IND vs AUS 4th Test: রান-আউটের পর ক্যাচ মিসের ‘হ্যাট্রিক’ যশস্বী’র, মেলবোর্নে ভারতের ‘ভিলেন’ তরুণ তুর্কি !! 1

IND vs AUS: চলছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) চতুর্থ টেস্ট ম্যাচ। মেলবোর্নে চতুর্থ দিনের সকালে টিম ইন্ডিয়ার ইনিংস শেষ হয় ৩৬৯ রানে। ১১৪ রানে আউট হন নীতিশ কুমার রেড্ডি। ১০৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামা অস্ট্রেলিয়ার উপর সাঁড়াশি আক্রমণ চালান ভারতীয় পেসাররা। অভিষেককারী স্যাম কনস্টাসের (Sam Konstas) মিডল স্টাম্প উপড়ে যেন ‘জবাব’ দিলেন বুমরাহ (Jasprit Bumrah)। খোয়াজা, স্টিভ স্মিথ’দের সাজঘরে ফেরান সিরাজ’ও। চলতি সিরিজে টিম ইন্ডিয়ার ত্রাস হয়ে ওঠা হেড (Travis Head) মেলবোর্নে চূড়ান্ত ব্যর্থ। প্রথম ইনিংসে করেছিলেন ০। দ্বিতীয় ইনিংসে ফিরলেন ১ রান করে। অ্যালেক্স ক্যারি, মিচেল মার্শদেরও দ্রুত সাজঘরে ফেরানোয় ব্যবস্থা করে ভারতীয় বোলিং। ব্যাগি গ্রিন বাহিনীর উপর চাপ বাড়তে পারত আরও, কিন্তু যশস্বীর ক্যাচ মিসের ‘হ্যাট্রিক’ খানিক সুবিধা করে দেয় তাদের।

Read More: টিম ইন্ডিয়ার ‘শক্তি’ হয়ে উঠেছেন গলার কাঁটা, শীঘ্রই দল থেকে পড়বেন বাদ !!

তিন’টি ক্যাচ একাই ছাড়লেন যশস্বী-

Yashasvi Jaiswal | IND vs AUS | Image: Getty Images
Yashasvi Jaiswal | IND vs AUS | Image: Getty Images

বক্সিং ডে টেস্টের (IND vs AUS) দ্বিতীয় দিনে রান-আউট হয়ে টিম ইন্ডিয়ার উপর চাপ বাড়িয়েছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। নন-স্ট্রাইকার কোহলির দিকে না তাকিয়েই রান নেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন। পরে আর ক্রিজে ফেরার উপায় ছিলো না তাঁর কাছে। ৮২ রানেই থামতে হয়েছিলো মুম্বইয়ের ক্রিকেটারকে। তাঁর আউট হওয়ার পরেই ছোটোখাটো ধস নামে ভারতীয় ইনিংসে। ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar) অর্ধশতরান ও নীতিশ কুমার রেড্ডি’র (Nitish Kumar Reddy) শতকের সৌজন্যে সেই ধাক্কা কোনোক্রমে সামলানো গিয়েছিলো। আজ অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস চলাকালীন ফের ‘ভিলেন’ হয়ে উঠলেন যশস্বীই। ফিল্ডিং-এ তাঁর গাফিলতি মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়ালো ভারতের জন্য। একাই তিন’টি ক্যাচ হাতছাড়া করেন ২৩ বর্ষীয় তারকা।

তৃতীয় ওভারেই ভারতকে প্রথম সাফল্য এনে দিতে পারতেন  জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। উসমান খোয়াজা’র (Usman Khawaja) ব্যাট ছুঁয়ে বল গিয়েছিলো যশস্বীর কাছে। সঠিক সময়ে প্রতিক্রিয়া দেখাতে পারেন নি তিনি। ফলত হাতছাড়া হয় সুযোগ। ৪০তম ওভারে আকাশ দীপের (Akash Deep) বলে ক্যাচ তুলে দিয়েছিলেন মার্নাস লাবুশেন (Marnus Labuschagne)। গালিতে সহজ ক্যাচ হাতছাড়া করেন যশস্বী। তখন ৪৬ রানে ব্যাটিং করছিলেন দক্ষিণ আফ্রিকাজাত অজি ব্যাটার। স্কোরবোর্ডে আরও ৩৪ রান যোগ করে শেষমেশ সাজঘরে ফেরেন তিনি। যশস্বীর ভুলের তালিকা শেষ হয় নি সেখানেই। ইনিংসের ৪৯তম ওভারে জাদেজার বলে রক্ষণাত্মক শট খেলতে গিয়ে ক্যাচ তুলে ফেলেছিলেন প্যাট কামিন্স (Pat Cummins)। সিলি পয়েন্টে দাঁড়ানো যশস্বী তালুবন্দী করতে পারেন নি তা।

যশস্বীর তিন ‘মিস’, দেখুন ছবি-

মেজাজ হারালেন রোহিত শর্মা-

Yashasvi Jaiswal | IND vs AUS | Image: Getty Images
Yashasvi Jaiswal | IND vs AUS | Image: Getty Images

প্রথম ইনিংস চলাকালীনই সিলি পয়েন্টে যশস্বীর (Yashasvi Jaiswal) ফিল্ডিং করার ধরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ব্যাটার শট খেলার আগেই উঠে পড়ছিলেন মুম্বইয়ের তরুণ। ধমক দিয়ে অধিনায়ক বলেন, “আরে জসসু তুই গলি ক্রিকেট খেলছিস নাকি? যতক্ষণ না শট খেলছে (ব্যাটার) ততক্ষণ একদম উঠবি না। বসে থাক নীচে।” অধিনায়কের সতর্কবাণীর পরেও নিজেকে শুধরে নেন নি যশস্বী। তারই ফল আজ ভুগতে হলো দল’কে। তৃতীয় ‘ভুলের’ পর মেজাজ হারাতে দেখা যায় খোদ রোহিত শর্মাকে (Rohit Sharma)। স্লিপ থেকেই যশস্বীকে রীতিমত তুলোধোনা করেন ভারত অধিনায়ক। বিরাট কোহলি’ও (Virat Kohli) এগিয়ে আসে আলাদা করে কথা বলেন তাঁর সাথে। কাঁধে হাত দিয়ে সাহস যোগান তরুণ সতীর্থকে।

Also Read: IND vs AUS 4th Test: “স্টুপিড…স্টুপিড…স্টুপিড…” ঋষভ পন্থের আউট নিয়ে বিস্ফোরক সুনীল গাওস্কর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *