ind-vs-aus-kumble-unhappy-with-rohit

IND vs AUS: পার্‌থ-এর সাফল্যের পুনরাবৃত্তি অ্যাডিলেডে করতে পারলো না টিম ইন্ডিয়া (Team India)। দ্বিতীয় দিনেই জাঁকিয়ে বসেছে হারের আতঙ্ক। গোলাপি বল বিভীষিকা হয়ে দেখা দিয়েছে ভারতীয় শিবিরে। টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো ‘মেন ইন ব্লু।’ কাজে আসে নি সেই পরিকল্পনা। গতকাল ১৮০ রানেই গুটিয়ে গিয়েছিলো প্রথম ইনিংস। এরপর অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে যোগ করে ৩৩৭। ১৫৭ রানে পিছিয়ে থাকা ভারত সুবিধা করতে পারে নি দ্বিতীয় ইনিংসেও। কামিন্স (Pat Cummins), বোল্যান্ড, স্টার্ক (Mitchell Starc) ত্রয়ীর আগ্রাসনের সামনে মাথানত করে ইতিমধ্যেই সাজঘরে ফিরেছেন ব্যাটিং তারকারা। ইনিংসে হার বাঁচানোর জন্য এই মুহূর্তে মরিয়া লড়াই চালাচ্ছেন ঋষভ পন্থ (Rishabh Pant) ও নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। বিপর্যস্ত টিম ইন্ডিয়ার পারফর্ম্যান্স সত্যি প্রমাণ করছে অনিল কুম্বলের উক্তিকে।

Read More: IND vs AUS 2nd Test: “এমন ওপেনার দরকার নেই…” দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ রাহুল, ক্ষোভ উগড়ে দিলো সমাজমাধ্যম !!

একাদশে রদবদল চান নি কুম্বলে-

Anil Kumble | IND vs AUS | Image: Twitter
Anil Kumble | Image: Twitter

অপটাস স্টেডিয়ামে ভারতের জার্সি গায়ে যাঁরা মাঠে নেমেছিলেন, তাঁদের মধ্যে তিনজনকে অ্যাডিলেড ওভালে রিজার্ভ বেঞ্চে ঠাঁই দিয়েছেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। বাদ পড়েছেন দেবদত্ত পাডিক্কাল, ধ্রুব জুড়েল ও ওয়াশিংটন সুন্দর। দ্বিতীয় সন্তানের জন্মের সময় দেশে ছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। প্রথম টেস্টে খেলতে পারেন নি তিনি। অ্যাডিলেডের একাদশে ফিরেছেন তিনি। হাতে তুলে নিয়েছেন নেতৃত্বের ব্যাটন। আঙুলের চোট সারিয়ে ফিরেছেন শুভমান গিল’ও (Shubman Gill)। এছাড়া সুযোগ পেয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। উইনিংস কম্বিনেশন ভেঙে এতজন’কে একসাথে দলে সামিল করার কোনো প্রয়োজন ছিলো না বলেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন কুম্বলে (Anil Kumble)। নেতৃত্ব হস্তান্তর’ও মনঃপুত হয় নি তাঁর।

কিংবদন্তি লেগস্পিনার জানিয়েছিলেন, “আমি বুঝতে পারছি না কেন উইনিং কম্বিনেশন আর অধিনায়ক বদলানোর প্রয়োজন পড়লো। পার্‌থ-এ দলের মধ্যে যে এনার্জিটা চোখে পড়েছিলো সেটা অ্যাডিলেডে উধাও মনে হচ্ছে।” যখন প্রথম খবর সামনে এসেছিলো যে প্রথম টেস্ট ম্যাচটি খেলবেন না রোহিত (Rohit Sharma), তখন সুনীল গাওস্কর’ও (Sunil Gavaskar) ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে পরে তিনি দলের সাথে যোগ দিলেও নেতার দায়িত্ব যেন ফিরে না পান। যদি পার্‌থে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) নেতৃত্ব দেন, তাহলে বাকি টেস্টগুলিতেও পদে যেন তাঁকেই রাখা হয়। কুম্বলেও খানিকটা তেমন কথাই বলতে চেয়েছেন বলে মনে করছে বিশেষজ্ঞমহল। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হারের ফলে এমনিতেই চাপের মুখে রোহিত। অ্যাডিলেডের পরাজয় চাপ বাড়াতে পারে তাঁর উপর।

দুই ইনিংসেই ব্যর্থ রোহিত-

Rohit Sharma | IND vs AUS | Image: Getty Images
Rohit Sharma | IND vs AUS | Image: Getty Images

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) শুরুটা ভালো হলো না রোহিত শর্মা’র (Rohit Sharma)। অ্যাডিলেডে অনভ্যস্ত ব্যাটিং পজিশনে খেললেন তিনি। নিজের ওপেনিং স্লট ছেড়ে দিয়েছিলেন কে এল রাহুলকে। প্রথম ইনিংসে রোহিত নামলেন পাঁচ নম্বরে। দ্বিতীয় ইনিংসে তাঁকে দেখা গেলো ছয় নম্বরে ব্যাটিং করতে। কিন্তু গোলাপি বলের বিরুদ্ধে কোথাওই চেনা ছন্দে পাওয়া গেলো না তাঁকে। প্রথম ইনিংসে মাত্র ৩ রান করে স্কট বোল্যান্ডের (Scott Boland) বলে লেগ বিফোর হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে একবার লেগ বিফোর হয়েও বেঁচে যান মিচেল স্টার্ক (Mitchell Starc) নো-বল করায়। কিন্তু ইনিংসকে দীর্ঘায়িত করা আর সম্ভব হয় নি ভারত অধিনায়কের পক্ষে। ১৫ বলে ৬ করে ফিরলেন সাজঘরে। প্যাট কামিন্সের (Pat Cummins) স্যুইং-এর সামনে রীতিমত দিশাহারা লাগলো তাঁকে। রোহিতের বাড়িয়ে দেওয়া ব্যাটের নাগাল এড়িয়ে গোলাপি বল উড়িয়ে দেয় তাঁর অফস্টাম্প।

Also Read: IND vs AUS 2nd Test: গলার কাঁটা সেই ট্র্যাভিস হেড, অ্যাডিলেডে ভারতের চেয়ে ১৫৭ রানে এগিয়ে অস্ট্রেলিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *