IND vs AUS: ব্রিসবেনের বাইশ গজে বেকায়দায় টিম ইন্ডিয়া (Team India)। আজ সকালে অ্যালেক্স ক্যারির (Alex Carey) ৭০ রানের ইনিংসের সুবাদে অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছিলো ৪৪৫ রানে। জবাবে ব্যাট করতে নামা ভারত হালে পানি পায় নি স্টার্ক, কামিন্স, হ্যাজেলউডদের বিরুদ্ধে (IND vs AUS)। অ্যাডিলেডে ইনিংসের প্রথম বলে আউট হয়েছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ব্রিসবেনে বাউন্ডারি মেরে শুরুটা করলেও দ্বিতীয় বলেই ফ্লিক মেরে ক্যাচ তুলে দেন মিচেল মার্শের হাতে। শুভমান’ও ১ রান করেই উইকেট উপহার দিয়ে এলেন স্টার্ক’কে (Mitchell Starc)। কঠিন পরিস্থিতিতে দেশের মান রাখতে ব্যর্থ বিরাট কোহলি (Virat Kohli) বা ঋষভ পন্থ’ও। যথাক্রমে হ্যাজেলউড ও কামিন্সের শিকার হন তাঁরা। বৃষ্টিবিঘ্নিত দিনের শেষে ভারতের স্কোর ৫১/৪। নিতান্ত মিরাক্ল ছাড়া এই ম্যাচে ভারতের জয়ের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
Read More: বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সমাপ্ত হলো ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় দিনের ম্যাচ, চার উইকেট হারিয়ে ব্যাকফুটে টিম ইন্ডিয়া !!
আবারও ফাঁদে পা দিলেন কোহলি-
ব্রিসবেনের বাইশ গজে হতাশ করলেন বিরাট কোহলি (Virat Kohli)। যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল (Shubman Gill) দ্রুত আউট হওয়ার পর ক্রিজে পা রেখেছিলেন অভিজ্ঞ তারকা। ডুবতে থাকা ভারতীয় ব্যাটিং-কে উদ্ধার করার ভার ছিলো তাঁর উপরে। কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন না তিনি। পার্থ বা অ্যাডিলেডে যেভাবে অফস্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে স্লিপ বা উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে এসেছিলেন, আজও ঠিক একই ভাবে উইকেট উপহার দেন জশ হ্যাজেলউডকে (Josh Hazlewood)। অজি ফাস্ট বোলার প্রায় সপ্তম বা অষ্টম স্টাম্পের লাইনে করেছিলেন ডেলিভারিটি। অহেতুক কভার ড্রাইভ মারতে গিয়ে বিপদ ডেকে আনেন বিরাট (Virat Kohli)। তাঁর ব্যাটের কোণায় লেগে বল জমা পড়ে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির নিরাপদ দস্তানায়। ৩ রান করেই সাজঘরে ফিরতে হয় ভারতীয় মহাতারকাকে।
চলতি অস্ট্রেলিয়া সফরে (IND vs AUS) পাঁচ ইনিংস খেলে এই নিয়ে চার বার আউট হলেন তিনি। প্রত্যেকবারই অফস্টাম্পের বাইরের লাইনে বল রেখেই সাফল্য ছিনিয়ে নিয়ে গিয়েছেন স্টার্ক-হ্যাজেলউড’রা (Josh Hazlewood)। যেভাবে এই সমস্যা বছরের পর বছর ভুগিয়ে আসছে বিরাটকে (Virat Kohli), তাকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। চ্যানেল সেভেনে ধারাভাষ্য দেওয়ার সময় সুনীল গাওস্কর বলেছেন, “চতুর্থ স্টাম্পের লাইনে বল থাকলেও না হয় আমি বুঝতাম (এই শটের প্রয়োজনীয়তা রয়েছে)। কিন্তু এটা সপ্তম বা অষ্টম স্টাম্পে ছিলো। কোনো দরকারই ছিলো না মারার। ও(কোহলি) নিশ্চয় খুব হতাশ হবে।” বিরাটের (Virat Kohli) ব্যর্থতার দায় অনেকাংশেই বর্তায় দলের ব্যাটিং কোচের দিকে। এক ট্যুইটবার্তায় লিখেছেন প্রাক্তনী সঞ্জয় মঞ্জরেকর’ও (Sanjay Manjrekar)।
সমস্যার নেপথ্য কারণ খুঁজলেন হেডেন-
চলতি ক্যালেন্ডার বর্ষে ৯টি টেস্ট ম্যাচ খেলে কেবল ৩৭৬ রান করেছেন কোহলি (Virat Kohli)। ব্যাটিং গড় মাত্র ২৫.০৬। পার্থ-এর ১০০* রানের ইনিংসটি বাদ গেলে আরও হতশ্রী দেখাবে পরিসংখ্যান। সেরা ছন্দের ধারেকাছেও নেই তিনি। এই মুহূর্তে কোহলির জন্য ‘অ্যাকিলিসের গোড়ালি’ যে এই অফস্টাম্পের বাইরের লাইন, তা বোঝা যাচ্ছে প্রতিটি ম্যাচেই। আধুনিক ক্রিকেটের শ্রেষ্ঠতম ব্যাটার ঠিক কোন কারণে এই একটি জায়গাতেই সমস্যায় পড়ছেন তা নিয়ে চলছে বিস্তর কাটাছেঁড়া। ধারাভাষ্য দেওয়ার ফাঁকে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথু হেডেন (Matthew Hayden)। বিরাট ব্যর্থতার ময়নাতদন্তের পর তিনি বলেছেন, “বিরাটের টেকনিক বা দক্ষতার কোনো সমস্যা নেই। আমার মনে হয় যে ওর সমস্যাটা আসলে মানসিক।” সাফল্য পেতে গেলে এই প্রতিবন্ধকতা ভারতীয় মহাতারকাকে অতিক্রম করতে হবে বলেই মতামত তাঁর।