IND vs AUS: আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে বিপর্যয়ের সম্মুখীন হওয়ার পর ব্যাগি গ্রিনদের ডেরায় ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সিরিজ শুরুর বেশ কয়েকদিন আগেই অস্ট্রেলিয়া উড়ে গিয়েছেন ক্রিকেটাররা। ভারত-এ স্কোয়াডের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিলো তাঁদের। কিন্তু শেষ মুহূর্তে চোট-আঘাত এড়াতে সেই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেয় বিসিসিআই। পরিবর্তে পারথ্-এর ওয়াকা স্টেডিয়ামে একটি ম্যাচ সিমুলেশনের আয়োজন করা হয়েছিলো। আন্তঃস্কোয়াড সেই লড়াইতে অবশ্য এড়ানো যায় নি চোট-আঘাত। আহত হয়েছিলেন কে এল রাহুল (KL Rahul)। ২২ তারিখ তাঁকে পাওয়া যাবে কিনা তা নিয়ে দেখা গিয়েছিলো সংশয়।
Read More: ভাগ্য খুললো বাংলার অভিমন্যুর, শুভমান গিলের পরিবর্তে প্রথম টেস্টে নিচ্ছেন এন্ট্রি !!
সুস্থ রাহুল, নামতে পারেন মাঠে-
অপটাস স্টেডিয়ামে প্রথম টেস্ট (IND vs AUS) শুরু হতে বাকি আর মাত্র পাঁচ দিন। এর মধ্যে কে এল রাহুলের (KL Rahul) চোট চিন্তা বাড়িয়েছিলো টিম ম্যানেজমেন্টের। দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রী ঋতিকা ও পরিবারের পাশে থাকার জন্য প্রথম টেস্ট থেকে ছুটি নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর বদলে যশস্বী জয়সওয়ালের সাথে কে এল রাহুলকেই ওপেনার হিসেবে ব্যবহার করার কথা ভাবছেন কোচ গৌতম গম্ভীর। কিন্তু ম্যাচ সিমুলেশন চলাকালীন তিনি কনুইতে আঘাত পাওয়ায় চিন্তাভাবনা সব এলোমেলো হয়ে পড়েছিলো কোচের। রাহুল (KL Rahul) মাঠেই বসে পড়েন যন্ত্রণায়। ছুটে আসেন ফিজিও। কোনো রকম ঝুঁকি নেয় নি দল। সঙ্গে সঙ্গে মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হয় তাঁকে। পরীক্ষানিরীক্ষার পর অবশ্য স্বস্তিদায়ক খবর দিয়েছেন চিকিৎসকেরা। মাঠে নামার ক্ষেত্রে কোনো বাধা নেই তাঁর।
অস্ট্রেলিয়ায় পা দেওয়ার পর থেকে চোট-আঘাত ভুগিয়ে চলেছে টিম ইন্ডিয়াকে। নেটে অনুশীলনের সময় হাতে আঘাত পেয়েছিলেন সরফরাজ খান (Sarfaraz Khan)। ওয়াকাতে ম্যাচ সিমুলেশন চলাকালীন বলের আঘাতে আহত হয়েছিলেন বিরাট কোহলিও (Virat Kohli)। রাহুলের ক্ষেত্রেও দেখা গিয়েছে একই দৃশ্য। তিন তারকাই অবশ্য দ্রুত সেরে উঠেছেন। প্রথম একাদশে রাখাও হতে পারে তাঁদের। তবে ভাগ্য সুপ্রসন্ন হয় নি শুভমান গিলের (Shubman Gill)। ঘাড়ের চোটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরুতে প্রথম টেস্ট খেলতে পারেন নি তিনি। এবার পারথ্-এ ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজের প্রথম টেস্ট ম্যাচেও দেখা যাবে না তাঁকে। আন্তঃস্কোয়াড ম্যাচ চলাকালীন স্লিপে ফিল্ডিং করার সময় বাম হাতের বুড়ো আঙুলে আঘাত পেয়েছেন তিনি। তাঁর বদলি হিসেবে টেস্ট অভিষেক হতে পারে অভিমন্যু ঈশ্বরণের।
অস্ট্রেলিয়া উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে শামি’কে –
২০২৩-এর ওডিআই বিশ্বকাপের পর থেকে গোড়ালির চোটে ভুগছিলেন তারকা পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। এক বছরের বেশী সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। করাতে হয়েছে অস্ত্রোপচার’ও। প্রথমে ঠিক ছিলো যে গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশ সিরিজে মাঠে ফিরবেন তিনি। কিন্তু বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলাকালীন তাঁর হাঁটু ফুলে ওঠায় পিছিয়ে যায় প্রত্যাবর্তন। শেষমেশ বাংলার হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে ফেরেন তিনি। কামব্যাক ম্যাচেই অনবদ্য বোলিং করতে দেখা গিয়েছে শামি’কে। দুই ইনিংস মিলিয়ে তুলে নিয়েছেন ৭ উইকেট। তাঁর পারফর্ম্যান্সে সন্তুষ্ট নির্বাচকরা। অস্ট্রেলিয়া সিরিজের (IND vs AUS) প্রাথমিক দলে শামি’কে রাখা না হলেও এখন তাঁকে দেওয়া হতে পারে ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি।’ তোড়জোড় শুরু হয়েছে তাঁকে ক্যাঙারুর দেশে উড়িয়ে নিয়ে যাওয়ার।