IND vs AUS

IND vs AUS: পার্‌থ-এ ২৯৫ রানের ব্যবধানে হারের পর ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া (IND vs AUS)। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে এখন চালকের আসনে তারাই। প্রথম ব্যাটিং করতে নেমে ১৮০তে গুটিয়ে গিয়েছিলো ভারতীয় দল। জবাবে ব্যাগি গ্রিন বাহিনী তুলে নিলো ৩৩৭ রান। দুর্দান্ত অর্ধশতক মার্নাস লাবুশেনের (Marnus Labuschagne)। আরও একবার টিম ইন্ডিয়ার কাছে ত্রাস হয়ে দাঁড়ালেন ট্র্যাভিস হেড (Travis Head)। করলেন অনবদ্য শতরান। ১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে ভারত। লড়াইতে টিকে থাকার জন্য মরণপণ লড়াইয়ের প্রয়োজন ছিলো। দরকার ছিলো লম্বা ওপেনিং জুটির। কিন্তু তা দেখা গেলো না আজ। ইনিংসের গোড়াতেই উইকেট ছুঁড়ে এলেন কে এল রাহুল। কর্ণাটকের ক্রিকেটার ব্যর্থ হতেই সমালোচনার ঝড় নেটদুনিয়া জুড়ে।

Read More: “ধৈর্য ধরতে শেখ…” দ্বিতীয় ইনিংসে ব্যার্থ হলেন জয়সওয়াল, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!

অপটাস স্টেডিয়ামে রোহিত শর্মা’র (Rohit Sharma) অবর্তমানে ওপেন করেছিলেন কে এল রাহুল (KL Rahul)। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছিলো ৭৭ রান। সেই ইনিংস মুগ্ধ করেছিলো টিম ম্যানেজমেন্টকে। ফলে রোহিতের প্রত্যাবর্তনের পরেও ওপেনিং স্লট খোয়াতে হয় নি রাহুলকে। অধিনায়ক নিজেকে নামিয়ে নিয়েছেন ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে। যে আস্থা তাঁর উপর দেখিয়েছিলেন রোহিত, তার মান অবশ্য পার্‌থে রাখতে পারেন নি তিনি। প্রথম ইনিংসে মিচেল স্টার্কের (Mitchell Starc) বাড়তি বাউন্সের মোকাবিলা করতে না পেরে গালিতে নাথান ম্যাকস্যুইনির হাতে ক্যাচ তুলে দিয়েছিলেন। ৩৭ রানে থেমেছিলো তাঁর ইনিংস। আর দ্বিতীয় ইনিংসে নূন্যতম প্রতিরোধও গড়ে তুলতে পারেন নি। প্যাট কামিন্সের বলে ক্যাচ তুলে দেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি’র হাতে। ১০ বলে ৭ করে উইকেট ছুঁড়ে আসেন তিনি।

রাহুলের (KL Rahul) পারফর্ম্যান্সে হতাশ ক্রিকেটপ্রেমী জনতা। ট্যুইটারের দেওয়ালে মনোভাব ব্যক্ত করেছেন তাঁরা। ‘রোহিত অকারণেই নিজের জায়গা ছেড়ে দিলো রাহুলকে’ লিখেছেন একজন। ‘এভাবে হিতাহিতজ্ঞান ভুলে পুল মারতে যাওয়ার প্রয়োজন কি ছিলো?’ প্রশ্ন তুলেছেন কেউ কেউ। ‘হেড’কে দেখে শিখতেও তো পারেন রাহুল’রা। অতি সতর্ক হতে গিয়েই নড়বড়ে লাগছে ভারতীয় ব্যাটারদের’ গোড়ায় গলদ খুঁজে পেয়েছেন কেউ কেউ। ‘একটা ইনিংস কাকতালীয় ভাবে ভালো খেলে ফেলেছিলো রাহুল, সবাই ধন্য ধন্য শুরু করে দিয়েছিলেন, এবার বাস্তবটা দেখুন’ শ্লেষের সুর তীব্র হয়েছে নেটিজেনদের পোস্টে। রাহুলের উইকেট চাপ বাড়িয়েছে টিম ইন্ডিয়ার উপর। সেই চাপের শিকার হয়ে ইতিমধ্যে সাজঘরে ফিরেছেন যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলিও।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IND vs AUS 2nd Test: গলার কাঁটা সেই ট্র্যাভিস হেড, অ্যাডিলেডে ভারতের চেয়ে ১৫৭ রানে এগিয়ে অস্ট্রেলিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *