ind-vs-aus-head-doubtful-for-4th-test

IND vs AUS: গাব্বা টেস্টে তিনটি বড়সড় ধাক্কা খেতে হলো অস্ট্রেলিয়াকে। প্যাট কামিন্সের দলের সামনে সুযোগ ছিলো ভারতকে হারিয়ে সিরিজে (IND vs AUS) ২-১ এগিয়ে যাওয়ার। কিন্তু বৃষ্টির বাধার মুখে পড়ে সেই স্বপ্ন পূরণ হয় নি আর। শেষমেশ সন্তুষ্ট থাকতে হয়েছে ড্রতেই। এছাড়া চোট-আঘাতের সমস্যা ডুবিয়েছে তাদের। আহত ক্যামেরন গ্রিন’কে (Cameron Green) এমনিতেই পাচ্ছে না ব্যাগি গ্রিন বাহিনী। তার উপর সমস্যা অনেক গুণ বেড়েছিলো পেস তারকা জশ হ্যাজেলউড (Josh Hazlewood) পায়ের কাফ মাসলে চোট পাওয়ায়। মঙ্গলবার সকালে ওয়ার্ম আপের সময় আঘাত পান তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে সম্পূর্ণ সিরিজেই আর মাঠে নামতে পারবেন না তিনি। সঙ্কটের কালো মেঘ ঘনীভূত হয়েছে বুধবার’ও। ব্রিসবেন টেস্টের শেষ দিনে সামনে এসেছে ছন্দে থাকা ট্র্যাভিস হেডের (Travis Head) আহত হওয়ার খবর।

Read More: আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন রবিচন্দ্রন অশ্বিন, ১৪ বছরের ক্যারিয়ারে পড়লো তালা !!

দুর্ধর্ষ ফর্মে রয়েছেন ট্র্যাভিস হেড-

Travis Head | IND vs AUS | Image: Getty Images
Travis Head | IND vs AUS | Image: Getty Images

বিপক্ষের নাম ভারত হলেই যেন জ্বলে ওঠেন ট্র্যাভিস হেড (Travis Head)। গত দুই বছরে বারবার অজি তারকার আগুনে ব্যাটিং-এ ঝলসে যেতে হয়েছে টিম ইন্ডিয়াকে (Team India)। ২০২৩-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে তাঁর অসামান্য ইনিংস খেতাব কেড়ে নিয়ে গিয়েছিলো কোহলি-রোহিতদের হাতের মুঠো থেকে। ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালেও ‘মেন ইন ব্লু’র ত্রাস হয়ে উঠেছিলেন তিনিই। আরও একবার শতরান করে ভেঙেছিলেন একশ কোটি মানুষের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন। চলতি ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজেও দুরন্ত ব্যাটিং করছেন তিনি। ধারাভাষ্যের মাইক হাতে রবি শাস্ত্রীকেও (Ravi Shastri) বলতে শোনা গিয়েছে যে, “হেড ভারতের কাছে হেডেক (মাথাব্যথা) হয়ে দাঁড়িয়েছে।”

পার্‌থ-এ বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্টে অস্ট্রেলিয়া হারলেও চতুর্থ ইনিংসে লড়াকু ৮৯ রান করেন ট্র্যাভিস হেড (Travis Head) । অ্যাডিলেডে তাঁর অনবদ্য ১৪০-এ ভর করেই জয় ছিনিয়ে নেয় ব্যাগি গ্রিন বাহিনী। পিঙ্ক বল টেস্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ শতরানের মালিক হিসেবে রেকর্ড বইয়ের পাতায় নাম তুলে ফেলেন তিনি। এরপর গাব্বার বাইশ গজেও দেখা গিয়েছে হেড (Travis Head) হারিকেন। প্রথম ইনিংসে সিরাজ (Mohammed Siraj), আকাশ দীপদের (Akash Deep) নিয়ে রীতিমত ছেলেখেলা করে তিনি তোলেন ১৫২ রান। স্টিভ স্মিথের সাথে তাঁর জুটি খাদের কিনারে ঠেলে দিয়েছিলো ভারতীয় দল’কে। বৃষ্টিবিঘ্নিত টেস্ট ড্র হলেও ম্যাচের সেরার পুরষ্কার পান হেড’ই (Travis Head)। চলতি সিরিজে এই নিয়ে দ্বিতীয় বার সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন তিনি।

বক্সিং ডে টেস্টে নেই হেড ?

Travis Head | Image: Getty Images
Travis Head | Image: Getty Images

গোটা সিরিজ (IND vs AUS) জুড়েই ট্র্যাভিস হেড’কে (Travis Head) রোখার দাওয়াই খুঁজে চলেছে ভারতের বোলিং বিভাগ। তিন টেস্টের পাঁচ ইনিংসে ৮১.৮০ গড়ে তাঁর মোট রান সংখ্যা ৪০৯। বক্সিং ডে টেস্টেও ব্যাগি গ্রিন বাহিনীর প্রধান অস্ত্র হতে পারতেন তিনিই। কিন্তু চোট-আঘাত বাধা হয়ে দাঁড়াতে পারে তাঁর মাঠে নামার ক্ষেত্রে। সংবাদসংস্থা ক্রিকবাজ সূত্রে জানা গিয়েছে যে গাব্বায় কুঁচকিতে চোট পেয়েছেন হেড (Travis Head)। ফলে মেলবোর্নে তাঁর মাঠে নামা নিয়ে দেখা গিয়েছে সংশয়। ম্যাচ শুরু হতে এখনও অন্তত আট দিন সময় রয়েছে। তাঁর মধ্যে যদি অবস্থার উন্নতি হয় তাহলে অবশ্যই একাদশে থাকবেন বাম হাতি ব্যাটার। কিন্তু যদি চোট না সারে, সেক্ষেত্রে বিকল্পের খোঁজ করতে হবে অস্ট্রেলিয়াকে। জশ ইংলিস (Josh Inglis) বা স্যাম কনস্টাস’কে (Sam Konstas) হেডের বদলি হিসেবে ভাবা হতে পারে।

Also Read: IND vs AUS 3rd Test: গাব্বার উত্তেজনায় জল ঢাললো বৃষ্টি, অমীমাংসিতই থাকলো তৃতীয় টেস্ট ম্যাচ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *