IND vs AUS: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেনজির বিপর্যয়ের সম্মুখীন হয়েছে টিম ইন্ডিয়া (Team India)। ১২ বছর পর দেশের মাঠে হাতছাড়া হয়েছে টেস্ট সিরিজ। ২৪ বছর পর জুটেছে হোয়াইটওয়াশের লজ্জা। এই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রস্তুতি শুরু করে দিতে হচ্ছে দল’কে। সূত্রের খবর আগামী ১০ নভেম্বর ক্যাঙারুর দেশের উদ্দেশ্যে উড়ে যাচ্ছে ‘মেন ইন ব্লু।’ ২০১৭ থেকে বর্ডার-গাওস্কর ট্রফি নিজেদের হাতের মুঠোয় রাখতে সক্ষম হয়েছে ভারত (Team India)। দুই বার দেশের মাঠে সিরিজ জিতেছে আর দুই বার অস্ট্রেলিয়ার মাটিতেই ধরাশায়ী করেছে অজিদের। কিন্তু সাম্প্রতিক ফর্মের নিরিখে বিদেশের মাঠে সিরিজ (IND vs AUS) জয়ের হ্যাটট্রিক নিয়ে উদ্বিগ্ন সমর্থকেরা। ভারতীয় দলকে কঠিন সময় কাটিয়ে ওঠার পন্থা হানিয়ে দিলেন পড়শি দেশের প্রাক্তনী। নয়া ওপেনিং জুটির জন্য সওয়াল দানিশ কানেরিয়ার।
Read More: “ফিরে আসুক সেরা সময়…” ৩৬-এ পা বিরাট কোহলি’র, শুভেচ্ছায় ভরালো সোশ্যাল মিডিয়া !!
রোহিতকে সরানোর দাবী দানিশের-
অফ ফর্মের কাঁটায় বিদ্ধ রোহিত শর্মা (Rohit Sharma)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের ছয় ইনিংস মিলিয়ে তিনি করতে পেরেছেন মাত্র ৯৩ রান। পেস ও স্পিন-দুইয়ের বিরুদ্ধেই সমস্যায় পড়তে দেখা গিয়েছে তাঁকে। বিশেষ করে টিম সাউদী’র (Tim Southee) বলের নড়াচড়া সামলাতে গিয়ে নাস্তানাবুদ হয়েছেন ভারতীয় অধিনায়ক। ভারতের আগামী সিরিজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS)। স্টার্ক, হ্যাজেলউড, প্যাট কামিন্সদের দেশে পেস-বাউন্স ও মুভমেন্ট তিন’ই দেখতে পাওয়া যায়। সেখানে ছন্দ হারানো রোহিত নতুন বলের মোকাবিলা কতদূর করে উঠতে পারবেন তা নিয়ে যথেষ্ট সন্দিহান দানিশ কানেরিয়া (Danish Kaneria)। ভারতীয় দলের সাম্প্রতিক পরাজয় নিয়ে কাটাছেঁড়া করার সময় রোহিত’কে (Rohit Sharma) ব্যাটিং অর্ডারে এক ধাপ নীচে নামার পরামর্শ দিয়েছেন তিনি।
টাইমস অফ ইন্ডিয়াকে (TOI) দেওয়া সাক্ষাৎকারে রোহিতকে তিন নম্বরে ব্যাট করার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন লেগস্পিনার। তিনি জানান, “রোহিত এখনও ওপেন করতে স্বচ্ছন্দ কিনা তা খতিয়ে দেখা উচিৎ, নাহলে ওর উচিৎ ওয়ান-ডাউনে ব্যাটিং করা কারণ ও পিচ নিয়ে সমস্যায় ছিলো ভারতে। সাম্প্রতিক সিরিজে সাউদী ওকে দুইবার আউট করেছে। অস্ট্রেলিয়াতেও বড় নড়াচড়া করবে, সেটা কি করে সামলানো যায় সেটা ওকে দেখতেই হবে।” ভারতের ব্যাটিং অর্ডার কেমন হওয়া উচিৎ তা নিয়েও মুখ খুলেছেন তিনি। “(যশস্বী) জয়সওয়াল ও শুভমান (গিল)-এর খেলা উচিৎ ওপেনার হিসেবে। রোহিত খেলুক ওয়ান-ডাউন, বিরাট (কোহলি) নামুন টু-ডাউনে। ওদের সেটা ম্যানেজ করতে হবে। গম্ভীরকে এটা ম্যানেজ করতে হবে। অশ্বিন-জাদেজাও থাকায় ভারতের ব্যাটিং গভীরতা অবশ্যই রয়েছে।”
প্রথম টেস্টে নেই রোহিত শর্মা-
২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) টেস্ট সিরিজ। প্রথম ম্যাচটি রয়েছে পারথ্-এর অপটাস স্টেডিয়ামে। অধিনায়ক রোহিত শর্মা’কে ছাড়াই নামতে হবে ‘মেন ইন ব্লু’কে। ব্যক্তিগত কারণে প্রথম টেস্টটি খেলবেন না বলেই তিনি জানিয়েছেন। সূত্রের খবর যে দ্বিতীয় বার বাবা হতে চলেছেন ক্রিকেট তারকা। সন্তানের জন্মের সময় স্ত্রী ঋতিকা সাজদেহ’র পাশে থাকতে চান তিনি। সেই কারণেই পারথ্ টেস্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন রোহিত (Rohit Sharma)। তাঁর বিকল্প হিসেবে দলে সামিল করা হয়েছে বাংলার অভিমন্যু ঈশ্বরণকে। ঘরোয়া ক্রিকেটে ভালো ছন্দে রয়েছেন তিনি। দলীপ ট্রফিতে করেছেন জোড়া শতরান। ইরানী কাপেও ম্যারাথন ইনিংস খেলেছেন একটি। সেই কারণেই শিকে ছিঁড়েছে অভিমন্যু’র ভাগ্যে। প্রথম টেস্ট ম্যাচে রোহিতের অবর্তমানে যশস্বী জয়সওয়ালের সাথে ওপেন করতে পারেন তিনিও।
Also Read: IND vs AUS: অস্ট্রেলিয়ায় ম্যাচ বাতিল ভারতের, বর্ডার-গাওস্কর ট্রফি নিয়ে কঠিন সিদ্ধান্ত নিলো বিসিসিআই !!