IND vs AUS 2nd Test: দ্বিতীয় টেস্টে শক্তি বাড়ছে টিম ইন্ডিয়া’র, একাদশে ফিরছেন দুই মহাতারকা !! 1

IND vs AUS: নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হওয়ার পর অস্ট্রেলিয়ার মাটিতে ভারতকে নিয়ে বিশেষ আশার আলো দেখেন নি অধিকাংশ বিশেষজ্ঞই। বর্ডার-গাওস্কর ট্রফি (BGT) শুরুর আগে অনেকেই ৩-০ বা ৪-০ ফলাফলের ভবিষ্যদ্বাণী করেছিলেন ব্যাগি গ্রিন বাহিনীর পক্ষে। অজি অফস্পিনার নাথান লিয়ঁ (Nathan Lyon) একটি পডকাস্ট অনুষ্ঠানে জানিয়েছিলেন যে ‘মেন ইন ব্লু’কে ৫-০ হারাতে চান তাঁরা। যাবতীয় ভবিষ্যদ্বাণী অবশ্য মিথ্যা প্রমাণিত হয়েছে সিরিজের (IND vs AUS) প্রথম টেস্টের পরেই। পার্‌থের যে অপটাস স্টেডিয়াম এতদিন অস্ট্রেলিয়ার শক্ত ঘাঁটি ছিলো, সেখানে ২৯৫ রানের ব্যবধানে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। বুমরাহ বিক্রমের কোনো জবাবই দিতে পারেন নি স্মিথ-লাবুশেনরা (Marnus Labuschagne)। রোহিত ছিলেন না, মাঠে নামতে পারেন নি শুভমান’ও। তা সত্ত্বেও জয় আটকায় নি ভারতের।

Read More: নেতৃত্বে থাকছেন রিঙ্কু, জায়গা হলো না রাহানের, হার্ষিত-রাসেলদের নিয়ে তৈরি হলো KKR’র এর সেরা একাদশ !!

অ্যাডিলেডে ফিরছেন শুভমান-রোহিত-

Rohit Sharma and Shubman Gill | IND vs AUS | Image: Getty Images
Rohit Sharma and Shubman Gill | IND vs AUS | Image: Getty Images

পার্‌থ-এর অনবদ্য জয়ের পর এবার অ্যাডিলেডের পিঙ্ক বল চ্যালেঞ্জের সামনে ভারতীয় দল (Team India)। ৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট ম্যাচটি (IND vs AUS)। গত অস্ট্রেলিয়া সফরে এই মাঠেই গোলাপি বলের সামনে ধসে গিয়েছিলো ব্যাটিং। ৩৬ রানের মধ্যে গুটিয়ে গিয়েছিলো ইনিংস। সেই কলঙ্কের দাগ মোছার চ্যালেঞ্জ নিয়ে এবার মাঠে নামছে ‘মেন ইন ব্লু।’ লড়াই শুরুর আগে ফুরফুরে মেজাজে ভারতীয় শিবির। শক্তি বাড়ছে তাদের। দ্বিতীয় সন্তানের জন্মের কারণে পার্‌থ টেস্টে ছুটি নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। নেতৃত্ব দেন বুমরাহ। কিন্তু অ্যাডিলেডে ফিরছেন তিনি। ২৪ নভেম্বর তিনি পা রেখেছেন অস্ট্রেলিয়ার মাটিতে। শুরু করে দিয়েছিলেন অনুশীলন’ও। যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) সাথে ওপেন করবেন তিনিই।

একাদশে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন শুভমান গিল’ও (Shubman Gill)। ওয়াকায় আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচ চলাকালীন স্লিপে ফিল্ডিং করতে গিয়ে বলের আঘাত লাগে বাম হাতের বুড়ো আঙুলে। এক্স-রে’তে চিড় ধরা পড়ায় ছিটকে যান তিনি।  বদলি হিসেবে দেবদত্ত পাডিক্কালকে (Devdutt Padikkal) সুযোগ দেয় টিম ম্যানেজমেন্ট। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন শুভমান (Shubman Gill)। ইতিমধ্যে ব্যাট হাতে শুরু করে দিয়েছেন অনুশীলন’ও। রোহিত ও শুভমানের প্রত্যাবর্তনের ফলে একাদশের বাইরে যাচ্ছেন ধ্রুব জুড়েল (Dhruv Jurel) ও দেবদত্ত পাডিক্কাল। অপটাস স্টেডিয়ামে ওপেনার হিসেবে খেলে নজর কেড়েছিলেন কে এল রাহুল (KL Rahul)। কিন্তু অধিনায়ক রোহিতকে জায়গা করে দিতে ব্যাটিং পজিশন বদলাচ্ছে তাঁর। সম্ভবত খেলবেন ছয় নম্বরে।

অস্ট্রেলিয়া পাচ্ছে না হ্যাজেলউডকে-

Josh Hazlewood | IND vs AUS | Image: Getty Images
Josh Hazlewood | IND vs AUS | Image: Getty Images

০-১ পিছিয়ে থাকা অস্ট্রেলিয়ার উপর চাপ বেড়েছে অ্যাডিলেড টেস্টের (IND vs AUS) আগে। প্রথম ম্যাচের সেরা পারফর্মার জশ হ্যাজেলড’কে (Josh Hazlewood) পাচ্ছে না তারা। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে ‘লো-গ্রেড সাইড স্ট্রেন’-এর কারণে খেলতে পারবেন না ডান হাতি তারকা বোলার। ২০১৫ সালের সিডনি টেস্টের পর এই প্রথম ঘরের মাঠে স্টার্ক-কামিন্স-হ্যাজেলউড-লিয়ঁ বোলিং চতুর্ভুজকে ভারতের বিরুদ্ধে পাচ্ছে না অস্ট্রেলিয়া। বিকল্প হিসেবে স্কোয়াডে জুড়ে দেওয়া হয়েছে শন অ্যাবট (Sean Abbott) ও ব্রেন্ডন ডগেটকে (Brendan Doggett)। তবে তাঁদের অভিষেকের সম্ভাবনা খুবই ক্ষীণ। বিশেষজ্ঞমহলের ধারণা যে তৃতীয় পেসার হিসেবে খেলতে পারেন স্কট বোল্যান্ড (Scott Boland)। গত বছর লিডসে শেষ টেস্ট খেলেছেন তিনি। ভারত বনাম অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের ওয়ার্ম-আপ ম্যাচেও খেলার কথা তাঁর।

Also Read: IND vs AUS 1st Test: “বলে জোর’ই নেই…” স্টার্কের খিল্লি ওড়ালেন যশস্বী, স্লেজিং-এ সরগরম পারথ্‌ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *