মেলবোর্ন টেস্টে ‘বলির পাঁঠা’ হয়েছেন KL রাহুল, অধিনায়কের সিদ্ধান্তে অসন্তুষ্ট তারকা ক্রিকেটার !! 1
KL Rahul and Rohit Sharma | Image: Getty Images

IND vs AUS: মেলবোর্নে মুখ থুবড়ে পড়লো টিম ইন্ডিয়া (Team India)। বক্সিং ডে টেস্টে পাঁচ দিন লড়েও শেষমেশ হারতেই হলো বড়সড় ব্যবধানে। ব্যাগি গ্রিনদের বিরুদ্ধে (IND vs AUS) শেষ দশ বছর কোনো টেস্ট সিরিজ হারে নি ‘মেন ইন ব্লু।’ সেই সোনালী রেকর্ড এই মুহূর্তে হাতছাড়া হওয়ার পথে। চার টেস্টের পর আপাতত ২-১ পিছিয়ে ভারত। যদি সিডনিতে শেষ ম্যাচটি জিততে না পারে তারা, তাহলে এক দশক পর বর্ডার-গাওস্কর ট্রফি (BGT) পুনরুদ্ধার করবেন প্যাট কামিন্স, স্টিভ স্মিথ’রা। অ্যাডিলেড ও ব্রিসবেনে টিম ইন্ডিয়ার (Team India) মাথাব্যথার কারণ হয়েছিলো দলের ব্যাটিং ব্যর্থতা। মেলবোর্নেও বদলায় নি ছবিটা। চতুর্থ ইনিংসে ৩৪০-এর লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৫৫ রানেই গুটিয়ে যায় ভারত। দল নির্বাচন, স্ট্র্যাটেজি নির্মাণের মত বিষয়ে খামতি রয়েই যাচ্ছে, ম্যাচ শেষে বিশ্লেষণ বিশেষজ্ঞদের।

Read More: নেতৃত্বে জসপ্রীত বুমরাহ, ঠাঁই হলো না রোহিত-বিরাটের, সিডনি টেস্টের চার দিন আগেই প্রকাশ্যে একাদশ !!

রাহুলকে নিয়ে ছেলেখেলা, কাঠগড়ায় রোহিত-

KL Rahul | IND vs AUS | Image: Getty Images
KL Rahul | IND vs AUS | Image: Getty Images

মেলবোর্ন টেস্টে (IND vs AUS) ক্রিকেটমহলের নিশানায় টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন-আপ। সিরিজের প্রথম তিনটি টেস্টে ওপেনার হিসেবে যশস্বী জয়সওয়ালের সাথে মাঠে নেমেছিলেন কে এল রাহুল (KL Rahul)। রান’ও পেয়েছিলেন তিনি। পার্‌থ-এ চমৎকার ৭৭ রানের ইনিংস খেলেছিলেন। অ্যাডিলেডেও পিঙ্ক বলের বিরুদ্ধে বাকিরা যখন সমস্যায়, তখন খানিক প্রতিরোধের চেষ্টা করেন তিনি। এছাড়া ব্রিসবেনে বৃষ্টিভেজা পরিবেশেও একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে গিয়েছিলেন কর্ণাটকের ক্রিকেটার। তাঁর ব্যাট থেকে এসেছিলো ৮৪ রানের চমৎকার ইনিংস। হঠাৎ’ই চতুর্থ ম্যাচে তাঁকে ওপেনিং থেকে সরিয়ে পাঠিয়ে দেওয়া হয় তিন নম্বরে। ওয়ান ডাউন খেলে অভ্যস্ত শুভমান গিল’কে ছাঁটাই করে ভারত। মিডল অর্ডার থেকে ওপেনিং-এ ফিরে আসেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

মধ্যক্রমে খেলে রান পাচ্ছিলেন না রোহিত (Rohit Sharma)। সেই কারণেই পছন্দের ওপেনিং-এ ফিরতে চেয়েছিলেন। কিন্তু কাজে আসে নি সেই ফাটকা। দুই ইনিংসে তিনি আউট হয়েছেন যথাক্রমে ৩ ও ৯ রান করে। চলতি সিরিজে (IND vs AUS) তাঁর ব্যাটিং গড় নেমে দাঁড়িয়েছে ৬.২০-তে। অন্যদিকে নতুন পজিশনে মানিয়ে নিতে পারেন নি রাহুল’ও (KL Rahul)। প্রথম ইনিংসে ২৪ রান করলেও দ্বিতীয় ইনিংসে তিনি আউট হয়েছেন খাতা খোলার আগেই। রোহিতের এই হঠকারী সিদ্ধান্ত দলের ভারসাম্যই নড়িয়ে দিয়েছিলো-ম্যাচের ময়নাতদন্ত করতে নেমে এমনটাই মত অধিকাংশ বিশেষজ্ঞের। বিসিসিআই সূত্রে খবর মিলেছে যে ওপেনিং স্লট হারাতে হওয়ায় মনক্ষুণ্ণ ছিলেন রাহুল (KL Rahul) নিজেও। তাঁকে দুটি বিকল্প দেওয়া হয়েছিলো। হয় তিন নম্বরে খেলতে হত, না হলে বাদ পড়তে হত। বাধ্য হয়েই প্রথম বিকল্পটি বেছে নেন তিনি।

চাপ বাড়ছে রোহিতের উপর-

Rohit Sharma | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

চলতি ক্যালেন্ডার বর্ষে রোহিত শর্মা’র (Rohit Sharma) টেস্ট গড় ২৫-এর নীচে। ১৪ ম্যাচ খেলে কেবল ৬১৭ রান করেছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) রাজকোট ও ধর্মশালায় দুটি শতরান ছাড়া কোনো উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেন নি তিনি। শেষ ১৫ টেস্ট ইনিংসে নেই কোনো অর্ধশতক’ও। এমতাবস্থায় চাপ বাড়ছে তাঁর উপর। আর কতদিন লাল বলের ফর্ম্যাটে তাঁকে দেখা যাবে তা নিয়ে সন্দিহান ক্রিকেটমহলের একটা বড় অংশ। সূত্রের খবর যে কেরিয়ারের মেয়াদ নিয়ে ইতিমধ্যে বোর্ডের সাথে একপ্রস্থ আলোচনাও সেরেছেন তিনি। আগামী বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল অবধি চেয়ে নিয়েছেন সময়সীমা। কিন্তু যদি ভারত ফাইনালের যোগ্যতা নির্ণয়ে ব্যর্থ হয় তাহলে আসন্ন সিডনি টেস্টটিই হতে পারে ৩৮ বর্ষীয় তারকা’র বিদায়ী ম্যাচ।

Also Read: IND vs AUS 4th Test: “গোটা দেশকে অপমান করেছে…” ট্র্যাভিস হেডের কড়া শাস্তি চেয়ে সোশ্যাল মিডিয়ায় সরব সিধু !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *