IND vs AUS: ২২ তারিখ অর্থাৎ শুক্রবার শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) টেস্ট সিরিজ। পারথ্-এর অপটাস স্টেডিয়ামে সম্মুখসমরে নামার আগে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে দুই শিবিরই। গত সাত বছর অজিদের বিপক্ষে বর্ডার-গাওস্কর ট্রফিতে অপরাজিত থাকলেও সিরিজ শুরুর আগে ব্যাকফুটে ভারতীয় দলই। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটইওয়াশ হওয়ার গ্লানি বইতে হচ্ছে ক্রিকেটারদের। অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) দলের সাথে যান নি দ্বিতীয় সন্তানের জন্মের কারণে। মনে করা হচ্ছে প্রথম টেস্টে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ। আঙুলের চোটে ছিটকে গিয়েছেন শুভমান গিল’ও (Shubman Gill)। হয়ত অনভিজ্ঞ দেবদত্ত পাডিক্কাল বা অভিমন্যু ঈশ্বরণ খেলবেন বিকল্প হিসেবে। এই জটিল পরিস্থিতিতে টিম ম্যানেজমেন্টের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন ট্র্যাভিস হেড (Travis Head)।
Read More: IPL 2025: শুধুমাত্র দিল্লী নয়. শ্রেয়স আইয়ারকে দলে সামিল করতে ব্যাঙ্ক ব্যালান্স খালি করবে এই ফ্র্যাঞ্চাইজি !!
ধ্বংসযজ্ঞ হেডের, চিন্তিত ভারত-
ভারতের বিরুদ্ধে (IND vs AUS) বরাবরই ‘ভিলেন’ হয়ে উঠতে দেখা গিয়েছে ট্র্যাভিস হেড’কে (Travis Head)। অস্ট্রেলিয়ার বাম হাতি ব্যাটার গত বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অনবদ্য শতরান করে চাপে ফেলে দিয়েছিলেন রোহিত শর্মা’র দল’কে। ফেভারিট হিসেবে মাঠে নেমেও ওভালে খেতাব হাতছাড়া হয়েছিলো ‘মেন ইন ব্লু।’ হেড’ই হয়েছিলেন ম্যাচের সেরা। একই দৃশ্য দেখা গিয়েছিলো আহমেদাবাদের ওডিআই বিশ্বকাপ ফাইনালেও। অল্প রানের পুঁজি নিয়েও বল হাতে লড়াই শুরু করেছিলো ভারত। তুলে নিয়েছিলো তিনটি উইকেট। কিন্তু মার্নাস লাবুশেনকে (Marnus Labuschagne) সাথে নিয়ে ঢাল হয়ে দাঁড়ান হেড। আরও একটি শতরান করে খেতাব কেড়ে নিয়ে যান ভারতের হাতের মুঠো থেকে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত ৯২ হাজার দর্শকের সম্মিলিত চিৎকার থেমে গিয়েছিলো হেডের একটি ইনিংসের সৌজন্যেই।
এবার টেস্ট সিরিজেও (IND vs AUS) কি তিনিই ত্রাস হয়ে উঠবেন ‘মেন ইন ব্লু’র জন্য? অস্ট্রেলিয়ার অনুশীলনের ভিডিও সামনে আসার পর সেই আশঙ্কাই ক্রমশ জাঁকিয়ে বসছে সমর্থকদের মনে। দেখা গিয়েছে নেটে রক্ষণাত্মক শট নয়, বরং আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন হেড (Travis Head)। পেসারদের ডেলিভারি মিড উইকেট, স্কোয়্যার লেগের উপর দিয়ে উড়িয়ে দিচ্ছেন অবলীলায়। কখনও কাট মারছেন পয়েন্টের উপর দিয়ে। তাঁর ব্যাট থেকে দেখা গিয়েছে দুর্ধর্ষ সব কভার ড্রাইভ’ও। এমনকি স্টেপ আউট করে লং অনের উপর দিয়ে ছক্কা হাঁকানোর প্রস্তুতিও সেরে রাখছেন তিনি। পারথ্, অ্যাডিলেড, ব্রিসবেন, মেলবোর্ন বা সিডনির বাইশ গজে বুমরাহ (Jasprit Bumrah), সিরাজ, আকাশ দীপদের বিপক্ষেও তিনি যদি এমন ব্যাটিং করেন, তাহলে টিম ইন্ডিয়ার জন্য যে সমূহ বিপদ অপেক্ষা করে আছে তা বলাই বাহুল্য।
দেখুন সেই ভিডিও-
T20 nhi Test khelna hai bc 😭 pic.twitter.com/kkUtk6kJfb
— Ritik ✍🏻 (@smith___49) November 19, 2024
কোহলি’কে হুঁশিয়ারি লাবুশেনের-
ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) দ্বৈরথ শুরু হতে বাকি এখনও বেশ কয়েকদিন। কিন্তু মাঠের বাইরের লড়াই শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। মাসখানেক আগে একটি সাক্ষাৎকারে স্পিনার নাথান লিয়ঁ বলেছিলেন যে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ হবে টিম ইন্ডিয়া। এবার সুপারস্টার বিরাট কোহলিকে মনস্তাত্বিক চাপে ফেলার কৌশল নিলেন মার্নাস লাবুশেন। ব্যাটিং-এর পাশাপাশি লেগস্পিন ছেড়ে এখন মিডিয়াম পেস বোলিং করেন তিনি। একটি সাক্ষাৎকারে লাবুশেন (Marnus Labuschagne) বিরাট কোহলিকে বাউন্সার দেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। “১৩৫ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বোলিং করতে চাই” সংযোজন তাঁর। সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতা অর্জন করতে হলে ৪-০ জিততে হবে টিম ইন্ডিয়াকে। সেইদিকে না তাকিয়ে স্রেফ সিরিজ জেতার চেষ্টা করুক টিম ইন্ডিয়া, পরামর্শ সুনীল গাওস্করের।