IND vs AUS 5th Test: সিডনি টেস্টে বাদ ঋষভ পন্থ, এই তরুণ তুর্কির উপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট !! 1

IND vs AUS: পার্‌থ-এ ২৯৫ রানের ব্যবধানে জিতে বর্ডার-গাওস্কর ট্রফির (BGT) সূচনা করেছিলো ভারত। কিন্তু পরবর্তী তিনটি টেস্টে বেশ সমস্যায় পড়তে হয়েছে তাদের। অ্যাডিলেডে ১০ উইকেটের ব্যবধানে হারতে হয়েছিলো। বৃষ্টির বদান্যতায় কোনোক্রমে ড্র হয় ব্রিসবেন টেস্ট। মেলবোর্নে ফের টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে বাজিমাত করলো অস্ট্রেলিয়া (IND vs AUS)। প্যাট কামিন্সদের জয়ের ব্যবধান এবার ১৮৪ রান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পা দেওয়ার ক্ষীণতম সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হতে চলা সিডনি টেস্টটি জিততেই হবে রোহিত-কোহলিদের (Virat Kohli)। মরিয়া ভারতীয় শিবির সাফল্যের লক্ষ্যে একাদশে আনতে চলেছে বড় পরিবর্তন। সূত্রের খবর যে উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant) থাকতে পারেন ছাঁটাইয়ের তালিকায়।

Read More: ‘অপয়া’ কি গম্ভীর নাকি অন্য কেউ? ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে উঠছে প্রশ্ন !!

ছাঁটাই হচ্ছেন ঋষভ পন্থ-

Rishabh Pant | IND vs AUS | Image: Getty Images
Rishabh Pant | IND vs AUS | Image: Getty Images

২০২০-২১ মরসুমে অস্ট্রেলিয়ার মাটিতে টিম ইন্ডিয়ার সিরিজ (IND vs AUS) জয়ের অন্যতম নায়ক ছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তরুণ উইকেটরক্ষক-ব্যাটারের অবিশ্বাস্য লড়াইয়ের সৌজন্যেই ৩২ বছর পর ব্রিসবেনের বাইশ গজে কোনো সফরকারী দল হারাতে সক্ষম হয়েছিলো ব্যাগি গ্রিন বাহিনীকে। কিন্তু এবারের বর্ডার-গাওস্কর ট্রফিতে (BGT) সেই পুরনো পারফর্ম্যান্সের ধারেকাছেও পৌঁছতে পারেন নি ঋষভ (Rishabh Pant)। বরং ব্যাট হাতে বেশ নড়বড়ে দেখিয়েছে তাঁকে। পার্‌থ, অ্যাডিলেড, ব্রিসবেন বা মেলবোর্ন-চার টেস্টের সাত ইনিংসে একবারও পঞ্চাশের গণ্ডী টপকাতে পারেন নি তিনি। মিডল অর্ডারে ব্যাট করতে নেমে যে ভাবে উইকেট ছুঁড়ে এসেছেন গুরুত্বপূর্ণ সময়ে, তা ক্ষমার অযোগ্য বলেই মনে করছে বিশেষজ্ঞমহল।

মেলবোর্নে বক্সিং ডে টেস্ট হারের পর কাঠগড়ায় ঋষভ পন্থ (Rishabh Pant)। প্রথম ইনিংসে অহেতুক স্কট বোল্যান্ডকে স্কুপ মারতে গিয়ে শটে নিয়ন্ত্রণ হারান তিনি। ডিপ থার্ড ম্যানে ক্যাচ তুলে বসেন। তৃতীয় দিনের সকালে দলকে ডুবিয়ে ফেরেন্ সাজঘরে। তাঁর আউট হওয়ার ধরণ’কে ব্যাখ্যা করতে গিয়ে, “স্টুপিড…স্টুপিড…স্টুপিড” বলেছেন খোদ সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। দ্বিতীয় ইনিংসেও প্রতিরোধের বদলে আক্রমণ করতে গিয়ে অস্ট্রেলিয়াকে উইকেট উপহার দিয়ে এসেছেন তিনি। ট্র্যাভিস হেডের নির্বিষ অফস্পিনে পুল মারতে গিয়ে লং অনে ধরা পড়েন ঋষভ (Rishabh Pant)। তাঁর বিদায়ের পরেই ধস নামে ভারতের ব্যাটিং-এ। ভেঙে যায় ম্যাচ বাঁচানোর স্বপ্ন। ঋষভের শট চয়ন, তাঁর ব্যাটিং পরিকল্পনা-সব কিছুই এই মুহূর্তে প্রশ্নের মুখে। ছন্দ হারানো তারকাকে সিডনিতে তাই বয়ে বেড়াতে চায় না দল।

ধ্রুব জুড়েলকে দেখা যাবে দস্তানা হাতে-

Dhruv Jurel, ind vs aus
Dhruv Jurel | Image: Getty Images

ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) পঞ্চম টেস্ট ম্যাচটিতে ঋষভ পন্থের (Rishabh Pant) বদলে উইকেটরক্ষক হিসেবে দেখা যেতে পারে ধ্রুব জুড়েলকে। উত্তরপ্রদেশের তরুণ বর্ডার-গাওস্কর ট্রফি শুরু হওয়ার আগে থেকেই রয়েছেন অস্ট্রেলিয়াতে। ভারত-এ’র জার্সিতে প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে। দুই ইনিংসে করেন যথাক্রমে ৮০ ও ৬৮। পার্‌থ-এ বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে তাঁকে খেলিয়েছিলো ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু রান পান নি তিনি। রোহিত শর্মা (Rohit Sharma) ও শুভমান গিলের প্রত্যাবর্তনের পর ধ্রুব’কে (Dhruv Jurel) পাঠানো হয় রিজার্ভ বেঞ্চে। তবে ঋষভের অফ ফর্মের কারণে ফের একবার তাঁর ভাগ্যে ছিঁড়তে পারে শিকে। স্বল্প দিনের টেস্ট কেরিয়ারে ৪টি ম্যাচ খেলেছেন তিনি। ৪০.৪০ গড়ে রয়েছে ২০২ রান। স্পিনের বিরুদ্ধে সাবলীল ধ্রুব, যা সিডনির ঘূর্ণি পিচে সাহায্য করতে পারে তাঁকে।

Also Read: IND vs AUS: টিম ইন্ডিয়ার লজ্জার হারের পরেও দুর্দান্ত রেকর্ড গড়লেন জসপ্রীত বুমরাহ, ICC দিচ্ছে যোগ্য সম্মান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *