ind-vs-aus-jaiswal-sledges-mitch-starc, rohit sharma
Yashasvi Jaiswal and Rohit Sharma | Image: Getty Images

IND vs AUS: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ হারের পর প্রশ্ন উঠেছিলো টিম ইন্ডিয়ার পারফর্ম্যান্স নিয়ে। অস্ট্রেলিয়ার মাটিতে (IND vs AUS) আদৌ দাগ কাটতে পারবে মেন ইন ব্লু? শঙ্কায় ছিলেন বিশেষজ্ঞরা। প্রথম টেস্টে রোহিত শর্মা (Rohit Sharma), শুভমান গিলদের (Shubman Gill) না থাকা চিন্তা বাড়িয়েছিলো। সবুজ পিচের গতি আর বাউন্স’ও হয়ে দাঁড়িয়েছিলো মাথাব্যথা’র কারণ। তবে পারথ্‌-এর অপটাস স্টেডিয়ামে ভারত আরও একবার বুঝিয়ে দিলো কেন তারা গত দশকের সবচেয়ে ধারাবাহিক টেস্ট দল। প্রতিকূলতার পাহাড় জয় করে দ্বিতীয় দিনে পুরোপুরি চালকের আসনে তারা। টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন কার্যনির্বাহী অধিনায়ক জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। পিচের চরিত্র বুঝে উঠতে পারেন নি কোহলি, পাডিক্কালরা। ১৫০ রানে গুটিয়ে গিয়েছিলো ইনিংস। পেস বোলিং-এ ভর করে ঘুরে দাঁড়িয়েছে দল।

অধিনায়ক বুমরাহ’র ফাইফার, অভিষেককারী হর্ষিতের ৩ উইকেট আর মহম্মদ সিরাজের জোড়া সাফল্যের জোরে প্রতিপক্ষকে ১০৪ রানেই থামিয়ে দিতে পেরেছে টিম ইন্ডিয়া (Team India)। ৪৬ রানের লিড আদায় করে নিয়েছে তারা। আপাতত ক্যাঙারুবাহিনী’র উপর পাহাড়সম লক্ষ্যের বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টায় ভারতীয় শিবির (IND vs AUS)। পেস-বাউন্সে প্রথম ইনিংসে বিভ্রান্ত হয়েছিলেন দুই ওপেনার। কিন্তু দ্বিতীয় ইনিংস অটল, অবিচল দেখাচ্ছে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও কে এল রাহুলকে। বলের লাইন-লেন্থ বুঝতে কোনো সমস্যার মুখে এখনও অন্তত পড়েন নি তাঁরা। নির্দ্বিধায় লিভ করছেন অফস্টাম্পের বাইরের ডেলিভারি। সুযোগ পেলে চার-ছক্কাও মারতে দেখা গিয়েছে তাঁদের। কামিন্স-স্টার্ক-হ্যাজেলউড, আধুনিক টেস্ট ক্রিকেটের সবচেয়ে সফল ত্রয়ীকেও রীতিমত হতদ্যম লাগছে এই মুহূর্তে।

Read More: আইপিএল শুরুর আগে মাথায় হাত মুম্বাই ইন্ডিয়ান্সের, বাদ যাচ্ছেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া !!

হর্ষিতের হয়ে বদলা নিলেন যশস্বী-

Mitchell Starc and Yashasvi Jaiswal | IND vs AUS | Image: Getty Images
Mitchell Starc and Yashasvi Jaiswal | IND vs AUS | Image: Getty Images

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট মানেই স্লেজিং ফোয়ারা যে ছুটবে তা প্রত্যাশিতই। আজ সকালেও হর্ষিত রাণা’র (Harshit Rana) শর্ট বলে চ্যালেঞ্জের মুখে পড়ে মিচেল স্টার্ক (Mitchell Starc) তাঁকে মনে করিয়ে দিয়েছিলেন যে তিনি দিল্লীর তরুণের চেয়ে দ্রুত বল করতে পারেন। অর্থাৎ ইঁট মারলে খেতে হতে পারে পাটকেল’ও। গতকাল লাবুশেন’কে (Marnus Labuschagne) ফ্লাইং কিস ছুঁড়েছিলেন হর্ষিত, আজ কেকেআর সতীর্থের স্লেজিং হেসে এড়িয়ে যান। হর্ষিত কিছু না বললেও তাঁর হয়ে স্টার্ককে যেন জবাব দিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। বছর বাইশের তরুণ প্রথম ইনিংসে করেছিলেন শূন্য। আর দ্বিতীয় ইনিংসে দাপুটে ব্যাটিং করে এগোচ্ছেন কেরিয়ারের চতুর্থ শতরানের পথে। স্টার্ক’কে ফ্লিক করে ফাইন লেগ বাউন্ডারির উপর উড়িয়ে দিয়েছিলেন তিনি। বাউন্ডারি লাইন টপকে যায় সেই দুরন্ত শট।

যশস্বীর (Yashasvi Jaiswal) বিরুদ্ধ্ব দ্বিতীয় ইনিংসে নিজের যাবতীয় অস্ত্র প্রয়োগ করেও ব্যর্থ মিচেল স্টার্ক (Mitchell Starc)। কিংবদন্তি তারকার কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন স্বয়ং ভারতীয় তরুণ তুর্কি। সকালে নিজের বলের গতি নিয়ে প্রচ্ছন্ন গর্ব শোনা গিয়েছিলো অজি ক্রিকেটারের মুখে। তার দিকে ইঙ্গিত করেই যশস্বী টিপ্পনি ছুঁড়ে দেন, “খুব ধীরে (বল) আসছে।” নির্ভীক যশস্বীকে পালটা দিতে এখনও পারেন নি স্টার্ক (Mitchell Starc)। পারেন নি হ্যাজেলউড, কামিন্স বা মিচেল মার্শ’ও। পারথ্‌-এর এই নতুন মাঠে অস্ট্রেলীয় বোলারদের মধ্যে সবচেয়ে ভালো পরিসংখ্যান নাথান লিয়ঁ’র (Nathan Lyon)। তাঁকে আক্রমণে এনেও কিছু সুবিধা করতে পারে নি ব্যাগি গ্রিন বাহিনী। প্রতিবেদন লেখার সময় অবধি ভারতের স্কোর ১৬৯/০। আপাতত তারা এগিয়ে ২৫৫ রানে। চতুর্থ ইনিংসের চাপ বাড়ছে স্বাগতিক দেশের উপর।

দেখুন ঘটনার ভিডিও-

Also Read: IND vs AUS 1st Test: “অস্ট্রেলিয়ার বাপ…” বুমরাহ’র পঞ্চবাণে ত্রস্ত অজি শিবির, উচ্ছ্বাসে ভাসলো নেটমাধ্যম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *