IND vs AUS 4th Test: পন্থ’কে ফিরিয়ে ‘অশ্লীল’ উদ্‌যাপন ট্র্যাভিস হেডের, প্রকাশ্যে এলো নেপথ্য কাহিনী !! 1

IND vs AUS: ব্রিসবেনে ত্রাতা হয়ে দাঁড়িয়েছিলো বৃষ্টি। বেকায়দায় পড়ার পরেও ম্যাচ (IND vs AUS) ড্র করতে সক্ষম হয়েছিলো টিম ইন্ডিয়া। কিন্তু মেলবোর্নে আর শেষরক্ষা করতে পারলেন না রোহিত-কোহলিরা। ১৮৪ রানের বিরাট ব্যবধানে হেরেই মাঠ ছাড়তে হলো তাঁদের। পঞ্চম দিনের সকালে দ্রুত নাথান লিয়ঁ’কে ফেরান জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ভারতের জন্য চতুর্থ ইনিংসে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৪০ রানের। আক্রমণাত্মক ক্রিকেট খেলে জয়ের জন্য ঝাঁপাবে দল? নাকি বেছে নেবে নিরাপদ ড্রয়ের রাস্তা? ইনিংসের বিরতিতে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিলো ক্রিকেটমহলে। কিছুক্ষণের মধ্যেই অবশ্য মেলে উত্তর। শুরুতেই রোহিত শর্মা, কে এল রাহুল ও বিরাট কোহলি সাজঘরে ফেরায় ড্রয়ের জন্য রক্ষণাত্মক খেলা ছাড়া উপায় ছিলো না ‘মেন ইন ব্লু’র সামনে। প্রতিরোধের চেষ্টা চালান যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থ (Rishabh Pant)। কিন্তু যথেষ্ট হয় নি তাও।

Read More: IND vs AUS 4th Test: “আঙুল উঠুক এবার…” মেলবোর্নে হার ভারতের, কোহলি-রোহিতদের আক্রমণ সোশ্যাল মিডিয়ার !!

হেডের সেলিব্রেশন নিয়ে চলছে চর্চা-

Travis Head's Celebration | IND vs AUS | Image: Getty Images
Travis Head’s Celebration | IND vs AUS | Image: Getty Images

দ্বিতীয় সেশনে অস্ট্রেলিয়ার আক্রমণের বিরুদ্ধে (IND vs AUS) ঢাল হয়ে দাঁড়াতে সক্ষম হয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant) ও যশস্বী জয়সওয়াল। কিন্তু ছন্দপতন ঘটে চা পানের বিরতির ঠিক পরেই। স্লো ওভার রেট থেকে বাঁচতে ট্র্যাভিস হেডের (Travis Head) হাতে বল তুলে দিয়েছিলেন প্যাট কামিন্স। বাজিমাত করেন তিনিই। পন্থের জন্য শর্ট বলের ফাঁদ পাতেন অফব্রেক বোলার। পুলের আমন্ত্রণ এড়াতে না পেরে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক-ব্যাটার। তাঁর অনিয়ন্ত্রিত শট তালুবন্দী করেন লং অনে দাঁড়ানো মিচেল মার্শ। ঋষভ সাজঘরে ফিরতেই ধস নামে ‘মেন ইন ব্লু’ ইনিংসে। ২ করে স্কট বোল্যান্ডের শিকার হন রবীন্দ্র জাদেজা। ১ রান করে নাথান লিয়ঁ’কে উইকেট উপহার দেন নীতিশ কুমার রেড্ডি। একটা সময় ভারতীয় স্কোরবোর্ড দেখাচ্ছিলো ১১২/৩। ১৫৫তে অল-আউট হয়ে যায় তারা।

ঋষভ পন্থের (Rishabh Pant) উইকেট নেওয়ার পর ট্র্যাভিস হেডের (Travis Head) সেলিব্রেশন নজর কেড়ে নিয়েছে ক্রিকেটদুনিয়ার। বাম হাত মুঠো করে তার মধ্যে ডান হাতের তর্জনী প্রবেশ করিয়ে গ্যালারির দিকে অঙ্গভঙ্গি করতে দেখা গিয়েছিলো অস্ট্রেলীয় অলরাউন্ডারকে। তাঁর এই সেলিব্রেশন দেখে বেশ ‘অশ্লীল’ই মনে হয়েছিলো সকলের। ভারত বা ভারতীয় দলের দিকে ‘অশ্লীল’ ইঙ্গিত করেছেন হেড, উঠতে থাকে অভিযোগ। যদিও কিছুক্ষণের মধ্যে সামনে আসে সত্যিটা। হেডের (Travis Head) সেলিব্রেশনের পর্দাফাঁস করেন চ্যানেল সেভেনের ধারাভাষ্যকার জেমস ব্রেশ্‌ (James Breshaw)। বছর দুয়েক আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৭ বলের মধ্যে ১০ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছিলেন অজি তারকা। সেই পারফর্ম্যান্স মনে করানোর উদ্দেশ্যেই আজ ট্র্যাভিস হেডের এই উদ্‌যাপন, জানিয়েছেন ব্রেশ্‌।

উদ্‌যাপনের ব্যাখ্যা দিলেন ধারাভাষ্যকার-

Travis Head | IND vs AUS | Image: Getty Images
Travis Head | IND vs AUS | Image: Getty Images

ধারাভাষ্যকার ব্রেশ্‌ (James Breshaw) জানান, “২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭ বলের মধ্যে ১০ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছিলো ট্র্যাভিস হেড। তখন ও বলেছিলো, ‘আই হ্যাড টু পুট দ্য ডিজিট অন আইস।’ আজকের সেলিব্রেশনটাও সেই ইঙ্গিতই বহন করছে। ও বোঝাতে চেয়েছে, ‘আমি ওকে (ঋষভকে) আউট করেছি। এবার  বরফের মধ্যে রাখবো।” বাম হাতের মুঠোয় ডান হাতের তর্জনী প্রবেশ করানো আদতে কোনো অশ্লীল ইঙ্গিত নয়, বরং বরফে ভরা গ্লাসের মধ্যে নিজের ‘উত্তপ্ত’ আঙুল রাখারই চিহ্ন বলে জানিয়েছেন অস্ট্রেলীয় ধারাভাষ্যকার। চ্যানেল সেভেনের তরফে হেডের (Travis Head) একটি পুরনো সোশ্যাল মিডিয়া পোস্টের স্ক্রিনশট’ও দেখানো হয়। সেখানেও গ্লাস ভর্তি বরফে আঙুল রেখে এই ক্যাপশনই দিয়েছিলেন অজি অলরাউন্ডার।

দেখে নিন সেলিব্রেশনের নেপথ্য কাহিনী-

Also Read: IND vs AUS 4th Test: আম্পায়ারের ‘ভুলের’ শিকার জয়সওয়াল, আউটের সিদ্ধান্ত নিয়ে দ্বিধাবিভক্ত ক্রিকেটদুনিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *