ind-vs-aus-ind-batting-woes-upset-fans

IND vs AUS: গাব্বায় বেসামাল টিম ইন্ডিয়া। গতকাল ট্র্যাভিস হেড ও স্টিভ স্মিথের জোড়া শতরান এক প্রকার স্টিম রোলার চালিয়ে দিয়েছিলো ভারতীয় বোলিং-এর উপর দিয়ে (IND vs AUS)। একমাত্র জসপ্রীত বুমরাহ ছাড়া ব্যর্থ হয়েছিলেন সকলেই। আজও দাপট ধরে রেখেছে অজি’রা। বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনের সকালে ঝড় তোলেন অ্যালেক্স ক্যারি। তাঁর ৭০ রানের ইনিংসের সৌজন্যে ৪৪৫ রান স্কোরবোর্ডে যোগ করতে সক্ষম হয় ব্যাগি গ্রিন বাহিনী। জবাবে ব্যাটিং করতে নামা ভারত’কে রীতিমত নড়বড়ে দেখালো ব্রিসবেনের বাইশ গজে। ইনিংসের প্রথম ডেলিভারিতে বাউন্ডারি হাঁকালেও দ্বিতীয় বলে স্টার্ককে ফ্লিক করতে গিয়ে মিচেল মার্শের হাতে ক্যাচ তুলে দেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। পার্‌থ-এ স্টার্ককে গতি নিয়ে খোঁচা দিয়েছিলেন তরুণ ওপেনার। তারপর বারবার স্টার্ককেই উইকেট উপহার দিয়ে কটাক্ষের মুখে পড়েছেন তিনি।

‘এত ধীরে বল আসছে যে যশস্বী দেখতেই পাচ্ছে না’ তীর্যক মন্তব্য এক ক্রিকেট অনুরাগীর। ‘এই জন্য যুদ্ধ শেষের আগে মুখ খুলতে হয় না’ লিখেছেন আরও একজন। তিনে নামা শুভমান গিলের (Shubman Gill) অবস্থাও তথৈবচ। মেঘলা দিনে মাত্র ১ করেই স্টার্কের (Mitchell Starc) বলে উইকেট খোয়ালেন তিনিও। ‘নাম বড়ে, দর্শন ছোটে’ তাঁকে কটাক্ষ করে লিখেছেন একজন। ‘এরা তো আসছে আর যাচ্ছে, এভাবে দল কি করে এগোবে?’ প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অন্য এক নেটিজেন। ব্রিসবেনের গ্যালারিতে ম্যাচের প্রথম দিন উপস্থিত ছিলেন সারা তেন্ডুলকর। সেই প্রসঙ্গ তুলে এনেও কেউ কেউ বিঁধেছেন শুভমানকে। অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দেওয়ার রোগ গাব্বাতেও সারিয়ে তুলতে পারলেন না বিরাট কোহলি (Virat Kohli)। আজ মাত্র ৩ রান করে হলে হ্যাজেলউডের শিকার। ক্যাচ দিয়ে বসেন অ্যালেক্স ক্যারির হাতে।

Read More: “এভাবে ধোঁকা দিও না…” তৃতীয় টেস্টে আবার ব্যার্থ কোহলি, সমাজ মাধ্যমে হলেন বিরাট ভাবে ট্রোল !!

নড়বড়ে ব্যাটিং নিয়ে জমছে ক্ষোভের পাহাড়-

IND vs AUS | Image: Getty Images
IND vs AUS | Image: Getty Images

‘বিরাটকে নিয়ে আর কিছু বলার নেই’ হতাশা স্পষ্ট হয়েছে এক নেটিজেনের মন্তব্যেই। ‘এই মাপের একজন খেলোয়াড় দিনের পর দিন একই ভুল করে যাবেন, আর শোধরানোরও চেষ্টা করবেন না, সেটা মানা যায় না’ চাঁচাছোলা ভাষায় উড়ে এসেছে সমালোচনা। ‘মেগাস্টারদের ইগো সামলাতে না পারলে কোচের ভূমিকাটা ঠিক কি?’ লিখেছেন আরও একজন। ‘এবার বাদ দেওয়া হোক। কোহলি এখন ফ্রি উইকেট হয়ে গিয়েছে প্রতিপক্ষের জন্য’ ক্ষুব্ধ তাঁর ভক্তদেরই একাংশ। ২০২১ সালে গাব্বার ত্রাতা হয়ে উঠেছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ৮৯* রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) এনে দিয়েছিলেন অনবদ্য জয়। কিন্তু আজ প্যাট কামিন্সের স্যুইং-এর সামনে হার মানলেন তিনিও। ক্যাচ তুলে দেন অ্যালেক্স ক্যারির হাতে। ‘রোজই কি আর মিরাক্‌ল’ হয়?’ আক্ষেপের সুরে লিখেছেন এক অনুরাগী।

বৃষ্টিতে বন্ধ রয়েছে খেলা। আপাতত স্কোরবোর্ডে ৪৮। ভারত খুইয়ে বসেছে ৪ উইকেট। ক্রিজে রয়েছেন কে এল রাহুল (KL Rahul_। বাকিদের ‘আয়ারাম গয়ারাম’ দশা হলেও বেশ জমাট দেখাচ্ছে কর্ণাটকের ক্রিকেটারকে। ৩০ রানে অপরাজিত তিনি। অন্য প্রান্তে রোহিত শর্মা (Rohit Sharma)। পিঠ বাঁচাতে হলে বড় ইনিংস খেলতে হবে দুজনকেই। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে সেই আশা দেখছেন না নেটিজেনদের অধিকাংশই। বরং অনেকেই প্রস্তুত হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) ইনিংসের ব্যবধানে হার দেখতে। এই টেস্টে পরাজিত হলে ভারতের সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার রাস্তা আরও অনেকটা কঠিন হয়ে পড়বে। যেভাবে সুবিধাজনক জায়গা থেকে ফাইনালের টিকিট হাতছাড়া করার পথে দল, তাতে ক্ষোভের আগ্নেয়গিরি ফেটে পড়েছে ট্যুইটারে।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IND vs AUS 3rd Test: “দিশাহীন দেখাচ্ছে রোহিতকে…” জমছে সমালোচনার পাহাড়, বিঁধলেন কুম্বলেও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *