IND vs AUS 4th Test: রোহিতের পর শুভমানকে নিয়েও দুশ্চিন্তা, মেলবোর্নে চাপ বাড়ছে ভারতের উপর !! 1

IND vs AUS: ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজের প্রথম তিনটি টেস্টে দেখা গিয়েছে তিনটি ভিন্ন রকমের ফলাফল। প্রথমটিতে জয় পেয়েছে টিম ইন্ডিয়া (Team India)। দ্বিতীয়টিতে জিতে সমতা ফিরিয়েছিলো ব্যাগি গ্রিন বাহিনী। আর তিন নম্বর ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিত ভাবে। বৃষ্টির প্রকোপে কোনো পক্ষই জয়ের মুখ দেখতে পারে নি। মেলবোর্নের চতুর্থ লড়াইতে কি হবে ফলাফল তা জানতে মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমী জনতা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে যাওয়ার আকাঙ্ক্ষা জিইয়ে রাখার উদ্দেশ্যে এই ম্যাচে জয় একান্ত প্রয়োজন ভারতের। অন্যদিকে এক দশক পর বর্ডার-গাওস্কর ট্রফি (BGT) পুনরুদ্ধারের লক্ষ্যে সর্বস্ব দিয়ে ঝাঁপাতে প্রস্তুত অজি শিবিরও। ‘মেন ইন ব্লু’র উপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে তারা। মাঠের বাইরের সমস্যার সাথে যুক্ত হয়েছে চোট-আঘাতের চিন্তাও।

Read More: ৬, ৬, ৬, ৪, ৪, ৪…ঝলসে উঠলো চেতেশ্বর পূজারার ব্যাট, খেললেন ৩৫২ রানের ইনিংস !!

অনুশীলনে চোট পেলেন রোহিত-

Rohit Sharma | Image: Twitter
Rohit Sharma | Image: Twitter

রবিবার সকালে অনুশীলন চলাকালীন আহত হলেন রোহিত শর্মা (Rohit Sharma)। নেটে ব্যাটিং করছিলেন ভারত অধিনায়ক। তাঁর বাম হাঁটুতে চোট লাগে। ঘটনার পরে ব্যাটিং চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন রোহিত। কিন্তু কিছুক্ষণের মধ্যেই নেট ছাড়তে হয় তাঁকে। যন্ত্রণাক্লিষ্ট মুখে বেশ কিছুক্ষণ আইসপ্যাক লাগিয়ে বসে ছিলেন চেয়ারে। রোহিতের (Rohit Sharma) চোট অবশ্য গুরুতর নয়, যা স্বস্তি যুগিয়েছে ভারতীয় শিবিরকে। অনুশীলনের দ্বিতীয় পর্বে আইসপ্যাক ছাড়াই চলাফেরা করতে দেখা গিয়েছে অধিনায়ককে। শরীরী ভাষাতেও যন্ত্রণার কোনো ছাপ চোখে পড়ে নি। আজ আর নেটে ব্যাট হাতে প্রবেশ করেন নি তিনি। কিন্তু উপস্থিত ছিলেন সম্পূর্ণ প্র্যাক্টিস সেশনে। চলতি সিরিজের (IND vs AUS) দুটি টেস্টে মিডল অর্ডারে খেলেছেন হিটম্যান। মেলবোর্নে কোথায় খেলবেন তা এখনও নিশ্চিত নয়।

শুভমানের হেয়ার স্টাইল নিয়ে প্রশ্ন-

Shubman Gill | Image: Getty Images
Shubman Gill | Image: Getty Images

চলতি সিরিজটা (IND vs AUS) ভালো কাটছে না শুভমান গিলের। আঙুলের চোটে খেলতে পারেন নি পার্‌থ-এর প্রথম টেস্ট ম্যাচটি। অ্যাডিলেড ও গাব্বাতে সুযোগ পেলেও বড় রানের মুখ দেখেন নি তরুণ তুর্কি। স্যুইং সামলাতে গিয়ে নাজেহাল হতে দেখা গিয়েছে তাঁকে। বিদেশের মাঠে তাঁর পারফর্ম্যান্সের দিকে আঙুল তুলতে শুরু করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। মেলবোর্নের মাঠে তাঁদের ভুল প্রমাণ করার পরীক্ষা শুভমানের (Shubman Gill) সামনে। এমসিজি’র অনুশীলন শিবিরে সংবাদমাধ্যমের নজর তিনি। ব্যাটিং নয়, ফোকাসে তাঁর হেয়ারস্টাইল। নেটমাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে যে বেশ লম্বা চুল রেখেছেন তিনি। বিরাটের মত মেলবোর্নে হেয়ারস্টাইল বদলানো উচিৎ ছিলো তাঁর, বলছেন অনুরাগীদের একাংশ। কেউ কেউ আবার চান কে এল রাহুলের মতই লম্বা চুল রাখুন শুভমান (Shubman Gill)।

অনুশীলনে শুভমান, দেখুন ছবি-

সংবাদমাধ্যমের রোষে কোহলি-জাদেজা-

Ravindra Jadeja | IND vs AUS | Image: Twitter
Ravindra Jadeja | Image: Twitter

মেলবোর্নে পা রাখার পর থেকেই একের পর এক সমস্যায় জর্জরিত ভারতীয় ক্রিকেট দল। গত পরশু বিমানবন্দরে এক মহিলা সাংবাদিকের সাথে বচসায় জড়ান বিরাট কোহলি (Virat Kohli)। অনুমতি ছাড়াই কোহলির সন্তানদের ছবি তোলার চেষ্টা করছিলেন ঐ সাংবাদিক। তাঁর সাথে বেশ কিছুক্ষণ উত্তপ্ত বাক্য বিনিময় চলে ভারতীয় মহাতারকার। পরে উপস্থিত অন্য সাংবাদিকদেরও বিরাট জানান, “আমার সন্তানদের ব্যাপারে আমি আপনাদের থেকে একটু গোপনীয়তা প্রত্যাশা করি। আপনারা অনুমতি ছাড়া ছবি তুলতে পারেন না।” গতকাল মেলবোর্নের মাঠে জাদেজাকে (Ravindra Jadeja) নিয়েও শুরু হয় বিতর্কের আরেক অধ্যায়। ইংরেজিতে অস্ট্রেলীয় সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দেওয়ার অভিযোগ ওঠে ভারতীয় অলরাউন্ডারের উপর। বিষয়গুলিকে কেবল চাপ বাড়ানোর কৌশল বলেই মনে করছে দেশের ক্রিকেটমহল।

Also Read: CT 2025: হাইব্রিড মডেলেই মিললো রফাসূত্র, প্রকাশ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *