ind-vs-aus-gambhir-has-found-openers

IND vs AUS: ঘরের মাঠে বেনজির বিপর্যয়ের সামনে টিম ইন্ডিয়া। গত ১২ বছর হোমগ্রাউন্ডে কোনো টেস্ট সিরিজ না হারার যে রেকর্ড তৈরি করেছিলো তা চুরমার হয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ)। টানা তিনটি টেস্ট হেরে হোয়াইটওয়াশ হওয়ার কলঙ্ক’ও জুটেছে ভাগ্যে। চেনা বাইশ গজে এহেন অসহায় আত্মসমর্পণ ভারত করেছিলো ঠিক ২৪ বছর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ফিরেছে সেই লজ্জাও। পেস ও স্পিনের বিরুদ্ধে ব্যাটিং অর্ডারের ফাঁকফোকরগুলি বেআব্রু হয়ে পড়েছে নিরন্তর। ফলত সমালোচনার তীরে বিদ্ধ হতে হয়েছে রোহিত-কোহলিদের (Virat Kohli)। ব্যর্থতার ময়নাতদন্ত করার জন্য পর্যাপ্ত সময়টুকুও অবশ্য পাচ্ছেন না খেলোয়াড়রা। তার আগেই শুরু হতে চলেছে বর্ডার-গাওস্কর ট্রফি (BGT)। অ্যাওয়ে টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) কোন ছকে মিলবে সাফল্য? আপাতত তা নিয়ে ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।

Read More: বাদ রোহিত শর্মা, বর্ডার-গাভাস্কার ট্রফিতে এই খেলোয়াড় দেবেন ভারতীয় দলকে নেতৃত্ব !!

সিরিজের শুরুতে নেই রোহিত শর্মা-

Jasprit Bumrah and Rohit Sharma | IND vs AUS | Image: Getty Images
Jasprit Bumrah and Rohit Sharma | Image: Getty Images

অধিনায়ক রোহিত শর্মা’কে (Rohit Sharma) ছাড়াই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) মহারণ শুরু করছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন হিটম্যান। এই সময় স্ত্রী ঋতিকা সাজদেহ ও পরিবারের পাশেই থাকতে চান তিনি। সেই কারণেই ছুটি চেয়ে নিয়েছেন বোর্ডের কাছ থেকে। পারথ্‌-এ প্রথম ম্যাচ তিনি খেলছেন না। অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচেও আদৌ তাঁকে দেখা যাবে কিনা তা এখনও নিশ্চিত নয়। মহাগুরুত্বপূর্ণ এই সিরিজে রোহিতের (Rohit Sharma) আংশিক অনুপস্থিতি নিয়ে ক্ষিপ্ত সুনীল গাওস্করের (Sunil Gavaskar) মত প্রাক্তনী। তিনি স্পষ্ট জানিয়েছেন, “যদি রোহিত প্রথম টেস্ট না খেলে, তাহলে গোটা সিরিজেই নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো উচিৎ ওর।” ‘লিটল মাস্টারের’ মন্তব্য নিয়ে চলছে বিতর্কের ঝড়।

যদিও এই বক্তব্যের সাথে একমত হন নি প্রাক্তন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ (Aaron Finch)। বলেছেন, “যদি সন্তান জন্মের সময় রোহিত স্ত্রী’র পাশে থাকতে চায় তাহলে ওর থাকা উচিৎ। যত সময় লাগবে ওর, ততটাই নিক ও।” অস্ট্রেলিয়াগামী ভারতীয় স্কোয়াডে (IND vs AUS) সহ-অধিনায়ক হিসেবে রয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। রোহিতের বদলি হিসেবে প্রথম এক বা দুটি টেস্ট ম্যাচে ভারতের নেতৃত্বে দেখা যাবে তাঁকেই। সংবাদমাধ্যম সূত্রে খবর তেমনটাই। এর আগে ২০২২ সালে ওভালে রোহিতের (Rohit Sharma) অবর্তমানে একটি টেস্ট ম্যাচে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন তারকা পেসার। যদিও সেই ম্যাচে হেরেছিলো টিম ইন্ডিয়া। এবার অস্ট্রেলিয়ার মাটিতে নজর থাকবে তাঁর দিকে।

গম্ভীরের রেডারে রাহুল বা অভিমন্যু-

Abhimanyu Easwaran | Image: Getty Images
Abhimanyu Easwaran | Image: Getty Images

রোহিতের না খেললে ওপেনিং স্লটেও তৈরি হবে শূন্যতা। তা ঢাকার জন্যও পরিকল্পনা সাজাতে হচ্ছে কোচ গম্ভীর ও তাঁর সহকারীদের। এখনও অবধি যা খবর তাতে টিম ম্যানেজমেন্টের রেডারে রয়েছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran) ও কর্ণাটকের কে এল রাহুল। অভিমন্যু ও রাহুল দুজনেই ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে ভারত-এ’র হয়ে দুটি ম্যাচ খেলেছেন ঈশ্বরণ, একটি ম্যাচে ওপেন করতে দেখা গিয়েছে রাহুল’কে। তাঁদের মধ্যেই কেউ একজন পারথ্‌-এ সঙ্গী হবেন যশস্বী জয়সওয়ালের। ভারতে ঘরোয়া ক্রিকেটে ভালো ছন্দে ছিলেন অভিমন্যু, কিন্তু অস্ট্রেলিয়াতে আপাতত চার ইনিংসেই ব্যর্থ হয়েছেন তিনি। অন্যদিকে গত কয়েক মাসে মিডল অর্ডারে খেলে এসেছেন রাহুল (KL Rahul)। আচমকা তাঁকে ওপেনিং-এ ফেরানো কতদূর সঠিক হবে তা নিয়েও রয়েছে প্রশ্ন। মেলবোর্নের প্রস্তুতি ম্যাচে রান পান নি তিনিও।

Also Read: IND vs AUS: “সরানো হোক রোহিত’কে…” অস্ট্রেলিয়া সিরিজে ভারতের ওপেনিং জুটিতে বদল চাইছেন দানিশ কানেরিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *