IND vs AUS: পারথ্-এর অপটাস স্টেডিয়ামে আজ প্রথম টেস্টের লড়াইতে সম্মুখসমরে ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS)। রোহিত-হীন টিম ইন্ডিয়ার নেতৃত্ব সামলাচ্ছেন জসপ্রীত বুমরাহ। সকালে ভাগ্য সুপ্রসন্ন ছিলো তাঁর। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন তিনি। পরিসংখ্যান বলছিলো যে পারথ্-এর এই নতুন স্টেডিয়ামে প্রথম ইনিংসের গড় স্কোর ৪৫৬। কিন্তু তার ধারেকাছেও পৌঁছতে পারলেন না ভারতীয় ব্যাটাররা। ইনিংসের শুরুতেই কাঁপুনি ধরান মিচেল স্টার্ক (Mitchell Starc)। এরপর মিডল অর্ডারকে ভাঙেন জশ হ্যাজেলউড। কোহলি, জয়সওয়াল, দেবদত্ত পাডিক্কাল-ব্যর্থ সকলেই। আরও একবার লড়ার চেষ্টা করতে দেখা গেলো ঋষভ পন্থকে। কিন্তু ২০২০-২১ মরসুমে গাব্বা বা সিডনি’তে যেমন লম্বা ইনিংস খেলেছিলেন, আজ পারলেন না তা। অভিষেকে নজর কাড়লেন নীতিশ রেড্ডি (Nitish Kumar Reddy)। তাঁর মরিয়া প্রতিরোধ সত্ত্বেও ১৫০-এর বেশী এগোতে পারলো না ‘টিম ইন্ডিয়া।’
Read More: ‘বাপ কা বেটা’ বোঝালেন শেহবাগ পুত্র, দুর্দান্ত দ্বিশতরান আর্য্যবীরের ব্যাটে !!
বিপর্যস্ত ভারতীয় টপ-অর্ডার-
গতির বিরুদ্ধে আজ সকালে রীতিমত অসহায় দেখালো টিম ইন্ডিয়াকে (Team India)। ইনিংসের তৃতীয় ওভারেই প্রথম ধাক্কাটি দেন মিচেল স্টার্ক। বাম হাতি পেসারের বল যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) বাড়িয়ে দেওয়া ব্যাটের কোণ স্পর্শ করে জমা পড়ে নবাগত নাথান ম্যাকস্যুইনি’র (Nathan McSweeney) হাতে। খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হয় তাঁকে। পাঁচ রানের মাথায় প্রথম উইকেট হারায় টিম ইন্ডিয়া। এই বর্ডার-গাওস্কর ট্রফি (BGT) অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরাট কোহলির (Virat Kohli) জন্য। অনেকেই বলছেন যে অস্ট্রেলিয়ার মাটিতে ব্যর্থ হলে প্রশ্নচিহ্ন বসে যাবে তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের সামনেই। পারথ্-এর প্রথম ইনিংসে অবশ্য সেই প্রশ্নচিহ্নকে মুছে দিতে পারলেন না কোহলি। জশ হ্যাজেলউডের (Josh Hazlewood) বলে মাত্র ৫ করেই তিনি স্লিপে ধরা পড়েন উসমান খোয়াজার হাতে।
তিন নম্বরে শুভমান গিলের (Shubman Gill) বদলে আজ সুযোগ পেয়েছিলেন দেবদত্ত পাডিক্কাল (Devdutt Padikkal)। ভারত-এ’র জার্সিতে অস্ট্রেলিয়া-এ’র বিরুদ্ধে রান পাওয়ায় তাঁকে দেশে না পাঠিয়ে জুড়ে দেওয়া হয়েছিলো বর্ডার-গাওস্কর ট্রফির স্কোয়াডে। আজ পারথ্-এ ব্যর্থ তিনিও। ২৩ বল খেললেন ঠিকই, কিন্তু এক রান’ও এলো না তাঁর ব্যাট থেকে। জশ হ্যাজেলউডের ডেলিভারি দেবদত্তের ব্যাট স্পর্শ করে জমা পড়লো উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি’র (Alex Carey) দস্তানায়। আজ ওপেন করেছিলেন কে এল রাহুল (KL Rahul)। প্রথম সেশনে একমাত্র ইতিবাচক দেখাচ্ছিলো তাঁকেই। প্রতিরোধের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যের শিকার হলেন তিনি। তাঁর প্যাডে ব্যাট লেগেছিলো নাকি বল ও ব্যাটের সংযোগ হয়েছিলো তা নিয়ে দ্বিধাগ্রস্ত অনেকেই। ২৬ করে স্টার্কের (Mitchell Starc) শিকার হন তিনি।
পন্থ-নীতিশ ছাড়া ব্যর্থ সকলেই-
এই ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজেও যে তিনিই এক্স-ফ্যাক্টর হতে চলেছেন তা আজ বুঝিয়ে দিলেন ঋষভ পন্থ। স্টার্ক-কামিন্স-হ্যাজেলউডদের বিরুদ্ধে লড়াইয়ের প্রয়াস দেখা গেলো তাঁর ব্যাটেই। প্রিয় প্রতিপক্ষ নাথান লিয়ঁ’কে স্যুইপ করে বাউন্ডারি’ও হাঁকালেন। দিনের দ্বিতীয় সেশনে প্যাট কামিন্সের (Pat Cummins) শিকার হয়ে অবশেষে ফেরেন তিনি। করেন ৩৮। হতাশ করেন জুড়েল, ওয়াশিংটন’রা। অভিষেকে নজর কাড়লেন নীতিশ রেড্ডি’ও (Nitish Kumar Reddy)। কোহলি, যশস্বীদের ব্যর্থতার দিনে অভিষেককারী তরুণকে দেখা গেলো সাবলীল ভঙ্গিতে। পন্থ ফেরার পর তাঁর সাথে জুটি বাঁধার মত ছিলেন না কেউ। শেষমেশ ৪১ করে কামিন্সেরই শিকার হন তিনি। ২ উইকেট নিয়েছেন অজি অধিনায়ক। ২ টি সাফল্য মিচেল মার্শ ও মিচেল স্টার্কের। মাত্র ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে সফলতম বোলার জশ হ্যাজেলউড।