IND vs AUS: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড়সড় বিপর্যয়ের সম্মুখীন ভারতীয় ক্রিকেট দল। ১২ বছর পর ঘরের মাঠে হারতে হয়েছে টেস্ট সিরিজ। ২৪ বছর পর হতে হয়েছে হোয়াইটওয়াশ। এই ধাক্কার অভিঘাত সামলে ওঠার আগেই বড়সড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে টিম ইন্ডিয়াকে (Team India)। ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার-গাওস্কর ট্রফি। ২০১৭ থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) টানা চারটি টেস্ট সিরিজ জিতেছে ভারত। এর মধ্যে দুইবার সাফল্য এসেছে দেশের মাঠে, আর বাকি দুইবার অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের ধরাশায়ী করে ইতিহাস গড়েছেন কোহলি, অশ্বিন’রা। কিন্তু এবার যে ফর্ম সঙ্গে নিয়ে ক্যাঙারুর দেশে উড়ে যাচ্ছে ভারত, তাতে জয়ের হ্যাটট্রিক আদৌ সম্ভব কিনা তা নিয়ে দ্বিধায় অনেকেই। ১৮ সদস্যের স্কোয়াড ঘোষিত হয়েছে আগেই। তাঁদের মধ্যে কোন এগারো জন মাঠে নামবেন তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।
Read More: বাচ্চা ভেবে ভুল করেছিলো KKR, একার হাতে বাংলাদেশকে গুঁড়িয়ে দিলেন এই বোলার !!
পন্থ না জুড়েল? রয়েছে প্রশ্ন-
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক কে হবেন? এই প্রশ্নের উত্তরের সন্ধানে ক্রিকেটজনতা। ২০২০-২১ মরসুমে ভারতের বর্ডার-গাওস্কর ট্রফি জয়ের অন্যতম কারিগর ছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। গ্যাবাতে চতুর্থ ইনিংসে তাঁর অবিশ্বাস্য ইনিংস জায়গা করে নিয়েছে ক্রিকেট ইতিহাসের পাতায়। সড়ক দুর্ঘটনার অন্ধকার অধ্যায়কে পিছনে ফেলে মাঠে ফেরার পর ফর্মেও রয়েছেন তিনি। সদ্যই বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষেও রান পেয়েছেন তিনি। মুম্বইতে কিউইদের বিপক্ষে র্যাঙ্ক টার্নারে কোহলি-রোহিত’রা (Rohit Sharma) যখন বিপর্যস্ত, তখন দুর্দান্ত লড়াই করতে দেখা গিয়েছিলো ঋষভকে (Rishabh Pant)। যার দলে বিশেষজ্ঞদের একটা বড় অংশকে পাশে পাচ্ছেন তিনি। প্রথম একাদশে দিল্লীর তারকাকেই দেখতে চান তাঁরা।
অন্যদিকে কেউ কেউ মনে করছেন যে পন্থের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন উত্তরপ্রদেশের তরুণ ধ্রুব জুড়েল (Dhruv Jurel)। চলতি বছরের গোড়ার দিকে অভিষেক হয়েছে তাঁর। ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাঠে কার্যকরী ক্রিকেট খেলেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) তাঁকে যে প্রস্তুত রাখা হচ্ছে যে কোনো মুহূর্তে মাঠে নামার জন্য তার আভাস মিলেছে বিসিসিআই-এর এক সিদ্ধান্তে। মূল স্কোয়াড অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার দিনকয়েক আগেই ধ্রুব’কে পাঠিয়ে দেওয়া হয়েছে সেখানে। ভারত-এ দলের হয়ে তিনি প্রস্তুতি ম্যাচ খেলছেন অস্ট্রেলিয়া-এ’র বিরুদ্ধে। চ্যালেঞ্জিং পরিস্থিতিতে তিনি যে মাথা উঁচু করে লড়তে প্রস্তুত তার প্রমাণ আজ দিয়েছেন ব্যাট হাতে। ভারতীয় দল অল-আউট হয়েছে ১৬১-তে। তার মধ্যে ৮০ রান এসেছে ধ্রুবের ব্যাট থেকে। তাঁর চমৎকার ফর্ম প্রথম একাদশের দৌড়ে রাখছে ২৩ বর্ষীয় তরুণকে।
হতাশ করেছেন কে এল রাহুল-
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে আহামরি পারফর্ম্যান্স করতে পারেন নি কে এল রাহুল (KL Rahul)। তাঁকে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও প্রথম টেস্টে সুযোগ দেওয়া হয়েছিলো। কিন্তু দুই ইনিংসে ব্যাট থেকে এসেছে যথাক্রমে ০ ও ১২ রান। কর্ণাটকের ক্রিকেটারকে বাকি দুই ম্যাচে খেলানো হয় নি। বদলে খেলেছিলেন সরফরাজ খান। কিন্তু অস্ট্রেলিয়ায় (IND vs AUS) তাঁর অভিজ্ঞতার কথা মাথায় রেখে রাহুলকেই প্রথম পছন্দ হিসেবে হয়ত ভাবছে টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই জুড়েলের সাথেই আগেভাগে তাঁকে পাঠানো হয়েছে সেখানে। ভারত-এ’র হয়ে অস্ট্রেলিয়া-এ’র বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে রাহুলকেও অংশ নেওয়ার নির্দেশ দিয়েছিলো বোর্ড। সেইমত আজ মাঠেও নেমেছিলেন তিনি। কিন্তু ওপেন করতে নেমে হতাশই করলেন। আউট হন ৪ বলে ৪ রান করেই। এই পরিস্থিতিতে তাঁকে পারথ্-এ নামানোর ঝুঁকি দল আদৌ নেবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়।