ind-vs-aus-icc-penalizes-virat-kohli

IND vs AUS: প্রথম দিনেই উত্তপ্ত বক্সিং ডে টেস্ট। মেলবোর্নের সবুজ ঘাসে অভিষেককারী স্যাম কনস্টাসের (Sam Konstas) সাথে রীতিমত ধাক্কাধাক্কি হয় বিরাট কোহলির (Virat Kohli)। ক্রিজের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাচ্ছিলেন তরুণ ব্যাটার। পিছন থেকে হেঁটে আসছিলেন ভারতীয় সুপারস্টার। তাঁর কাঁধের সাথে সংঘর্ষ হয় কনস্টাসের। ঘুরে দাঁড়িয়ে কিছু বলেন তিনি। পালটা দেন বিরাট’ও। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগে হস্তক্ষেপ করেন আম্পায়াররা। কনস্টাসের ওপেনিং পার্টনার উসমান খোয়াজাকেও (Usman Khawaja) দেখা যায় মধ্যস্থতা করতে। মাঠের বাইরে সুদূরপ্রসারী প্রভাব পড়েছে এই অনভিপ্রেত ঘটনার। দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে ক্রিকেটমহল। কেউ দাঁড়িয়েছেন কোহলি’র পাশে, আবার অপর পক্ষের সমর্থন পাচ্ছেন স্যাম কনস্টাস’ই। নিজেদের অবস্থান স্পষ্ট করেছে আইসিসি’ও। তারা কাঠগড়ায় তুলেছে কোহলিকেই।

Read More: IND vs AUS: “এবারের পিচগুলো…” ব্যাটিং ব্যর্থতার দায় বাইশ গজের উপর চাপালেন বিরাট কোহলি !!

কোহলির সাজা ঘোষণা আইসিসি’র-

Virat Kohli and Sam Konstas | IND vs AUS | Image: Getty Images
Virat Kohli and Sam Konstas | IND vs AUS | Image: Getty Images

মেলবোর্নে পা রাখার পর থেকে অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের নিশানায় ছিলো ভারতীয় ক্রিকেট দল (Team India)। আজ স্যাম কনস্টাসের সাথে বিরাট কোহলির (Virat Kohli) বাগ্‌বিতণ্ডার ঘটনায় ভেঙে গিয়েছে যাবতীয় আগল। সরাসরি আক্রমণ শানিয়েছে তারা। অভিষেককারী তরুণের সাথে যে আচরণ করেছেন কোহলি, তার তীব্র নিন্দায় সরব অনেকেই। ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন রিকি পন্টিং (Ricky Ponting)। প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়কও নিশানা করেছেন বিরাটকে। “দেখুন, বিরাটই বিষয়টা শুরু করেছে। আমার মনে এই নিয়ে কোনো দ্বিধা নেই।” “কনস্টাস নিজের পথে হাঁটছিলো। বিরাটের দিকে তাকিয়ে দেখুন। ও রাস্তা বদলে এসেছে। বিরাট সর্বকালের সেরাদের একজন। অভিজ্ঞতাও প্রচুর। ঘটনার দিকে ফিরে তাকিয়ে ও নিশ্চয়ই প্রশ্ন করবে নিজেকে, ‘এটা কেন করলাম?’” জানিয়েছিলেন মাইকেল ভন (Michael Vaughan)।

কোহলি-কনস্টাস (Sam Konstas) দ্বন্দ্ব যে এসেছে আইসিসি’র রেডারে, তা বোঝা গেলো প্রথম দিনের খেলা শেষ হওয়ার পরেই। দ্রুত ভারতীয় মহাতারকার শাস্তি ঘোষণা করেছে সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের (Andy Pycroft) রিপোর্তের ভিত্তিতে বিরাটের (Virat Kohli) বিরুদ্ধে লেভেল ১ অপরাধে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। শাস্তিস্বরূপ ভারতীয় মহাতারকা পাচ্ছেন একটি ডিমেরিট পয়েন্ট। এছাড়া ম্যাচ ফি’র ২০ শতাংশ’ও কাটা যাবে তাঁর। অস্ট্রেলীয় ক্রিকেটমহলের একাংশ আসন্ন সিডনি টেস্টে (IND vs AUS) তাঁকে নির্বাসিত করার দাবী তুলছিলেন। কিন্তু আপাতত সেই পথে হাঁটার কথা ভাবে নি আইসিসি। সিডনিতে খেলবেন তিনি। কোহলির (Virat Kohli) সাথে কথার লড়াইতে জড়িয়েছিলেন কনস্টাস’ও। কিন্তু কোনো শাস্তি পাচ্ছেন না বছর উনিশের তরুণ।

দেখুন ঘটনার ভিডিও-

কোহলিকে ক্লিনচিট দিলেন কনস্টাস-

Sam Konstas | IND vs AUS | Image: Getty Images
Sam Konstas | IND vs AUS | Image: Getty Images

প্রধানমন্ত্রী একাদশের হয়ে ভারতের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে শতরান করেছিলেন স্যাম কনস্টাস (Sam Konstas)। চতুর্থ ও পঞ্চম টেস্টের দলে তাঁকে জায়গা করে দেন নির্বাচকেরা। নাথান ম্যাকস্যুইনির বদলে বক্সিং ডে টেস্টে অভিষেক হয়েছে উনিশ বছরের তরুণের। টেস্ট ক্রিকেটার হিসেবে প্রথম দিনেই জড়িয়ে পড়েছেন বিতর্কে। খেলা শেষে এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কনস্টাস। কার্যত ক্লিনচিটই দিয়েছেন বিরাটকে (Virat Kohli)। তিনি বলেন, “সেই মুহূর্তে আমি নিজের গ্লাভস বদলাচ্ছিলাম। হঠাৎ’ই কোহলি ভুলবশত আমায় ধাক্কা মারে। এটাই ক্রিকেট। এখানে টেনশন রয়েছে। কিন্তু আমি নিজের উপর ভরসা রেখেছি। প্রতিটা বলেই সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।” বিতর্কের মধ্যেও ব্যাট হাতে জাত চিনিয়েছেন কনস্টাস (Sam Konstas)। কেরিয়ারের প্রথম টেস্ট ইনিংসে মাত্র ৬৫ বলে করেন ৬০ রান।

Also Read: IND vs AUS 4th Test: “কঠিন একটা দিন…” ছড়ি ঘোরালো অজি ব্যাটিং, হেডের শূন্যেই সান্ত্বনা খুঁজছে সোশ্যাল মিডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *