IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গতকাল থেকে শুরু হয়েছে ভারতের চতুর্থ টেস্ট ম্যাচটি (IND vs AUS)। ৬ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে ৩১১ রান নিয়ে মাঠে নামে আজ অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ ও প্যাট কামিন্সের সৌজন্যে বড় রানের দিকে এগোয় ব্যাগি গ্রিন বাহিনী। এবারের বর্ডার-গাওস্কর ট্রফি (BGT) শুরুর আগে আতসকাঁচের নীচে ছিলো স্টিভ স্মিথের (Steve Smith) ফর্ম। আবারও তিনি প্রমাণ করলেন লাল বলের ফর্ম্যাটে কেন তিনি বিশ্বসেরাদের একজন। ব্রিসবেনের শতরান তাঁর ছন্দে ফেরার ইঙ্গিত ছিলো। মেলবোর্নে আরও একবার তিন অঙ্কের মাইলস্টোন ছুঁয়ে নিজের শ্রেষ্ঠত্বে সিলমোহর দিলেন অস্ট্রেলীয় কিংবদন্তি। ‘ট্র্যাভিস হেড নয়। ভারতের জন্য আসল ত্রাস তো স্মিথ’ই। তাঁর পরিসংখ্যান স্মরণ করিয়ে লিখেছেন এক নেটনাগরিক। কামিন্সের (Pat Cummins) কার্যকরী ৪৯ অজি শিবিরকে পৌঁছে দেয় ৪৭৪ রানে।
বোলিং পরিবর্তন, স্ট্র্যাটেজি নির্মাণের মত বিষয়ে রোহিতের (Rohit Sharma) অদূরদর্শিতা এমনিতেই সমালোচনার শিকার হয়েছিলো চলতি সিরিজে, আজ তাঁর ওপেন করার সিদ্ধান্তও ফিরলো ব্যুমেরাং হয়ে। কে এল রাহুলকে (KL Rahul) ব্যাটিং অর্ডারে এক ধাপ নামিয়ে শুরুতে ব্যাটিং করতে নেমেছিলেন অধিনায়ক স্বয়ং। মাত্র ৩ করেই সাজঘরে ফেরেন তিনি। অহেতুক পুল শট মারতে গিয়ে হারিয়ে আসেন উইকেট। ‘এই ক্রিকেট খেলার জন্য রোজ মাঠে নামার কি প্রয়োজন?’ প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অনেকে। ‘আর কবে ব্যর্থতার অন্ধকার থেকে মুক্ত হবে অধিনায়ক?’ মন্তব্য আরও কয়েকজনের। ‘অফ ফর্মের কুপ্রভাব পড়ছে রোহিতের নেতৃত্বেও। শরীরী ভাষাতেই দুর্বলতা স্পষ্ট,’ বলতে শোনা গিয়েছে প্রাক্তন জাতীয় নির্বাচক এমএসকে প্রসাদকেও। ‘আত্মসম্মান থাকলে সরে দাঁড়াক সিডনি টেস্ট থেকে,’ লিখেছেন আরও একজন।
Read More: ৮২ রানে শেষ হলো জয়সওয়ালের লড়াকু ইনিংস, রান আউট হয়ে ফিরলেন প্যাভিলিয়নে !!
ব্যাকফুটে ভারত, চিন্তা বেড়েছে নেটিজেনদের-
তিনে নামা রাহুল শুরুটা ভালো করেছিলেন। কিন্তু চা পানের বিরতির ঠিক আগে প্যাট কামিন্সের একটা অসামান্য ডেলিভারি তাঁর অফ স্টাম্প ছিটকে দেয়। ‘দুর্ভাগ্যের শিকার হলো রাহুল,’ আক্ষেপ সোশ্যাল মিডিয়ার। দুই উইকেট হারিয়ে বসা ভারতকে লড়াইতে ফিরিয়েছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও বিরাট কোহলি (Virat Kohli)। তাদের জুটি ১০০ রানের মাইলস্টোন পেরোনোয় উচ্ছ্বাসে মেতেছিলো সমাজমাধ্যম। গতকাল স্যাম কনস্টাসের সাথে সংঘর্ষে জড়ানো কোহলির সামনে আজ সুযোগ ছিলো নিন্দুকদের মুখ বন্ধ করানোর। আশাও জাগিয়েছিলেন তিনি। কিন্তু দিনের খেলার একদম শেষলগ্নে তাঁর জোড়া ভুলেই ডুবতে হলো টিম ইন্ডিয়াকে (Team India)। শতরানের দিকে অগ্রসর যশস্বী রান-আউট হন বিরাট তাঁর ডাকে সাড়া দিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়াতেই। এর কিছুক্ষণের মধ্যে নিজেও উইকেট হারান কিংবদন্তি।
৮২ করে যশস্বী (Yashasvi Jaiswal) আউট হওয়ায় কোহলিকেই দুষছে নেটদুনিয়া। ‘কোনো প্রয়োজন ছিলো না ফিরে আসার’ জানিয়েছেন সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar)। কিছুক্ষণের মধ্যে পঞ্চম স্টাম্পের লাইনের ফাঁদে পা দিলেন বিরাট স্বয়ং। ৩৬ করে ধরা পড়লেন উইকেটরক্ষকের দস্তানায়। ‘অন্তত আজ তো একটু সতর্ক হওয়া উচিৎ ছিলো,’ হতাশার সুর স্পষ্ট এক অনুরাগীর ট্যুইটে। ‘দু’টো ভুল, আর গোটা ম্যাচের মোড়টাই ঘুরে গেলো’ লিখেছেন আরও একজন। নৈশপ্রহরী হিসেবে মাঠে নেমেছিলেন আকাশ দীপ (Akash Deep)। খেলা শেষের আগে সাজঘরে তিনিও। ‘লকগেট একবার খুললেই মিছিল লেগে যায় আউটের’ আক্ষেপ চুঁইয়ে পড়তে দেখা গিয়েছে টিম ইন্ডিয়ার সমর্থকদের মন্তব্যে। ৫ উইকেটে ভারতের স্কোরবোর্ডে এখন ১৬৪। এখনও পিছিয়ে ৩১০ রানে। আগামীকাল অসম যুদ্ধ লড়তে হবে পন্থ-জাদেজাদের।
দেখুন ট্যুইট চিত্র-
It’s getting harder to be the supporter of Indian test team 😕
Bad form might be excusable but bad short selection and worst selection is not excusable.#INDvsAUS
Drop walking wickets and run machine bowlers— Ash Singh (@Ash_Singh4u) December 27, 2024
Gautham Gambhir is crazy, he sent out a night watchman to open the innings alongside Jaiswal.#INDvsAUS #RohitSharma #ROGG_era
— Nikhil Kaverappa (@NLNK123) December 27, 2024
It’s time @imVkohli and @ImRo45. Enough. Settle wherever you want except for the Indian team’s test dressing room. Thank you.#INDvsAUS #INDvAUS
— Mitul (@mitul_here) December 27, 2024
Gill should’ve been played instead of Rohit fat Sharma#INDvsAUS
— Parth Arya (@partharya937) December 27, 2024
Even jasprit bumrah’s wife has shown her support for kohli
Bhadwe Australians are backing a 19 year old debutantBut these dhoni and Rohit fans can’t support their own country player
U should rot in hell#INDvsAUS #BoxingDayTest #BGT2025 #MCGTest #ViratKohli— Trendeulkar (@hereforkohliiii) December 27, 2024
Sharma ji please retire . Red ball was never your game anyways. You were always a white ball player. Prep for CT. Get us those 2 odi trophies. #INDvsAUS https://t.co/0kJCQUehri
— VantagePoint ⚛️ (@Vantage_Point00) December 27, 2024
Australian Scum doesn’t know how to treat visitors.. @bcc@cricketcomau#INDvsAUS https://t.co/WS08TJl02C
— SpaceTimer (@manojshiva44) December 27, 2024
@imVkohli No maturity, more arrogance. We never saw @sachin_rt, @SGanguly99 or @therealkapildev create such drama. Focus on the game, not your ego! @BCCI @ImRo45 @JayShah @RogerBinnyBCCI Boos & shouting are part of the game. Not a reason to react this way.”#INDvsAUS
— 🄱🄳🄰🅂 (@DasBagoo) December 27, 2024