IND vs AUS

IND vs AUS: আজ থেকে শুরু হয়েছে বক্সিং ডে টেস্ট (IND vs AUS)। তিলধারণের জায়গাও নেই মেলবোর্নের গ্যালারিতে। টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। পিচ কিউরেটর ম্যাট পেইজ জানিয়েছিলেন পেস বোলাররা সাহায্য পাবেন বাইশ গজ থেকে। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে উলটো ছবি। এখনও অবধি এগিয়ে রয়েছেন ব্যাটাররাই। রান পেয়েছেন নবাগত স্যাম কনস্টাস (Sam Konstas)। অর্ধশতক এসেছে আরেক ওপেনার উসমান খোয়াজার (Usman Khawaja) ব্যাটেও। প্রতিবেদন লেখার সময় ক্রিজে রয়েছেন মার্নাস লাবুশেন (Marnus Labuschagne) ও স্টিভ স্মিথ। তাঁদেরও সাবলীলই দেখাচ্ছে বাইশ গজে। মাঠ ও মাঠের বাইরের বেশ কিছু ঘটনা এমসিজি’তে প্রতিদ্বন্দ্বীতার স্তর অনেকখানি বাড়িয়ে দিয়েছিলো ম্যাচ শুরুর আগেই। আজ খেলাতেও দেখা গিয়েছে তারই প্রতিফলন। বিরাট কোহলির (Virat Kohli) ক্ষোভের বিস্ফোরণ উত্তাপ বাড়িয়েছে ম্যাচের।

Read More: অভিষেক ম্যাচেই বেকায়দায় স্যাম কনস্টাস, উঠলো ICC-এর নিয়ম ভঙ্গের অভিযোগ !!

আজ ম্যাচের (IND vs AUS) গোড়া থেকেই আগুনে মেজাজে পাওয়া গেলো বিরাট কোহলিকে (Virat Kohli)। অফ ফর্মের চাপ মাথা থেকে সরিয়ে সেরা সময়ের বিরাটকে মনে করালেন তিনি। আগ্রাসন তাঁর সহজাত। প্রতিপক্ষকে চাপে ফেলতে সেই আগ্রাসনই আজ বারবার ব্যবহার করতে দেখা গেলো তাঁকে। নবাগত স্যাম কনস্টাসের (Sam Konstas) সাথে শুরুতেই একপ্রস্থ বিতণ্ডায় জড়ান তিনি। উইকেটের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যখন ফিরছিলেন ১৯ বর্ষীয় তরুণ, তখন তাঁর সাথে ধাক্কা লাগে বিরাটের। একে অপরের দিকে আগুন চোখে চেয়েছিলেন বেশ কিছুক্ষণ। চলে কথা কাটাকাটিও। শেষমেশ আম্পায়ারের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। বিতর্ক হলেও থামছেন না বিরাট (Virat Kohli)। এমসিজি’তে আরও একবার প্রকাশ্যে তাঁর ‘ডোন্ট কেয়ার’ মনোভাব’ই।

স্যাম কনস্টাসের পর মার্নাস লাবুশেনের (Marnus Labuschagne) দিকেও কটাক্ষের তীর ছুঁড়ে দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। বোলিং মার্কে ফেরার পথে অস্ট্রেলীয় তিন নম্বর ব্যাটারের সাথে খানিক কথোপকথন হয় মহম্মদ সিরাজের (Mohammed Siraj)। দক্ষিণ আফ্রিকাজাত লাবুশেনকে (Marnus Labuschgane) দেখা যায় হাসতে। তাতেই ক্ষুব্ধ বিরাট। লাবুশেনকে শুনিয়েই তিনি সিরাজকে বলেন, “হাসকে বাত মত করনা ইনসে।” অর্থাৎ ‘এদের সাথে হেসে কথাবার্তা বলার কোনো দরকার নেই।’ মেলবোর্নে পা দেওয়ার পর থেকেই ভারতীয় দলকে নিশানা করে এসেছে অস্ট্রেলীয় সংবাদমাধ্যম। কখনও বিরাটের অনুমতি ছাড়া তাঁর সন্তানদের ভিডিও তোলা নিয়ে দেখা গিয়েছে বিতর্ক, আবার কখনও জাদেজার (Ravindra Jadeja) হিন্দি বলা নিয়ে চলেছে শোরগোল। বিরাটের ক্ষোভের তাই সঙ্গত কারণ রয়েছে বলেই মনে করছে ক্রিকেটমহল।

কোহলির নিশানায় লাবুশেন, দেখুন ভিডিও-

Also Read: IND vs AUS 4th Test Stats Preview: ধুন্ধুমার যুদ্ধের প্রহর গুণছে মেলবোর্ন, বক্সিং ডে টেস্টে তৈরি হতে পারে ১১ টি রেকর্ড !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *