IND vs AUS: গাব্বায় বেসামাল টিম ইন্ডিয়া। গতকাল ট্র্যাভিস হেড ও স্টিভ স্মিথের জোড়া শতরান এক প্রকার স্টিম রোলার চালিয়ে দিয়েছিলো ভারতীয় বোলিং-এর উপর দিয়ে (IND vs AUS)। একমাত্র জসপ্রীত বুমরাহ ছাড়া ব্যর্থ হয়েছিলেন সকলেই। আজও দাপট ধরে রেখেছে অজি’রা। বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনের সকালে ঝড় তোলেন অ্যালেক্স ক্যারি। তাঁর ৭০ রানের ইনিংসের সৌজন্যে ৪৪৫ রান স্কোরবোর্ডে যোগ করতে সক্ষম হয় ব্যাগি গ্রিন বাহিনী। জবাবে ব্যাটিং করতে নামা ভারত’কে রীতিমত নড়বড়ে দেখালো ব্রিসবেনের বাইশ গজে। ইনিংসের প্রথম ডেলিভারিতে বাউন্ডারি হাঁকালেও দ্বিতীয় বলে স্টার্ককে ফ্লিক করতে গিয়ে মিচেল মার্শের হাতে ক্যাচ তুলে দেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। পার্থ-এ স্টার্ককে গতি নিয়ে খোঁচা দিয়েছিলেন তরুণ ওপেনার। তারপর বারবার স্টার্ককেই উইকেট উপহার দিয়ে কটাক্ষের মুখে পড়েছেন তিনি।
‘এত ধীরে বল আসছে যে যশস্বী দেখতেই পাচ্ছে না’ তীর্যক মন্তব্য এক ক্রিকেট অনুরাগীর। ‘এই জন্য যুদ্ধ শেষের আগে মুখ খুলতে হয় না’ লিখেছেন আরও একজন। তিনে নামা শুভমান গিলের (Shubman Gill) অবস্থাও তথৈবচ। মেঘলা দিনে মাত্র ১ করেই স্টার্কের (Mitchell Starc) বলে উইকেট খোয়ালেন তিনিও। ‘নাম বড়ে, দর্শন ছোটে’ তাঁকে কটাক্ষ করে লিখেছেন একজন। ‘এরা তো আসছে আর যাচ্ছে, এভাবে দল কি করে এগোবে?’ প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অন্য এক নেটিজেন। ব্রিসবেনের গ্যালারিতে ম্যাচের প্রথম দিন উপস্থিত ছিলেন সারা তেন্ডুলকর। সেই প্রসঙ্গ তুলে এনেও কেউ কেউ বিঁধেছেন শুভমানকে। অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দেওয়ার রোগ গাব্বাতেও সারিয়ে তুলতে পারলেন না বিরাট কোহলি (Virat Kohli)। আজ মাত্র ৩ রান করে হলে হ্যাজেলউডের শিকার। ক্যাচ দিয়ে বসেন অ্যালেক্স ক্যারির হাতে।
Read More: “এভাবে ধোঁকা দিও না…” তৃতীয় টেস্টে আবার ব্যার্থ কোহলি, সমাজ মাধ্যমে হলেন বিরাট ভাবে ট্রোল !!
নড়বড়ে ব্যাটিং নিয়ে জমছে ক্ষোভের পাহাড়-
‘বিরাটকে নিয়ে আর কিছু বলার নেই’ হতাশা স্পষ্ট হয়েছে এক নেটিজেনের মন্তব্যেই। ‘এই মাপের একজন খেলোয়াড় দিনের পর দিন একই ভুল করে যাবেন, আর শোধরানোরও চেষ্টা করবেন না, সেটা মানা যায় না’ চাঁচাছোলা ভাষায় উড়ে এসেছে সমালোচনা। ‘মেগাস্টারদের ইগো সামলাতে না পারলে কোচের ভূমিকাটা ঠিক কি?’ লিখেছেন আরও একজন। ‘এবার বাদ দেওয়া হোক। কোহলি এখন ফ্রি উইকেট হয়ে গিয়েছে প্রতিপক্ষের জন্য’ ক্ষুব্ধ তাঁর ভক্তদেরই একাংশ। ২০২১ সালে গাব্বার ত্রাতা হয়ে উঠেছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ৮৯* রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) এনে দিয়েছিলেন অনবদ্য জয়। কিন্তু আজ প্যাট কামিন্সের স্যুইং-এর সামনে হার মানলেন তিনিও। ক্যাচ তুলে দেন অ্যালেক্স ক্যারির হাতে। ‘রোজই কি আর মিরাক্ল’ হয়?’ আক্ষেপের সুরে লিখেছেন এক অনুরাগী।
বৃষ্টিতে বন্ধ রয়েছে খেলা। আপাতত স্কোরবোর্ডে ৪৮। ভারত খুইয়ে বসেছে ৪ উইকেট। ক্রিজে রয়েছেন কে এল রাহুল (KL Rahul_। বাকিদের ‘আয়ারাম গয়ারাম’ দশা হলেও বেশ জমাট দেখাচ্ছে কর্ণাটকের ক্রিকেটারকে। ৩০ রানে অপরাজিত তিনি। অন্য প্রান্তে রোহিত শর্মা (Rohit Sharma)। পিঠ বাঁচাতে হলে বড় ইনিংস খেলতে হবে দুজনকেই। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে সেই আশা দেখছেন না নেটিজেনদের অধিকাংশই। বরং অনেকেই প্রস্তুত হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) ইনিংসের ব্যবধানে হার দেখতে। এই টেস্টে পরাজিত হলে ভারতের সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার রাস্তা আরও অনেকটা কঠিন হয়ে পড়বে। যেভাবে সুবিধাজনক জায়গা থেকে ফাইনালের টিকিট হাতছাড়া করার পথে দল, তাতে ক্ষোভের আগ্নেয়গিরি ফেটে পড়েছে ট্যুইটারে।
দেখুন ট্যুইট চিত্র-
A guy more than 80 centuries cant play the ball outside off stump? He’s a sitting duck. Same was the case when India toured Eng. Another player is Gill…never seen him scoring runs apart from when he plays in Ahmedabad. #INDvsAUS
— Aditya (@Aadityaas25) December 16, 2024
If Ajinkya Rahane and Pujara are pariahs, then who all have the right to play in this team? Clearly Virat and Rohit have passed their sale by date in test. One century here and there proves nothing. #INDvsAUS
— Rana. (@bladeit) December 16, 2024
Again, it’s up to Nitish Reddy and Jadeja to help India reach at least 250 to avoid follow on. #INDvsAUS #BorderGavaskarTrophy
— Projit Dasgupta (@dasgupta_projit) December 16, 2024
Yeh @ShubmanGill jaise over hyped players ko bahar karo aur aache talent ko khilao @BCCI @imAagarkar #BGT #INDvsAUS
— mayur chaudhary 🇮🇳 (@mayuchaudhary) December 16, 2024
Joker Kohli trying to enter in fab 4 #INDvsAUS pic.twitter.com/X5G1MGBymV
— Shiv Rajawat🇮🇳 (@_SSRajawat) December 16, 2024
There’s a reason why Sachin is seen as the greatest..not because of his records..but for him remaining an absolute servant of the game… learning and adapting at every phase of his career… From 16-40 years… Kohli at least needs to learn from his hero!! #INDvsAUS #ViratKohli
— siddhaarth mahan (@siddhaarthmahan) December 16, 2024
Even if #Jaiswal don’t get much runs in another 2 matches he is safe bcz he used the opportunity in first match very well meanwhile Gill threw his wicket after scoring 31 nd getting comfortable ,could have used that opportunity to get atleast a 50.#INDVsAUS
— Shreyaa (@myprofilemypov) December 16, 2024
One of the most confident batsman in this series Kl Rahul he’s looking so good on the other side wickets were falling but he took the charge and standing strongly against tough bowling🔥💯#INDvsAUS #KLRahul #BGT2024 pic.twitter.com/ltSpC1CBLp
— Yash k_335 (@335Yash) December 16, 2024
Retire karao yaar is Kohli aur Sharma Ko….nhii dekha jaara bhayyii ab#INDvsAUS
— Prajul Chauhan (@thedyngphoenix) December 16, 2024
A loss at Gabba is inevitable if it doesn’t rain over the next two days. And going by the form of the batters, a loss in Melbourne and Sydney is a definite possibility. So, if we have to lose, why not give our bench a chance? Maybe we will see some intent. #INDvsAUS #BGT
— Yathartha Sharma (@shree_maan) December 16, 2024
The Indian Cricket team are like those sarkari babus who just come to office to mark their attendance!#Retire #INDvsAUS
— Shashank Tiwari (@shashank_zip) December 16, 2024
Will not be surprised if Bumrah is seen practising hard with the bat in the nets, ahead of the remaining matches in the series #INDvsAUS
— Vidya S (@vidyasharada) December 16, 2024