ind-vs-aus-kohli-blames-aussie-pitches

IND vs AUS: চলতি ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজে অফ ফর্মের অন্ধকারে ডুবেছেন বিরাট কোহলি (Virat Kohli)। অফ স্টাম্পের বাইরের লাইনের মোকাবিলা করতে গিয়ে বারবারই সমস্যায় পড়েন তিনি। বর্ডার-গাওস্কর ট্রফিতেও তা ভারতীয় মহাতারকার কাছে হয়ে দাঁড়িয়েছে ‘অ্যাকিলিসের গোড়ালি।’ পার্‌থ, অ্যাডিলেড ও ব্রিসবেনে মোট পাঁচ ইনিংসে তিনি আউট হয়েছেন চার বার। এর মধ্যে চার বারই অফস্টাম্পের বাইরের বলে হয় ব্যাট সরাতে না পেরে, না হলে খোঁচা দিয়ে উইকেটরক্ষক বা স্লিপ ফিল্ডারদের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে। এখনও অবধি পার্‌থ-এর দ্বিতীয় ইনিংসে করা শতরান ছাড়া একবারও ২০’র গণ্ডী পেরোতে পারেন নি তিনি। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে নামার আগে ব্যর্থতার ময়নাতদন্ত করেন কোহলি (Virat Kohli) স্বয়ং। রবি শাস্ত্রীকে দেওয়া সাক্ষাৎকারে জানান নিজের মতামত।

Read More: IND vs AUS 4th Test: “আজ মাথাব্যথাকে দিলো স্যারিডন…” শূন্য রানে সাজঘরে হেড, ‘বুমরাহ বিক্রম’-এর প্রশংসায় নেটদুনিয়া !!

ভুল স্বীকার বিরাটের, দুষছেন পিচকেও-

Virat Kohli | IND vs AUS | Image: Getty Images
Virat Kohli | IND vs AUS | Image: Getty Images

৫, ১০০*, ৭, ১১, ৩- এবারের বর্ডার-গাওস্কর ট্রফিতে (BGT) বিরাট কোহলির স্কোরগুলো এমনই। অস্ট্রেলিয়ার মাঠে (IND vs AUS) এর আগে যখনই এসেছেন, বড় রান পেয়েছেন। কিন্তু এবার যেন এক অচেনা বিরাটকে দেখা যাচ্ছে ক্যাঙারুর দেশে। ফুটওয়ার্ক, শট চয়ন সবেতেই এসেছে জড়তা। “ওর সমস্যাটা দক্ষতায় নয়, ওর সমস্যাটা মানসিক,” বলতে শোনা গিয়েছে ম্যাথু হেডেনকেও। কেন পছন্দের পরিবেশেও সেরা ছন্দে দেখা যাচ্ছে না মহাতারকাকে? আজ খোদ কোহলিকেই তা জিজ্ঞাসা করেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বিরাট জানান, “যেভাবে চেয়েছিলাম দু-তিনটে ইনিংসে তেমনটা খেলতে পারি নি। পিচ আঁকড়ে পড়ে থাকার জন্য যে শৃঙ্খলা প্রয়োজন তা দেখাতে পারি নি।” সাফল্যের চাবিকাঠি যে লুকিয়ে রয়েছে ধৈর্য্য ধরায়, তাও স্বীকার করে নিয়েছেন তিনি। “পরিস্থিতিকে সম্মান করতে হয়,” উপলব্ধি কোহলির।

ব্যর্থতার আংশিক দায় অস্ট্রেলিয়ার বাইশ গজের কাঁধেও চাপিয়েছেন বিরাট (Virat Kohli)। সাক্ষাৎকারে বলেন, “আসলে এবার পিচ গুলো আগের তুলনায় অনেক বেশী জীবন্ত। এখানে ব্যাটিং-টা একটু অন্যরকম ভাবে করা দরকার। পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়াই আমাদের জন্য চ্যালেঞ্জ।” সাথে তাঁর সংযোজন, “নিজেদের পরিকল্পনাগুলোর উপর আস্থা রাখাটাই গুরুত্বপূর্ণ। দেশের হয়ে খেলছি যখন, প্রত্যাশা থাকবেই। কিন্তু সেই প্রত্যাশার উপর ফোকাস রাখলে আদতে যা করণীয় তার থেকে দূরে সরে যেতে হয়। আমার যে গেমপ্ল্যান রয়েছে, যে শৃঙ্খলা রয়েছে সেটাই অনুসরণ করতে চাই। পরিস্থিতি বুঝে খেলাই আমায় সাফল্য এনে দিয়েছে এত বছর ধরে। দ্রুত যদি মাঠে নামতে হয়, তাহলে একরকম ভাবে খেলতে হয়। যদি পার্টনারশিপ তৈরি হয়, সেটাকে দীর্ঘায়িত করার দিকে নজর থাকে।”

মেলবোর্ন নিয়ে স্মৃতিমেদূর ‘কিং’ কোহলি-

Virat Kohli | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

অস্ট্রেলিয়ার মাঠে (IND vs AUS) বক্সিং ডে টেস্ট খেলার অভিজ্ঞতা নতুন নয় বিরাট কোহলির (Virat Kohli) কাছে। এর আগে ২০১১, ২০১৪ ও ২০১৮ সালে কানায় কানায় ভর্তি মেলবোর্নের বুকে টেস্ট খেলেছেন তিনি। ২০১৪তে করেছিলেন দুর্দান্ত একটি শতরান’ও। ২০১৮-তে তাঁর নেতৃত্বে এই মাঠে জয়ও পেয়েছিলো টিম ইন্ডিয়া। সেই সোনালী অতীতের স্মৃতিচারণ করতেও শোনা গেলো ভারতীয় মহাতারকাকে। রবি শাস্ত্রীকে তিনি জানান, “এটা অবশ্যই একটা বিশেষ জায়গা। বক্সিং ডে টেস্ট মানে কি সেটা আমি আমার প্রথম সফর থেকেই বুঝতে পেরেছিলাম। এই টেস্ট ম্যাচগুলোকে অনেক সুখস্মৃতি রয়েছে আমার। শেষ যখন এখানে খেলেছিলাম আমি, তখন জিতেছিলাম। শেষমেশ সিরিজও জিতেছিলাম। ২০১৪-১৫ মরসুমে এখানে টেস্ট শতরান’ও করেছিলাম। কেবল টেস্ট নয় অন্যান্য ফর্ম্যাটেও দুর্দান্ত সব স্মৃতি রয়েছে এখানে।”

দেখুন বিরাটের সাক্ষাৎকার-

Also Read: IND vs AUS 4th Test: “এদের সাথে একদম…” মেলবোর্নে আগুনে মেজাজে বিরাট কোহলি, কনস্টাসের পর কটাক্ষ লাবুশেনকেও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *