ind-vs-aus-jorunalists-game-called-off

IND vs AUS: বর্ডার-গাওস্কর ট্রফির (BGT) পরতে পরতে জড়িয়ে বিতর্ক। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন মাঠেই বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও ট্র্যাভিস হেড (Travis Head)। ভারতীয় পেসারের আগ্রাসী সেন্ড-অফ ও অজি ব্যাটারের প্রতিক্রিয়া নিয়ে বিস্তর চর্চা হয়েছিলো। দুই ক্রিকেটারকেই শাস্তি দিয়েছিলো সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি। গাব্বাতে বৃষ্টিভেজা তৃতীয় টেস্ট ম্যাচটিতে বিতর্ক এড়ানো সম্ভব হয়েছিলো ঠিকই। কিন্তু মেলবোর্নের বক্সিং ডে টেস্ট শুরুর আগে ফের বিতর্কের কালো মেঘ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজকে। এবার সমস্যার কেন্দ্রে ভারতের রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। মেলবোর্নে উপস্থিত অস্ট্রেলীয় সাংবাদিকদের সাথে সংঘাতে জড়ালেন তিনি। ঘটনার প্রভাব পড়তে পারে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কেও।

Read More: IND vs AUS 4th Test: রোহিতের পর শুভমানকে নিয়েও দুশ্চিন্তা, মেলবোর্নে চাপ বাড়ছে ভারতের উপর !!

জাদেজার সাথে সংঘাতে অজি সংবাদমাধ্যম-

Ravindra Jadeja | IND vs AUS | Image: Twitter
Ravindra Jadeja | Image: Twitter

ভারতীয় দল মেলবোর্নে পা দেওয়ার পর থেকেই অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের নিশানায় তারা। বিমানবন্দরে মহাতারকা বিরাট কোহলির (Virat Kohli) সন্তানদের ভিডিও তুলে বিতর্কে জড়ান এক মহিলা সাংবাদিক। অনুমতি ছাড়া ছবি এবং ভিডিও নেওয়ায় তাঁকে একহাত নেন কোহলি স্বয়ং। এরপর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে জাদেজার (Ravindra Jadeja) সাংবাদিক সম্মেলন চলাকালীন সামনে এলো ইংরেজি বনাম হিন্দি দ্বন্দ্ব। ভারতীয় সাংবাদিকদের করা প্রশ্নের জবাব হিন্দিতে দেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার। ভাষাগত সমস্যার কারণে তা বুঝতে পারেন নি অস্ট্রেলীয় সাংবাদিকেরা। তাঁরা ইংরেজিতে প্রশ্ন করতে চাইলে ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার জানিয়ে দেন যে সময় শেষ হয়ে গিয়েছে। অপেক্ষা করে রয়েছে টিম বাস।

হিন্দি-ইংরেজি দ্বন্দ্বে দুই আলাদা অবস্থানে দুই দেশের সংবাদমাধ্যম। অস্ট্রেলীয় সাংবাদিকেরা মনে করছেন যে কেবল ভারতীয় ভাষায় উত্তর দিয়ে তাঁদের অপমান করেছেন জাদেজা ও টিম ইন্ডিয়া (Team India)। ফলাও করে তেমনটাই প্রচার করছেন তাঁরা। অন্য দিকে ভারতীয় সাংবাদিকদের অবস্থান সম্পূর্ণ ১৮০ ডিগ্রী বিপরীতে। কোনো ক্রীড়াবিদ সাংবাদিকদের পছন্দের ভাষাতেই উত্তর দেবেন এমনটা না ধরে নিয়ে সংবাদমাধ্যমের দায়িত্ব ভাষান্তর করে নেওয়া, বলছেন তাঁরা। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে লিয়োনেল মেসি’র উদাহরণ দিয়েছেন প্রখ্যাত সাংবাদিক বোরিয়া মজুমদার। গোটা বিষয়টির মধ্যে বিতর্কের যে কিছুই নেই তা একটি ভিডিওতে জানান ক্রীড়া সাংবাদিক বিমল কুমারও।

দেখুন সেই সাংবাদিক সম্মেলনের ভিডিয়ো-

ভেস্তে গেলো ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ-

IND vs AUS | Image: Getty Images
IND vs AUS | Image: Getty Images

জাদেজা কাণ্ডের রেশ যে ভালোমতই পড়েছে তা বোঝা গেলো আজ। দুই দেশের সংবাদমাধ্যমের সম্পর্কে ফাটল এলো প্রকাশ্যে। বক্সিং ডে টেস্ট শুরুর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া কর্তৃক আয়োজিত একটি প্রদর্শনী টি-২০ ম্যাচে (IND vs AUS) অংশ নেওয়ার কথা ছিলো ভারত ও অস্ট্রেলিয়ার সাংবাদিকদের। মেলবোর্নের জাংশন ওভালে আজ অর্থাৎ রবিবার বিকেলে হওয়ার কথা ছিলো খেলাটি। কিন্তু বাতিল করতে হয়েছে খেলাটি। অস্ট্রেলীয় সংবাদপত্র ‘দ্য এজ’ সূত্রে জানা গিয়েছে যে জাদেজার দিকে আঙুল ওঠায় ক্ষুব্ধ ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার প্রতিবাদস্বরূপ সরে দাঁড়ান ম্যাচ থেকে। ভারতীয় দলের হয়ে যে সাংবাদিকদের খেলার কথা ছিলো, তাঁদের মধ্যেও অনেকে বয়কটের সিদ্ধান্ত নেন। ফলে দল গড়ার মত যথেষ্ট পরিমাণ খেলোয়াড়ই না থাকায় খেলা বাতিল করতেই হয় আজ।

Also Read: IND vs AUS: চোট পেলেন রোহিত শর্মা, আহত অধিনায়ককে নিয়ে চিন্তায় টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *