images
Rohit Sharma | IND vs AUS | Image: Getty Images

ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজের চতুর্থ ম্যাচে ওপেনিং স্লট ফিরে পেয়েছেন রোহিত শর্মা। কিন্তু এমসিজি’র বাইশ গজে ছন্দ ফিরে পেলেন না তিনি। গতকাল প্যাট কামিন্সের (Pat Cummins) একটি নির্বিষ ডেলিভারিতে ট্রেডমার্ক পুল মারতে চেয়েছিলেন ভারত অধিনায়ক। কিন্তু ব্যাটের উপরের দিকে লেগে বল উঠে যায় আকাশে। সহজ ক্যাচ তালুবন্দী করেন স্কট বোল্যান্ড। ৩ রানেই থামে রোহিতের (Rohit Sharma) ইনিংস। শেষ ১৫ টেস্ট ইনিংসে হিটম্যানের ঝুলিতে অর্ধশতক মাত্র ১টি। চলতি ক্যালেন্ডার বর্ষে লাল বলের খেলায় তাঁর গড় ২৫-এর সামান্য বেশী। এহেন হতশ্রী পরিসংখ্যান নিয়ে তিনি আদৌ কতদিন খেলা চালিয়ে যাবেন তিনি তা নিয়ে উঠছে প্রশ্ন। সূত্রের খবর যে মুখ্য নির্বাচক অজিত আগরকার শীঘ্রই টেস্ট ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসবেন রোহিতের সাথে। সিডনিতে টেস্ট কেরিয়ারে দাঁড়ি টানতে পারেন তিনি।

Also Read: IND vs AUS 4th Test: “স্টুপিড…স্টুপিড…স্টুপিড…” ঋষভ পন্থের আউট নিয়ে বিস্ফোরক সুনীল গাওস্কর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *