IND vs AUS 4th Test: “জঘন্য শট খেলেছে…” ঋষভকে বেনজির আক্রমণ গাওস্করের, প্রশ্ন তুললেন যোগ্যতা নিয়ে !! 1

IND vs AUS: জমে উঠেছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) দ্বৈরথ। মেলবোর্নের মাঠে স্মিথ, কামিন্সদের মোকাবিলা করতে নামা টিম ইন্ডিয়া গতকাল লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিলো। দ্রুত দুই উইকেট হারানোর পর ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলি। কিন্তু দ্বিতীয় দিনের খেলা শেষের আগে আধঘন্টার ঝড়ই তছনছ করে দেয় ‘মেন ইন ব্লু’কে। ব্যক্তিগত ৮২ রানের মাথায় রান-আউট হন যশস্বী। কিছুক্ষণের মধ্যেই অফস্টাম্পের বাইরে পাতা ফাঁদে পা দিয়ে বসেন বিরাট কোহলিও (Virat Kohli)। নৈশপ্রহরী আকাশ দীপ’ও আউট হন খাতা খোলার আগেই। ৫ উইকেটের বিনিময়ে সংগ্রহে ১৬৪ রান নিয়ে দিন শেষ করে ভারত। আজ ঋষভ পন্থ (Rishabh Pant) হতে পারতেন ‘মেন ইন ব্লু’র স্বপ্নের ফেরিওয়ালা। কিন্তু দায়িত্বজ্ঞানহীন শট খেলে যেভাবে আউট হলেন তিনি, তা আদতে চিন্তা বাড়িয়েছে দলের।

Read More: IND vs AUS 4th Test: “স্টুপিড…স্টুপিড…স্টুপিড…” ঋষভ পন্থের আউট নিয়ে বিস্ফোরক সুনীল গাওস্কর !!

পন্থের পারফর্ম্যান্সে রুষ্ট গাওস্কর-

Rishabh Pant | IND vs AUS | Image: Getty Images
Rishabh Pant | IND vs AUS | Image: Getty Images

যখন বোল্যান্ডকে (Scott Boland) অহেতুক স্কুপ মারতে গিয়ে উইকেট হারিয়ে আসেন ঋষভ পন্থ (Rishabh Pant), তখন সেভেন ক্রিকেটের হয়ে ধারাভাষ্য দিচ্ছিলেন সুনীল গাওস্কর। ক্ষোভে রীতিমত ফুঁসে ওঠেন তিনি। ভারতীয় উইকেটরক্ষকের কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন তিনি। “স্টুপিড…স্টুপিড…স্টুপিড…,” বলতে শোনা যায় তাঁকে। “আদতে উইকেটটা ছুঁড়ে দিয়ে এলো। ভারত যে পরিস্থিতিতে রয়েছে তাতে এই শট মোটেই আদর্শ নয়। ম্যাচের পরিস্থিতিটাও বুঝতে হয়। তুমি বলতে পারো না যে এটাই তোমার সহজাত খেলা। আমায় ক্ষমা করো, কিন্তু এটা কখনোই তোমার সহজাত খেলা নয়। এটা নির্বোধের মত একটা শট। এটা নিজের দলকে বিপদে ফেলা।” কমেন্ট্রি বক্সে গাওস্করের সঙ্গে ছিলেন হর্ষ ভোগলে। তিনি পরিস্থিতি খানিক স্বাভাবিক করার চেষ্টা করলেও গাওস্করের শানিত আক্রমণ থামে নি।

নিজের অবস্থান থেকে তিনি যে একচুল সরছেন না তা গাওস্কর বুঝিয়ে দিয়েছেন স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে। ফের পন্থের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে লিটল মাস্টারের মন্তব্য, “যেখানে যেখানে ফিল্ডার মোতায়েন ছিলো তার নিরিখে এটা জঘন্য শটচয়ন। ওর মনে হয় রান স্কোর করার দুটোই উপায় রয়েছে। হয় লং অনের উপর দিয়ে মারে, না হলে এই জাতীয় শটগুলো খেলার চেষ্টা করে। যার ফলে টেস্টে ধারাবাহিকভাবে রান করা সম্ভব হয় না। ও যদি এভাবেই ব্যাটিং করতে চায় তাহলে পাঁচ নম্বরে খেলতে পারবে না। ব্যাটিং অর্ডারের নীচের দিকে নামলে এদিক-সেদিক খুচরো কিছু রান করতে পারে। দেখবেন ওর বাউন্ডারিগুলোর মধ্যে বেশ কিছু আদতে স্লিপ অঞ্চল দিয়ে খোঁচা মেরে পাওয়া। মাত্র ১৯ শতাংশ ৫০+ স্কোরকে ও বড় রানে রূপান্তরিত করতে পারে। পাঁচ নম্বর ব্যাটারের জন্য এটা কি যথেষ্ট?”

ধাক্কা সামলে লড়ছে ভারতীয় দল-

Nitish Kumar Reddy | IND vs AUS | Image: Getty Images
Nitish Kumar Reddy | IND vs AUS | Image: Getty Images

বক্সিং ডে টেস্টের (IND vs AUS) তৃতীয় দিনের সকালেই বড়সড় ধাক্কা খেয়েছিলো টিম ইন্ডিয়া। প্রথমে ফেরেন ঋষভ পন্থ। কিছুক্ষণের মধ্যে উইকেট হারান ররীন্দ্র জাদেজাও। দুই বাম হাতি সাজঘরে ফেরার পর ফলো-অনের আশঙ্কা জাঁকিয়ে বসেছিলো ভারতীয় শিবিরে। কিন্তু রুখে দাঁড়ান নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) ও ওয়াশিংটন সুন্দর। ২১ বর্ষীয় নীতিশ অবাক করছেন প্রতিদিনই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) আজ কেরিয়ারের প্রথম অর্ধশতকের স্বাদ পেলেন তিনি। অপর প্রান্তে অটল ওয়াশিংটন’ও (Washington Sundar)। রক্ষণে ভরসা রেখে প্রতিপক্ষের দিকে পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন তিনি। গতকাল ১০২ রানের পার্টনারশিপ করেছিলেন কোহলি ও যশস্বী জয়সওয়াল। তাঁদের ছাপিয়ে নীতিশ-সুন্দর পার্টনারশিপ এখন ১০৫ রানের। হাল্কা বৃষ্টিতে আপাতত স্থগিত ম্যাচ। ভারতের স্কোরবোর্ডে ৩২৬/৭। নীতিশের ঝুলিতে ৮৫*। সুন্দরের সংগ্রহ ৪০*।

Also Read: IND vs AUS 4th Test: “সীমাহীন দ্বিচারিতা…” কোহলিকে ‘ক্লাউন’ কটাক্ষ অস্ট্রেলিয়ার, একহাত নিলেন ইরফান পাঠান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *