ind-vs-aus-gill-omission-under-scanner
IND vs AUS | Image: Getty Images

IND vs AUS: মেলবোর্নের মাঠে আজ থেকে শুরু হয়েছে বক্সিং ডে টেস্ট। মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS)। ধুন্ধুমার ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম তিনটি টেস্ট ম্যাচে চার পেস বিকল্প ও একজন স্পিনার নিয়ে মাঠে নেমেছিলো টিম ইন্ডিয়া (Team India)। এমসিজিতে স্ট্র্যাটেজি বদলেছেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। চার পেসারের ভাবনা থেকে সরেন নি তিনি। কিন্তু বাড়তি একজন ব্যাটার বয়ে না বেরিয়ে একাদশে যুক্ত করা হয়েছে অতিরিক্ত একজন স্পিনার। রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin) অবসর নিয়েছেন। সদ্য সুযোগ পাওয়া তনুষ কোটিয়ানকে এখনি মাঠে নামিয়ে দেওয়ার ঝুঁজি নেয় নি টিম ম্যানেজমেন্ট। রবীন্দ্র জাদেজার সাথে জুড়ে দেওয়া হয়েছে ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar)। একাদশ থেকে বাদ পড়েছেন শুভমান গিল (Shubman Gill)। তাঁর জায়গা হারানো নিয়ে শুরু হয়েছে চর্চা।

Read More: IND vs AUS 4th Test: “এদের সাথে একদম…” মেলবোর্নে আগুনে মেজাজে বিরাট কোহলি, কনস্টাসের পর কটাক্ষ লাবুশেনকেও !!

বাদ শুভমান, কাঠগড়ায় রোহিত শর্মা-

Rohit Sharma and Shubman Gill | IND vs AUS | Image: Getty, ind vs aus
Rohit Sharma and Shubman Gill | Image: Getty Images

আঙুলের চোটে পার্‌থ-এ প্রথম টেস্ট ম্যাচটি খেলতে পারেন নি শুভমান গিল (Shubman Gill)। দলে ফেরেন দ্বিতীয় টেস্ট (IND vs AUS) থেকে। কিন্তু অ্যাডিলেড ও গাব্বাতে সেরা ছন্দে পাওয়া যায় নি তাঁকে। পিঙ্ক বল টেস্টে দুই ইনিংসে করেন ৩১ ও ২৮। ব্রিসবেনে সাজঘরে ফেরেন ১ রান করেই। মেলবোর্নে আর একাদশে জায়গা পেলেন না তিনি। প্রথমে খবর মিলেছিলো যে বাড়তি বোলার খেলানোর জন্য নীতিশ কুমার রেড্ডি’কে (Nitish Kumar Reddy) রিজার্ভ বেঞ্চে রাখা হতে পারে। কিন্তু শেষমেশ বাদ পড়তে হলো শুভমানকেই। এই রদবদলের ফলে সম্ভবত ওপেনিং স্লট ফিরে পাচ্ছেন রোহিত শর্মা (Rohit Sharma)। যশস্বী জয়সওয়ালের সাথে ইনিংসের শুরুতে দেখা যেতে পারে ভারত অধিনায়ককে। আর তিন নম্বরে শুভমানের শূন্যস্থান পূরণ করতে পারেন কে এল রাহুল (KL Rahul)।

শুভমান গিলের (Shubman Gill) বাদ পড়া নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে ক্রিকেটমহলে। তাঁর পরিসংখ্যান ভালো নয়, তা মানছেন বিশেষজ্ঞরা। কিন্তু তরুণ তুর্কিকে বাদ দেওয়াকে আদতে অধিনায়ক রোহিতের নিজের পিঠ বাঁচানোর প্রচেষ্টা বলতেও দ্বিধা করছেন না কেউ কেউ। অ্যাডিলেড ও গাব্বাতে মিডল অর্ডারে খেলে চূড়ান্ত ব্যর্থ রোহিত (Rohit Sharma)। পরিসংখ্যানের বিচারের শুভমানের থেকেও বেশ খানিকটা পিছিয়ে তিনি। তিন ইনিংসে রান সংখ্যা যথাক্রমে ৩, ৬ ও ১০। ইনস্যুইং-এর বিরুদ্ধে বারবার পরাস্ত হতে দেখা গিয়েছে তাঁকে। যাতে পছন্দের পজিশনে ফিরে রানের মুখ দেখতে পারেন রোহিত, সেই কারণেই শুভমানকে (Shubman Gill) ‘বলির পাঁঠা’ করা হয়েছে বলে মনে করছেন অনেকেই। এরপরও তিনি যদি সাফল্য না পান, তাহলে সিডনি টেস্টে (IND vs AUS) সরে দাঁড়ানো উচিৎ রোহিতেরই, উঠছে দাবী।

মেলবোর্নে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া-

IND vs AUS | Image: Twitter
IND vs AUS | Image: Twitter

পিচ কিউরেটর ম্যাট পেইজ জানিয়েছিলেন যে বোলিং সহায়ক বাইশ গজ দেখা যাবে এমসিজিতে। পিচে ঘাসের আধিক্যও চোখে পড়েছিলো এতদিন। কিন্তু বাস্তবে উলটো ছবিটাই চোখে পড়েছে।এখনও অবধি ব্যাটাররাই সুবিধা পেয়েছেন। আগুনে ফর্মে থাকা জসপ্রীত বুমরাহকেও (Jasprit Bumrah) মাঝেমধ্যেই আজ অসহায় দেখিয়েছে বল হাতে। দিনের প্রথম সেশনে ৮ ওভার হাত ঘুরিয়ে তিনি খরচ করেছিলেন ৪১ রান। দাগ কাটতে পারেন নি সিরাজ, আকাশ দীপরাও। অভিষেককারী কনস্টাস, অফ ফর্মে থাকা খোয়াজা অর্ধশতক পেয়েছেন। ব্যাগি গ্রিন বাহিনীকে প্রথম ধাক্কাটি দেন রবীন্দ্র জাদেজা। ৬০ করে ফেরেন কনস্টাস (Sam Konstas)। ৫৭ রানের মাথায় খোয়াজাকে ফিরিয়েছেন বুমরাহ। পঞ্চাশের গণ্ডী পেরিয়েছেন তিন নম্বরে নামা লাবুশেনও। প্রতিবেদন লেখার সময় অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ২২১।

Also Read: অভিষেক ম্যাচেই বেকায়দায় স্যাম কনস্টাস, উঠলো ICC-এর নিয়ম ভঙ্গের অভিযোগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *