IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধরাশায়ী টিম ইন্ডিয়া। পার্থ-এ টেস্ট সিরিজের (IND vs AUS) শুরুটা ভারত করেছিলো জয় দিয়ে। কিন্তু ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ কোহলি-রোহিত’রা। অ্যাডিলেডের ‘পিঙ্ক বল’ টেস্টে বড় ব্যবধানে জিতে সমতা ফেরায় ব্যাগি গ্রিন বাহিনী। এরপর বৃষ্টির সৌজন্যে ব্রিসবেনে হার বাঁচানো সম্ভব হলেও মেলবোর্ন আর সিডনিতে হয় নি শেষরক্ষা। দুই ম্যাচেই হারতে হয় ‘মেন ইন ব্লু।’ জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ছাড়া সেরা ছন্দে পাওয়া যায় নি কাউকেই। এক দশক পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত টেস্ট সিরিজ হারায় মুষড়ে পড়েছেন সমর্থকেরা। বর্ডার-গাওস্কর ট্রফির পাশাপাশি হাতছাড়া হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালের টিকিটও। জুনে টি-২০ বিশ্বকাপের মাত্র মাসছয়েকের মধ্যেই ফর্মের এমন অধঃপতন কেন? চলছে কাটাছেঁড়া।
Read More: গম্ভীরের বিরুদ্ধে মুখ খুলে বিপাকে মনোজ, নাইট কিংবদন্তিকে সমর্থন হর্ষিত-নীতিশের !!
গম্ভীরের কোচিং নিয়ে প্রশ্ন তুললেন কাইফ-
গত ৯ জুলাই ভারতীয় দলের নতুন কোচ হিসেবে ঘোষিত হয় গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নাম। তাঁকে সাদরেই গ্রহণ করেছিলেন সমর্থকেরা। আইপিএলে নাইট রাইডার্স মেন্টর হিসেবে যে সাফল্য পেয়েছিলেন তিনি, তার পুনরাবৃত্তি ঘটাবেন জাতীয় দলের হয়েও, আশায় ছিলেন তাঁরা। কিন্তু মাসখানেকের মধ্যেই সেই প্রত্যাশার ফানুস যেন চুপসে গিয়েছে রীতিমত। ২৭ বছর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে হারতে হয়েছে, ১২ বছর পর ঘরের মাঠে খোয়াতে হয়েছে টেস্ট সিরিজ। গম্ভীরের হাতে ধরে অস্ট্রেলিয়ার মাটিতেও (IND vs AUS) ঘুরে দাঁড়াতে ব্যর্থ ভারত। ধৈর্য্যের বাঁধ ভেঙেছে ক্রিকেটজনতার। জবাবদিহি করুন নয়া কোচ, উঠছে দাবী। কোচ গম্ভীরের বিরুদ্ধে মুখ খুলেছেন তাঁর প্রাক্তন সতীর্থ মহম্মদ কাইফ’ও (Mohammad Kaif)।
বর্ডার-গাওস্কর ট্রফিতে (IND vs AUS) সাম্প্রতিক ব্যর্থতার দায় কোচ গম্ভীরের (Gautam Gambhir) কাঁধে চাপিয়েছেন মহম্মদ কাইফ (Mohammad Kaif)। এক সাক্ষাৎকারে জানান, “একজন ভালো কোচ পরিকল্পনা নির্মাণের ক্ষেত্রে তুখোড় হন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। দল নির্বাচনের ক্ষেত্রে গৌতম গম্ভীরের সিদ্ধান্তগুলো অধিকাংশ সময়েই ভুল প্রমাণিত হয়েছে। বিরাট কোহলির টেকনিকের সমস্যা শুধরে দেওয়া গম্ভীরের পক্ষে সম্ভব নয়। কোচ হিসেবে দক্ষ হয়ে উঠতে এখনও ওর অনেক সময় প্রয়োজন।” আরও বলেন, “যা হওয়ার তা হয়ে গিয়েছে। কিন্তু ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টানা তিনটে টেস্ট হার ও অস্ট্রেলিয়ার বিপক্ষে লাগাতার ভুলভ্রান্তির পর পর গম্ভীরের জবাবদিহি করা উচিৎ ছিলো। তুমি প্রশ্ন এড়িয়ে যাবে, সেটা হতে পারে না।”
দলের দায়িত্বে নয়া কোচ-
ভারতীয় দলের সাম্প্রতিক ব্যর্থতা কপালে ভাঁজ ফেলেছে বিসিসিআই কর্তাদের। সূত্র মারফত জানা গিয়েছে যে টেস্ট দলের দায়িত্ব থেকে গম্ভীরকে (Gautam Gambhir) ছেঁটে ফেলার ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। তিনি কোচ থাকবেন কেবল ওডিআই ও টি-২০তে। জোর গুঞ্জন যে আগামী জুন মাসে ইংল্যান্ড সফরে টিম ইন্ডিয়ার কোচ হিসেবে যাবেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। হায়দ্রাবাদের প্রাক্তনী এই মুহূর্তে রয়েছেন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (NCA) দায়িত্বে। মাঝেমধ্যে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ভারতীয় দলের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা আছে তাঁর। কিন্তু আগামীতে টেস্ট দলের পূর্ণ সময়ের দায়িত্ব দেওয়া হতে পারে তাঁকে। ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মত দল সাদা ও লাল বলে আলাদা কোচ নিয়োগ করেছে আগে। একই পথে হাঁটতে পারে ভারতও।