IND vs AUS: বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনের শেষে সমস্যায় টিম ইন্ডিয়া (IND vs AUS)। স্টিভ স্মিথের অনবদ্য শতরান ও প্যাট কামিন্সের কার্যকরী ৪৯ রানের সুবাদে প্রথম ইনিংসে ৪৭৪ রান স্কোরবোর্ডে যোগ করতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নামা ভারত উইকেট হারায় দ্বিতীয় ওভারেই। আউট হন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তিনে নামা কে এল রাহুল’ও বোল্ড হন চা পানের বিরতির ঠিক আগে। এরপর বিরাট কোহলি ও যশস্বী জয়সওয়ালের ব্যাটে ঘুরে দাঁড়ানোয় চেষ্টায় ছিলো ‘মেন ইন ব্লু।’ কিন্তু যশস্বী রান-আউট হতেই যেন খুলে যায় উইকেটের লক-গেট। বিরাট কোহলি ও নৈশপ্রহরী হিসেবে নামা আকাশ দীপ ফেরেন অল্প সময়ের ব্যবধানে। দিনের শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৬৪। এখনও তারা পিছিয়ে ৩১০ রানে। হতশ্রী পারফর্ম্যান্সের দায় এড়াতে পারেন না অধিনায়ক, বলছে ক্রিকেটমহল।
Read More: IND vs AUS 4th Test: “কয়েক মিনিটেই খেল খতম…” দ্বিতীয় দিনেই ব্যাকফুটে ভারত, হতাশার পাহাড় জমেছে নেটদুনিয়ায় !!
রোহিত’কে নিশানা করলেন ম্যাথু হেডেন-
অ্যাডিলেড ও ব্রিসবেনে মিডল অর্ডারে ব্যাটিং করেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু রান পান নি। তাঁর ব্যাট থেকে এসেছিলো যথাক্রমে ৩, ৬ ও ১০। ছন্দ ফিরে পেতে নিজেকে ওপেনিং-এ তুলে আনেন আজ। কিন্তু তাতেও ভাগ্য ফেরে নি তাঁর। প্যাট কামিন্সের (Pat Cummins) নির্বিষ ডেলিভারিতে পুল শট মারতে গিয়ে উইকেট উপহার দিয়ে আসেন। করেন সেই ৩ রান’ই। এমনিতেই তাঁর দল নির্বাচন, বোলিং পরিবর্তন ও শরীরী ভাষা নিয়ে প্রশ্ন উঠেছিলো ক্রিকেট বিশেষজ্ঞমহলে। তারপর আজ তাঁর ব্যাটিং-এর হতশ্রী দশা জন্ম দিয়েছে ক্ষোভের। প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং (Ricky Ponting) রোহিতকে ‘অলস’ বলতেও দ্বিধা করেন নি। সমালোচনায় মুখর হয়েছেন ভারতীয় প্রাক্তনী সঞ্জয় মঞ্জরেকর।
রোহিতের পারফর্ম্যান্সে খুশি নন ম্যাথু হেডেন’ও (Matthew Hayden)। মত অস্ট্রেলীয় প্রাক্তনী জানিয়েছেন, “আমি যদি বিসিসিআই হতাম, তাহলে রোহিত শর্মাকে এই মুহূর্তে দল থেকে বাদ দিতাম। হয় জসপ্রীত বুমরাহ না হয় কে এল রাহুলকে অধিনায়কের দায়িত্ব দিতাম। রোহিতকে একটানা খেলিয়ে যাওয়া টিম ইন্ডিয়ার জন্য সমস্যার হয়ে দাঁড়িয়েছে।” একা হেডেন নয়। প্রশ্ন তুলেছেন প্রাক্তন জাতীয় নির্বাচক এমএসকে প্রসাদ’ও (MSK Prasad)। আজ ধারাভাষ্য দেওয়ার সময় তিনি বলেন, “নিউজিল্যান্ড সিরিজেও রোহিত কোনো রান করতে পারে নি। সেই টানা ব্যর্থতার বোঝা কাঁধে নিয়ে মাঠে নেমেছে। তার প্রতিফলন দেখা গিয়েছে ওর নেতৃত্বেও। কোনো উদ্যম চোখে পড়ে নি। সিরাজ-বুমরাহকে টানা ১১ ওভার বোলিং করিয়েছে। গোটা সিরিজ জুড়েই বিষয়গুলো চোখে পড়েছে।”
বেনজির ব্যাটিং ব্যর্থতার শিকার রোহিত-
চলতি বছরের গোড়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs AUS) রাজকোট ও ধর্মশালায় দু’টি শতরান করেছিলেন রোহিত শর্মা। এরপর এক বারও লাল বলের ফর্ম্যাটে তিন অঙ্কের রানের ধারেকাছেও পৌঁছতে পারেন নি তিনি। বেঙ্গালুরুতে কিউইদের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে করা ৫২ ছাড়া কোনো উল্লেখযোগ্য রান আসে নি তাঁর ব্যাট থেকে। শেষ ১৫ টেস্ট ইনিংসে অর্ধশতক’ও ঐ একটিই। অফ ফর্মের অন্ধকারে ডুবে থাকা রোহিত ২০২৪ ক্যালেঞ্জডার বর্ষে ১৪টি টেস্ট ম্যাচ খেলেছেন। ২৫ ইনিংসে তাঁর ঝুলিতে কেবল ৬১০ রান। ব্যাটিং গড় ২৫.৪১ রান। টি-২০ বিশ্বকাপ জয়ের পর ক্ষুদ্রতম ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন তিনি। ভারত যদি আগামী বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালের যোগ্যতা অর্জন করতে না পারে তাহলে রোহিতের (Rohit Sharma) আদৌ টেস্ট কেরিয়ার দীর্ঘায়িত করার প্রয়োজন রয়েছে কিনা তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।
Also Read: IND vs AUS 4th Test: “একাই ডুবিয়ে এলো…” আশা জাগিয়েও ব্যর্থ বিরাট, জোড়া ধাক্কায় মাথায় হাত নেটজনতার !!