ind-vs-aus-jadeja-targetted-by-aus-media

IND vs AUS: ভারত বনাম অস্ট্রেলিয়ার (IND vs AUS) চতুর্থ টেস্ট শুরু হতে বাকি এখনও বেশ কয়েকদিন। কিন্তু টিম ইন্ডিয়া মেলবোর্নে পা রাখার পর থেকেই অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের সাথে তাদের অঘোষিত এক দ্বৈরথ যেন শুরু হয়ে গিয়েছে। গতকাল বিমানবন্দরে কোহলির সন্তানদের ভিডিও তুলে বিতর্কে জড়িয়েছিলেন এক স্থানীয় মহিলা সাংবাদিক। রুষ্ট মহাতারকা তাঁর সাথে আলাদা ভাবে কথা বলেন। রীতিমত উত্তেজিত দেখিয়েছিলো তাঁকে। পরে অপেক্ষারত অন্যান্য সাংবাদিকদের উদ্দেশ্যেও বলেন, ”আমার সন্তানদের ব্যাপারে আমি একটু গোপনীয়তা আশা করি। আমার অনুমতি না নিয়ে আপনারা ভিডিও করতে পারেন না। ” বিরাটের (Virat Kohli) মেজাজ হারানোর পক্ষে-বিপক্ষে নানান মতামত জমা পড়ছিলো সোশ্যাল মিডিয়ায়। গতকালের ঘটনার রেশ কাটার আগেই অজি সংবাদমাধ্যমের সাথে ঝামেলায় জড়িয়ে পড়লেন রবীন্দ্র জাদেজাও।

Read More: “ঐদিকে তো বোম পড়বে…” ভারত-পাক সমস্যা মেটাতে অভিনব প্রস্তাব শেহজাদের, হাসির রোল নেটদুনিয়ায় !!

জাদেজার বিরুদ্ধে অভিযোগ অজি মিডিয়ার-

Ravindra Jadeja | IND vs AUS | Image: Getty Images
Ravindra Jadeja | Image: Getty Images

মেলবোর্নের মাঠে ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। আজ সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ভারতীয় সংবাদসংস্থাগুলির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সেখানে। সাথে ছিলেন অস্ট্রেলীয় সংবাদমাধ্যমগুলির প্রতিনিধিরাও। ভারতীয় সাংবাদিকদের করা প্রত্যেকটি প্রশ্নের উত্তর হিন্দিতে দেন তারকা অলরাউন্ডার। ভাষাগত সমস্যার কারণে তা বোধগম্য হয় নি অজি সাংবাদিকদের। তাঁদের মধ্যে একজন ইংরেজিতে প্রশ্ন করতে গেলে তাঁকে থামিয়ে দেন ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার। জানান , “সময় ফুরিয়ে গিয়েছে সাংবাদিক সম্মেলনের। দেখতেই পাচ্ছেন যে দলের বাকিরা অপেক্ষা করে রয়েছেন।” দ্রুত মাঠ ছাড়েন ‘মেন ইন ব্লু’র তারকা অলরাউন্ডার।

জাদেজা (Ravindra Jadeja) ইংরেজিতে কোনো প্রশ্নের জবাব না দেওয়ায় ক্ষুব্ধ হয়েছিলেন ঐ সাংবাদিক। তিনি কৈফিয়ত চান ভারতীয় দলের মিডিয়া ম্যানেজারের কাছে। জবাবে তিনি বলেন যে সাংবাদিক সম্মেলন কেবলমাত্র ভারতীয় সংবাদমাধ্যমের জন্যই আয়োজন করা হয়েছিলো। কিন্তু সহমত হতে পারেন নি সেই অজি সাংবাদিক। একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, “বিষয়টি অত্যন্ত হতাশাজনক।” 9NewsMelbourne তাদের ‘এক্স’ হ্যান্ডেলে এই ভিডিও প্রকাশ করার পরেই তা ছড়িয়ে পড়েছে ঝড়ের বেগে। ‘ইংরেজিই একমাত্র ভাষা নয়। সংবাদমাধ্যমের উচিৎ ছিলো হিন্দি জানেন এমন কাউকে ওখানে পাঠানো’ লিখেছেন একজন। ‘লিয়োনেল মেসি কি ইংরেজিতে সাক্ষাৎকার দেন? সংবাদমাধ্যমের দায়িত্ব কোনো ক্রীড়াবিদের বক্তব্যকে ভাষান্তর করে নেওয়া’ নিজের ফেসবুক প্রোফাইলে লিখেছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক বোরিয়া মজুমদার’ও।

দেখুন সেই বিতর্কিত ভিডিও-

উত্তেজনার আবহে শুরু হচ্ছে ম্যাচ-

IND vs AUS | Image: Getty Images
IND vs AUS | Image: Getty Images

অজি সংবাদমাধ্যমের তরফে এই বিতর্কের আবহ সৃষ্টি করে মেলবোর্নের মহাগুরুত্বপূর্ণ বক্সিং ডে টেস্টের (IND vs AUS) আগে টিম ইন্ডিয়ার ফোকাস নড়িয়ে দেওয়ারই প্রচেষ্টা চলছে কিনা তা নিয়ে সন্দিহান ক্রিকেটমহলের অনেকেই। তবে পরিস্থিতি যে ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে সে বিষয়ে সন্দেহ নেই কারও। এই আবহেই আগামী ২৬ তারিখ থেকে মাঠে নামছে দুই দল। গতকাল যে স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া, সেখানে নেই ন্যাথান ম্যাকস্যুইনি। তাঁর বদলে ওপেনার হিসেবে ডাক পেয়েছেন ১৯ বর্ষীয় স্যাম কনস্টাস (Sam Konstas)। প্রধানমন্ত্রী একাদশের হয়ে ভারতের বিরুদ্ধে একটি শতরান করেছিলেন তিনি। রদবদলের সম্ভাবনা টিম ইন্ডিয়ার একাদশেও। জানা গিয়েছে যে নীতিশ কুমার রেড্ডি’র জায়গায় একজন অতিরিক্ত বোলার খেলানো হতে পারে। শিকে ছেঁড়ার সম্ভাবনা ওয়াশিংটন সুন্দর বা প্রসিদ্ধ কৃষ্ণার ভাগ্যে।

Also Read: IND vs AUS 4th Test: ভালো খেলেও বাদ পড়ছেন নীতিশ রেড্ডি, মেলবোর্নে বদলে যাচ্ছে ভারতীয় একাদশ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *