IND vs AUS: ব্রিসবেনের মাঠে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS)। প্রথম দিন বৃষ্টিতে কার্যত পণ্ড হয়েছিলো ম্যাচ। দ্বিতীয় দিনে ব্যাট-বলের যুদ্ধে অনেকখানি এগিয়ে রইলো ব্যাগি গ্রিন বাহিনী। প্রথম সেশনের গোড়ায় তিন উইকেট তুলে ভারত চাপ সৃষ্টি করলেও তা অনেকটাই শিথিল হয়ে যায় ট্র্যাভিস হেড ও স্টিভ স্মিথদের প্রত্যাঘাতের সৌজন্যে। ধুন্ধুমার ব্যাটিং করে সিরিজের দ্বিতীয় শতরানটি করলেন হেড (Travis Head)। দীর্ঘ অফ ফর্মের পর শতকের দেখা পেলেন স্মিথ’ও। তাঁদের পার্টনারশিপ শক্ত ভিতের উপর দাঁড় করায় অস্ট্রেলিয়াকে। দ্বিতীয় নতুন বল হাতে পরপর কিছু উইকেট তুলে ভারতকে লড়াইতে টিকিয়ে রেখেছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তাঁর মরিয়া লড়াইকে কুর্নিশ জানিয়েছেন বিশেষজ্ঞরা। কিন্তু পাশাপাশি ভারতীয় টিম ম্যানেজমেন্ট, বিশেষ করে অধিনায়কের ব্যর্থতার দিকটিও তুলে ধরতে ভোলেন নি তাঁরা।
Read More: IND vs AUS 3rd Test: “কাঁদিয়ে ছেড়েছে…” হেড-স্মিথের শতরানে ব্যাকফুটে ভারত, ‘সিঁদুরে মেঘ’ দেখছে নেটমাধ্যম !!
রোহিতের নেতৃত্বে খুশি নন কুম্বলে-
ঘরে-বাইরে ব্যাপক চাপের মুখে রোহিত শর্মা (Rohit Sharma)। অফ ফর্মের কারণে এমনিতেই ব্যাকফুটে তিনি। তার সাথে যুক্ত হয়েছে অধিনায়ক হিসেবে ব্যর্থতা। হিটম্যান জমানাতেই ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছে ভারত। একই সাথে ২৪ বছর পর হোমগ্রাউন্ডে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জার সম্মুখীনও হতে হয়েছে। এরপর অস্ট্রেলিয়াতেও ম্রিয়মান দেখিয়েছে রোহিতকে। প্রথম টেস্টে খেলেন নি। দ্বিতীয় ম্যাচ থেকে একাদশে ফিরতেই যেন নেতিবাচক হয়ে পড়েছে দলের শরীরী ভাষা। গাব্বাতে টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নিয়ে গতকাল গ্লেন ম্যাকগ্রা, ম্যাথু হেডেনদের তোপের মুখে পড়েছিলেন তিনি। “রোহিতের সিদ্ধান্ত দেখে অবাক হয়েছি। কেন বোলিং নিলো, বুঝলাম না,” বলেছেন হেডেন (Matthew Hayden)। “প্রথম দু’দিন পিচ ব্যাটিং-এর জন্য আদর্শ থাকবে,” বলেন ম্যাকগ্রা (Glenn McGrath)।
গাব্বা টেস্টের (IND vs AUS) দ্বিতীয় দিনও সমালোচনার ঝড় ধেয়ে এলো রোহিত শর্মা’র (Rohit Sharma) দিকে। স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেডের ব্যাটিং বিক্রমে রীতিমত হতদ্যম দেখালো ভারতীয় দলকে। বিশেষ করে টেস্টের আঙিনায় যেন ওয়ান ডে ম্যাচ খেললেন ট্র্যাভিস হেড। সিরাজ-জাদেজা-আকাশ দীপ’দের বিরুদ্ধে আগ্রাসী ক্রিকেট খেলতে দেখা গেলো বাম হাতি ব্যাটারকে। হেডের বিধ্বংসী ইনিংসের জন্য রোহিতের অতি রক্ষণাত্মক অধিনায়কত্বকেই দায়ী করলেন অনিল কুম্বলে (Anil Kumble)। ঘনিষ্ঠমহলে তিনি নাকি জানিয়েছেন, “আমি বুঝে পাচ্ছি না যে একজন অধিনায়কের ট্র্যাভিস হেডের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট পরিকল্পনা কি করে না থাকতে পারে। ও তো ভারতের জন্য বরাবরই মাথা ব্যথার কারণ। দিশাহীন অধিনায়কত্ব দেখা যাচ্ছে।” রোহিতকে সরিয়ে বুমরাহকে টেস্ট নেতৃত্ব দেওয়ার দাবীও ওঠা শুরু হয়েছে।
অন্ধকারের মাঝে আশার আলো বুমরাহ-
পার্থ-এর দুরন্ত জয়ের পর আচমকাই অস্ট্রেলিয়া সিরিজে (IND vs AUS) মুখ থুবড়ে পড়েছে টিম ইন্ডিয়া (Team India)। অ্যাডিলেডে রান পান নি কোনো ব্যাটার। ব্রিসবেনেও এখনও পর্যন্ত বিশেষ সাফল্য পায় নি দল। দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে ৭ উইকেটের বিনিময়ে ৪০৫ রান। অন্ধকারের মাঝে আশার আলো একমাত্র জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। শত ব্যর্থতার মাঝেও ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। প্রথম টেস্টে পেয়েছিলেন আট উইকেট। হয়েছিলেন ম্যাচের সেরা। দ্বিতীয় ম্যাচেও গোলাপি বল হাতে প্রথম ইনিংসে তিনি তুলে নিয়েছিলেন আরও চার উইকেট। গাব্বাতেও ঝড় তুললেন তিনি। দ্বিতীয় দিন ফের তাঁর ঝুলিতে পাঁচ শিকার। আজ নিজের ১২তম ফাইফারটি ছিনিয়ে নিলেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে ৫০ উইকেট পেতে আর একটি সাফল্যের প্রয়োজন তাঁর।
Also Read: IND vs AUS 3rd Test: “একাই লড়ে যাচ্ছে…” বুমরাহ’র ঝুলিতে পাঁচ উইকেট, উচ্ছ্বসিত প্রশংসা নেটদুনিয়ার !!