IND vs AUS 3rd Test: “কোহলিকে প্রশ্ন করা হচ্ছে না কেন?” ব্রিসবেনের ব্যর্থতায় রুষ্ট কুম্বলে, বিঁধলেন বিরাটকে !! 1

IND vs AUS: পার্‌থ-এর সাফল্য আশা জাগিয়েছিলো ভারতীয় সমর্থকদের মনে। অস্ট্রেলিয়ার মাটিতে টানা তিন বার টেস্ট সিরিজ (IND vs AUS) জয়ের স্বপ্ন দেখা শুরু করেছিলেন অনেকে। কিন্তু পরবর্তী দুটি ম্যাচের পারফর্ম্যান্স বাস্তবের রুক্ষ জমিতে এনে ফেলেছে তাঁদের। অ্যাডিলেডে ইতিমধ্যেই হারতে হয়েছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। আর ব্রিসবেনেও জাঁকিয়ে বসেছে হারের আশঙ্কা। বৃষ্টিভেজা ভারতের টেস্টে বোলিং ব্যর্থতার সুযোগে বিশাল রানের ইমারত খাড়া করেছে অজিরা। জবাবে ব্যাট করতে নেমে রীতিমত থরথরিকম্প টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), শুভমান গিলের মত তরুণ তুর্কিদের থেকে আরও অনেক বেশী দায়িত্বজ্ঞানের আশা করেছিলো টিম ম্যানেজমেন্ট। ব্যর্থতাই সঙ্গী হয়েছে তাঁদের। আরও একবার হতাশ করলেন অভিজ্ঞ বিরাট কোহলিও (Virat Kohli)। তাঁর দিকে এবার আঙুল তুলেছেন বিশেষজ্ঞরা।

Read More: বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সমাপ্ত হলো ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় দিনের ম্যাচ, চার উইকেট হারিয়ে ব্যাকফুটে টিম ইন্ডিয়া !!

কোহলি’র ব্যাটিং-এ বিরক্ত কুম্বলে-

Virat Kohli | IND vs AUS | Image: Getty Images
Virat Kohli | IND vs AUS | Image: Getty Images

চলতি অস্ট্রেলিয়া সিরিজে (IND vs AUS) পাঁচ ইনিংসের মধ্যে চার বার আউট হয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। প্রত্যেকবারই পঞ্চম বা ষষ্ঠ স্টাম্প নিশানা করে বোলিং করে সাফল্য ছিনিয়ে নিয়েছেন কামিন্স (Pat Cummins), হ্যাজেলউড (Josh Hazlewood), স্টার্করা (Mitchell Starc)। আজ গাব্বার বাইশ গজেও অফ স্টাম্পের বাইরের অনিশ্চয়তার সরণিতে হেঁটেই হ্যাজেলউডকে উইকেট উপহার দিয়ে এলেন তিনি। ড্রাইভ করার জন্য ব্যাট বাড়িয়ে দিয়ে ফাঁদে পড়েন ভারতীয় তারকা। সঠিক সংযোগ আদায় করতে পারেন নি। ব্যাটের কোণায় লেগে বল জমা পড়ে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির দস্তানায়। ৩ রান করেই সাজঘরের পথে হাঁটা লাগান বিরাট। লাগাতার একই ভাবে আউট হওয়ায় বিরাটের উপর বিরক্ত মঞ্জরেকর, গাওস্কর, অনিল কুম্বলেরা (Anil Kumble)।

চ্যানেল সেভেনের হয়ে কমেন্ট্রি করার সময় গাওস্কর (Sunil Gavaskar) বলেন, “বলটা যদি চতুর্থ স্টাম্পে থাকত, তাহলেও আমি বুঝতাম। কিন্তু এটা অনেক দূরে ছিলো। প্রায় সপ্তম বা অষ্টম স্টাম্পে। এই শট খেলার কোনো প্রয়োজনই ছিলো না। ও নিশ্চয়ই প্রচণ্ড হতাশ হবে।” অফ স্টাম্পের দুর্বলতা নিয়ে সরব হয়েছেন মঞ্জরেকর’ও (Sanjay Manjrekar)। তিনি ট্যুইটারে লেখেন, “ভারতীয় দলে ব্যাটিং কোচের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন তোলার সময় হয়েছে। বেশ কয়েক জন ব্যাটারের টেকনিক্যাল সমস্যাগুলো রয়েই যাচ্ছে কেন?” চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন অনিল কুম্বলেও (Anil Kumble)। তিনি নাকি ঘনিষ্ঠমহলে বলেছেন, “আমি বুঝতে পারছি না যে বিরাটকে নিয়ে প্রশ্ন উঠবে না কেন? গত পাঁচ বছর ধরে টেস্ট ম্যাচে কোনো উল্লেখযোগ্য সাফল্য নেই ওর। আমার মনে হয় এবার ব্যাগ গুছিয়ে ফেলা উচিৎ ওর।”

দেখুন মঞ্জরেকরের ট্যুইট-

লাগাতার ব্যর্থ বিরাট কোহলি-

Virat Kohli | IND vs AUS | Image: Getty Images
Virat Kohli | IND vs AUS | Image: Getty Images

সাম্প্রতিক অতীতে সত্যিই লাল বলের ফর্ম্যাটে চূড়ান্ত হতাশ করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। ২০২০ থেকে ২০২৪-এর মধ্যে চার বার গড় থেকেছে ৩০-এর নীচে। কেবল ২০২৩-এ প্রত্যাবর্তনের খানিক ইঙ্গিত মিলেছিলো তাঁর ব্যাট থেকে। ৮ টেস্টে ৫৫.৯১ গড়ে করেছিলেন ৬৭১ রান। দুটি শতরান ও দুটি অর্ধশতক’ও এসেছিলো গত বছর। ২০২৪-এ অবশ্য সেই পারফর্ম্যান্সের ছিটেফোঁটাও দেখা যায় নি। বছরের গোড়ায় দ্বিতীয় সন্তানের জন্মের কারণে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামেন নি। লাল বলের ফর্ম্যাটে প্রত্যাবর্তন ঘটান বাংলাদেশের বিরুদ্ধে সেপ্টেম্বরে। এরপর নিউজিল্যান্ড সিরিজ খেলেছেন। এই মুহূর্তে খেলছেন অস্ট্রেলিয়া সিরিজ (IND vs AUS)। পার্‌থ-এর ১০০ নট-আউট ছাড়া একটি উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেন নি। চলতি ক্যালেন্ডার বর্ষে ৯টি টেস্টে ২৫.০৬ গড়ে কেবল ৩৭৬ রান করেছেন কোহলি।

Also Read: IND vs AUS 3rd Test: “লজ্জার শেষ নেই…” গাব্বায় কাঁপছে ভারতীয় ব্যাটিং, ক্ষোভে ফুঁসে উঠলেন নেটনাগরিকেরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *