IND vs AUS: সিডনি’র ‘মাস্ট উইন’ ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারলো না টিম ইন্ডিয়া (Team India)। হারতে হলো ৬ উইকেটের ব্যবধানে। এক দশক পর হাতছাড়া বর্ডার-গাওস্কর ট্রফি (BGT)। একইসাথে টানা তৃতীয় বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন’ও রয়ে গেলো অধরাই। ভারতকে হারিয়ে লর্ডসের টিকিট নিশ্চিত করে ফেললো অস্ট্রেলিয়া। আগামী ১১ থেকে ১৫ জুন লর্ডসের বাইশ গজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেতাব রক্ষার লড়াইতে নামতে চলেছেন প্যাট কামিন্স’রা (Pat Cummins)। এহেন অসহায় আত্মসমর্পণের কারণ কি? পর্যালোচনায় উঠে আসছে ব্যাটিং ব্যর্থতার বিষয়টিই। ‘মেন ইন ব্লু’র তারকাখচিত ব্যাটিং লাইন-আপ পুরোপুরি ব্যর্থ অস্ট্রেলিয়ার বিপক্ষে (IND vs AUS)। খানিক ব্যতিক্রম বলা যেতে পারে যশস্বী জয়সওয়ালকে। কিন্তু রোহিত, বিরাট (Virat Kohli), শুভমানদের নড়বড়ে লেগেছে সম্পূর্ণ সিরিজেই।
Read More: IND vs AUS 5th Test: “স্যান্ডপেপার নেই পকেটে…” উদ্ধত অজিদের ‘শিক্ষা’ দিলেন বিরাট কোহলি, ভাইরাল হলো ভিডিও !!
বিরাটদের প্রস্তুতি নিয়ে ক্ষুব্ধ ইরফান-
এবারের অস্ট্রেলিয়া সিরিজে (IND vs AUS) বড়সড় পরীক্ষা ছিলো বিরাট কোহলির (Virat Kohli) কাছে। ঘরের মাঠে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে বড় রান পান নি তিনি। ব্যাগি গ্রিন বাহিনীর বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারলে সমালোচকদের মুখ বন্ধ করতে পারতেন টিম ইন্ডিয়ার মহাতারকা। কিন্তু বাস্তবে দেখা গেলো সম্পূর্ণ উলটো ছবি। পার্থ-এ প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে করেন শতরান। এরপর একবারও ভরসা যোগাতে পারেন নি ব্যাট হাতে। নয়টি ইনিংসে আউট হয়েছেন আট বার। প্রত্যেকবারই অফস্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে ক্যাচ তুলে এসেছেন স্লিপ বা উইকেটরক্ষকের হাতে। দিনকয়েক আগে গ্রাফিক্সের সাহায্যে সঞ্জয় মঞ্জরেকর (Sanajay Manjrekar) বুঝিয়েছিলেন যে পূর্বে ফুল লেন্থ ডেলিভারিতে সমস্যা ছিলো কোহলির। বর্তমানে অফ স্টাম্পের বাইরে শর্ট পিচ ডেলিভারিও সামলাতে পারছেন না তিনি।
তিন দিনের মধ্যে সিডনি টেস্টে (IND vs AUS) ভারতের হারের পর কোহলির দিকে আঙুল তুললেন ইরফান পাঠান’ও (Irfan Pathan)। প্রস্তুতি যথেষ্ট ছিলো না। মনে করছেন তিনি। তাঁর সাফ কথা, “ভারতের সুপারস্টার সংস্কৃতির কোনো প্রয়োজন নেই। আমাদের দলকে প্রাধান্য দিতে হবে। শেষ কবে বিরাট কোহলি ঘরোয়া ক্রিকেট খেলেছেন?” সঞ্চালক যতীন সপ্রু জানান যে শেষবার ঘরোয়া ক্রিকেটের আঙিনায় বিরাটকে দেখা গিয়েছে ২০১২ সালে। ক্ষুব্ধ ইরফান (Irfan Pathan) এরপর বলেন, “…এক দশকের বেশী সময় হয়ে গিয়েছে। মহান শচীন তেন্ডুলকর’ও ওর (কোহলির) পর ঘরোয়া ক্রিকেট খেলেছেন, অবসরও নিয়েছেন। ওনার তো কোনো প্রয়োজন ছিলো না। তাও খেলতেন কারণ লম্বা সময় ক্রিজে থাকা, ফিল্ডিং করা, দ্বিতীয় ইনিংসে ফের মাঠে নামার বিষয়গুলি চর্চায় রাখতে চাইতেন।”
কোহলিকে আত্মসমীক্ষার পরামর্শ পাঠানের-
আক্রমণ অব্যাহত রেখেছেন ইরফান পাঠান (Irfan Pathan)। “রান বানানো নিয়ে ওকে (কোহলিকে) কি আর বলার আছে? কিন্তু ২০২৪ সালে ভারতের হয়ে প্রথম ইনিংসে ওর গড় ১৫। যদি পাঁচ বছরের পরিসংখ্যান খতিয়ে দেখা হয় তাহলে দেখা যাবে ব্যাটিং গড় ৩০’ও হয়। এমনটা কি টিম ইন্ডিয়ার প্রাপ্য? এর থেকে কোনো তরুণ তুর্কিকে লাগাতার সুযোগ দেওয়া হোক। তাঁকে বলা হোক যে তুমি তৈরি হও। ২৫-৩০’এর গড় তো সেও বজায় রাখবে। কারণ এখানে সর্বাধিক গুরুত্ব দলের পাওয়া উচিৎ। কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির নয়। আমি বিরাট কোহলিকে অপমান করছি না। ও অনেক রান করেছে দেশের হয়ে। কিন্তু একই ভুল বারবার করছে, সেটা শুধরে নেওয়ার চেষ্টাও করছে না,” বলতে শোনা গিয়েছে তাঁকে।
ভুল শুধরে নিতে বিশেষজ্ঞদের সাহায্য নিন কোহলি (Virat Kohli), চান ইরফান পাঠান। স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, “বিরাটের দুর্বলতার ব্যাপারে সানি স্যর (সুনীল গাওস্কর)’ও বলছিলেন। উনি তো মাঠেই থাকেন। কতক্ষণ সময় লাগবে ওনার সাথে কথা বলতে? বা অন্য কোনো মহান খেলোয়াড়ের সাথে আলোচনা করতে? তাঁদের জিজ্ঞেস করতে পারে ওর কি করা উচিৎ। ভুল শুধরে নিতে অনেক পরিশ্রম করতে হয়। সেই পরিশ্রমটা চোখেই পড়ে নি।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। শ্লেষের সুরে তাঁর মন্তব্য, “আমরা আর কে? আমরা ক্রিকেটের কিছু জানি না। আমরা খালি টাকার জন্য টিভিতে চিৎকার করি। আমাদের কথা শুনতে হবে না। আমরা কেউ না। এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দাও।”
দেখুন কি বলেছেন ইরফান-
Time to shift the spotlight! 🌟 #IrfanPathan calls for an end to the superstar culture, emphasizing the importance of building a strong team-first mentality in Indian cricket💬🇮🇳#AUSvINDOnStar #ToughestRivalry #WTC #WorldTestChampionship pic.twitter.com/YQ6TKJUXe4
— Star Sports (@StarSportsIndia) January 5, 2025
Also Read: IND vs AUS 5th Test: “আগাগোড়া বদল চাই…” অস্ট্রেলিয়াতে সিরিজ হার ভারতের, ক্ষোভ উগড়ে দিলো নেটমাধ্যম !!