IND vs AUS: মেলবোর্নের মাঠে লড়াই জারি টিম ইন্ডিয়ার (Team India)। গতকাল স্কোরবোর্ডে ছিলো ৫ উইকেটের বিনিময়ে ১৬৪ রান। আজ সকালে দ্রুত ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজার উইকেট হারায় ‘মেন ইন ব্লু।’ খাদের কিনারে পৌঁছে যাওয়া দলের হয়ে এরপর ঢাল হয়ে দাঁড়ান নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) ও ওয়াশিংটন সুন্দর। দক্ষিণ ভারতের দুই তরুণ অলরাউন্ডারের লম্বা পার্টনারশিপের সৌজন্যেই ঘুরে দাঁড়াতে সক্ষম হয় ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে আরও একটি অর্ধশতক এলো ওয়াশিংটনের ব্যাটে। কেরিয়ারের চতুর্থ টেস্টে প্রথমবারের জন্য তিন অঙ্কের মাইলস্টোন স্পর্শ করলেন নীতিশ কুমার রেড্ডি’ও। এমসিজিতে আজ ৭০ ওভার বোলিং করেছে অস্ট্রেলিয়া (IND vs AUS)। অল-আউট করতে পারে নি ভারতকে। বৃষ্টিতে নির্ধারিত সময়ের বেশ খানিকটা আগে আজ শেষ হয়েছে খেলা। দিনের শেষে ভারতের স্কোরবোর্ডে ৯ উইকেটের বিনিময়ে ৩৫৮।
Read More: IND vs AUS 4th Test: “ঐতিহাসিক এক ইনিংস…” দুর্ধর্ষ শতরান নীতিশ রেড্ডি’র, উচ্ছ্বাসে মাতোয়ারা সোশ্যাল মিডিয়া !!
মেলবোর্ন টেস্টে সাফল্যের সুযোগ রয়েছে ভারতের-
প্রথমে ব্যাটিং করে ৪৭৪ রান স্কোরবোর্ডে তুলে ছিলো অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নামা ভারত দ্বিতীয় দিনের শেষে প্রায় ধুঁকছিলো। পরাজয়ের কালো মেঘ ঘিরে ধরে ছিলো ভারতীয় শিবিরকে। মেলবোর্নে ম্যাচ খোয়ালে দশ বছর পর কেবল বর্ডার-গাওস্কর ট্রফি কেবল হাতছাড়া হত না, সাথে চুরমার হতে পারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল খেলার স্বপ্ন’ও। আজ নীতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দরের ব্যাট বাঁচিয়ে রাখলো সেই আশা। ওয়াশিংটন ৫০ করে ফিরেছেন সাজঘরে, কিন্তু ১০৫ রানে এখনও ক্রিজে রয়েছেন নীতিশ (Nitish Kumar Reddy)। কাল সকালে বিশাখাপত্তনমের অলরাউন্ডার চাইবেন দুই দলের মধ্যে দূরত্ব যতটা সম্ভব কমিয়ে আনা। ১০০ বা ১২০ রানের লিড নিয়েও যদি ব্যাটিং করতে নামে অজিরা, তারা অন্তত চতুর্থ দিনের পুরো সময়টাই ব্যাটিং করতে চাইবে। অন্তত ৩০০ বা ৩৫০-এর লক্ষ্য রাখতে চাইবে ভারতের সামনে।
পূর্বাভাস বলছে যে টেস্ট ম্যাচের চতুর্থ ও পঞ্চম দিন’ও হাল্কা বৃষ্টি হতে পারে মেলবোর্নে। আজকের মত ফের যদি সময় নষ্ট হয় ম্যাচের, তাহলে আশার প্রদীপ জ্বলবে ভারতীয় শিবিরেই। এই ম্যাচ অমীমাংসিত থাকলে যে পার্সেন্টেজ পয়েন্টস আসবে রোহিতদের (Rohit Sharma) ঝুলিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকা পাকিস্তানকে ঘরের মাঠে একটি ম্যাচে হারালেই টেস্ট শ্রেষ্ঠত্বের দোরগোড়ায় পৌঁছে যাবে। সেঞ্চুরিয়নে সেদিকেই অগ্রসর তেম্বা বাভুমারা। ভারতের মূল লড়াই এখন অস্ট্রেলিয়ার সাথেই। সেই কারণেই এমসিজি’র ফলাফলের গুরুত্ব অনেকখানি। জয় বা ড্র এগিয়ে দেবে ভারতকে। স্লো ওভার রেটের জন্যও সমস্যায় রয়েছে কামিন্সবাহিনী। যদি শাস্তিস্বরূপ পয়েন্ট কাটা যায় অস্ট্রেলিয়ার, তা বোনাস হতে পারে টিম ইন্ডিয়া’র জন্য।
এখনও মিলতে পারে ফাইনালের টিকিট-
অ্যাডিলেডের পরাজয় ও গাব্বার ড্রয়ের পর অনেকেই মনে করেছিলেন যে টিম ইন্ডিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) খেলার সম্ভাবনা শেষ। কিন্তু অঙ্কের হিসেবে বলছে এক নয়, বরং একাধিক পথে এখনও লর্ডসে পৌঁছতে পারে ‘মেন ইন ব্লু।’ যদি মেলবোর্ন টেস্ট ড্র করতে পারে ভারত এবং তারপর সিডনিতে বর্ডার-গাওস্কর ট্রফির শেষ টেস্ট জিতে সিরিজ ছিনিয়ে নেয় ২-১ ফলে তাহলে তাদের পার্সেন্টেজ পয়েন্টস দাঁড়াবে ৫৭.০১। টিম ইন্ডিয়াকে টপকে যেতে শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়ে সিরিজে ২-০ জিততে হবে অস্ট্রেলিয়াকে। যদি মেলবোর্ন এবং সিডনি, দুই টেস্টই ড্র হয়, সেক্ষেত্রে ভারতের পার্সেন্টেজ পয়েন্টস দাঁড়াবে ৫৩.৫০। ফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে অন্তত একটি ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততে হবে কামিন্সদের। গলের ঘূর্ণি পিচে প্রতিবেশী দেশের উপর ভরসা করতে হবে টিম ইন্ডিয়াকে।
মেলবোর্নে হেরেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল খেলতে পারে ভারত। কিন্তু সিডনি’র ম্যাচ তখন হয়ে দাঁড়াবে ‘মাস্ট উইন।’ ২-২ ফলে বর্ডার-গাওস্কর ট্রফি (IND vs AUS) ড্র হলে টিম ইন্ডিয়ার পার্সেন্টেজ পয়েন্টস হতে পারে ৫৫.২৬। তখন নজর রাখতে হবে আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি’র শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া সিরিজের দিকে। যদি প্যাট কামিন্সরা উপমহাদেশের মাঠে দু’টি ম্যাচই ড্র রাখতে সক্ষম হন অথবা জিতে যান একটি ম্যাচ, তাহলে স্বপ্নভঙ্গ হবে ভারতের। যদি লঙ্কানরা হোয়াইটওয়াশ করে ব্যাগি গ্রিন বাহিনীকে, তাহলে লর্ডসে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে রোহিত শর্মা’র দলই। তবে চলতি সিরিজ হেরে কোনো ভাবেই ফাইনাল খেলতে পারবে না টিম ইন্ডিয়া। ১-২ ফলে যদি শেষ হয় বর্ডার-গাওস্কর সিরিজ, তাহলে হোমগ্রাউন্ডেই ভারতকে পার্সেন্টেজ পয়েন্টসের নিরিখে টপকে যেতে পারে অস্ট্রেলিয়া।
বর্তমান WTC পয়েন্ট তালিকা-
Also Read: IND vs AUS 4th Test: “স্টুপিড…স্টুপিড…স্টুপিড…” ঋষভ পন্থের আউট নিয়ে বিস্ফোরক সুনীল গাওস্কর !!