IND vs AUS: “মোটেই চিন্তিত নই…” রোহিত-কোহলিকে ‘ক্লিনচিট’ দিচ্ছেন গৌতম গম্ভীর !! 1

IND vs AUS: ক্যাঙারুদের ডেরায় কঠিন পরীক্ষার মুখে টিম ইন্ডিয়া (Team India)। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার-গাওস্কর ট্রফি (BGT)। সাম্প্রতিক ফলাফলের নিরিখে টেস্ট ক্রিকেটে অজিদের বিরুদ্ধে (IND vs AUS) এগিয়েই রয়েছে ভারত। টানা চার বার সিরিজ জিতেছে তারা। এর মধ্যে দুই বার অ্যাওয়ে গ্রাউন্ডে বাজিমাত করার বিরল নজিরও রয়েছে। তা সত্ত্বেও বাইশ গজে বল পড়ার আগে আপাতত ব্যাকফুটে ভারতই। নেপথ্যে দিনকয়েক আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) হতশ্রী পরাজয়। দেশের মাঠে তিন টেস্টের সিরিজে ০-৩ ফলে হেরেছে ভারতীয় শিবির। ২৪ বছর পর হোমগ্রাউন্ডে হোয়াইটওয়াশ হওয়ার কলঙ্ক জুটেছে ভাগ্যে। কিউই বিপর্যয়ের মুখ্য কারণ হিসেবে উঠে এসেছে ব্যাটিং বিপর্যয়ের বিষয়টি। যা অস্ট্রেলিয়া সিরিজের (IND vs AUS) আগেও চিন্তায় রাখছে সমর্থকদের।

Read More: IND vs AUS: ক্যাঙারুর দেশে ভারতের ক্যাপ্টেন কোহলি, সিরিজ শুরুর আগে চমকপ্রদ তথ্য প্রকাশ্যে !!

চিন্তা বাড়িয়েছে রোহিত-কোহলির ফর্ম-

Rohit Sharma and Virat Kohli | IND vs AUS | Image: Getty Images
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

ভারতীয় ব্যাটিং-এর দুই মহীরুহ বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা’র (Rohit Sharma) ফর্ম এখন আতসকাঁচের নীচে। টেস্টে কোহলির শেষ শতরান এসেছে গত বছরের অগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। আর রোহিত শেষবার তিন অঙ্কের গণ্ডী পেরিয়েছেন চলতি বছরের গোড়ার দিকে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর থেকে ১৫টি’র বেশী টেস্ট ইনিংস খেলে ফেলেছেন দুই জনেই। কিন্তু একবারও উল্লেখযোগ্য কোনো সাফল্যের মুখ দেখেন নি তাঁরা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিতকে (Rohit Sharma) দেখা গিয়েছে ওয়ান ডে’র ঢঙে শুরুতেই রান বাড়াতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে আসতে। আর কোহলিকে নড়বড়ে দেখিয়েছে শটচয়নের ক্ষেত্রে। অফ স্টাম্পের বাইরের বলে তাঁর পুরনো দুর্বলতাও ফিরে এসেছে আবার।

দ’জনেই যে সেরা সময় থেকে অনেকখানি দূরে রয়েছেন তার প্রমাণ মেলে পরিসংখ্যানের দিকে তাকালেই। ২০১৩ থেকে ২০১৯-এর মধ্যে স্পিনের বিরুদ্ধে বিরাটের (Virat Kohli) ব্যাটিং গড় ছিলো ১১১’র কাছাকাছি। তা ২০২০’র পর থেকে কমে দাঁড়িয়েছে ৩৩.৫৭-এ। রোহিতের (Rohit Sharma) ক্ষেত্রে ৫১ থেকে তা কমে দাঁড়িয়েছে ২৮.৯২-তে। পেসের বিরুদ্ধেও বিশ্বের সেরা ক্রিকেটারদের তালিকায় নেই তাঁরা। ৩৬-এর কোহলি আর ৩৮-এর রোহিত কি আদৌ স্টার্ক, কামিন্স, হ্যাজেলউড ত্রয়ীকে সামলাতে পারবেন? সিডনিতে সাধারণত ঘূর্ণি পিচ হয়। সেখানে লিয়ঁ বা টড মার্ফি’র বিপক্ষেও কতদূর সাফল্য তাঁরা পাবেন তা নিয়ে রয়েছে সংশয়। ক্রিকেটমহলের একটা বড় অংশ যখন চিন্তায়, তখন উলটোপথে হাঁটছেন কোচ গম্ভীর (Gautam Gambhir)। এখনই চিন্তার কোনো কারণ রয়েছে বলে মনে করেন না তিনি।

তারকাদের দুষতে রাজী নন গম্ভীর-

Gautam Gambhir and Rohit Sharma | Image: Getty Images
Gautam Gambhir and Rohit Sharma | Image: Getty Images

রোহিত শর্মা ও বিরাট কোহলি’র ব্যাটিং সমস্যা নিয়ে সম্প্রতি মুখ খুলেছিলেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং। দিনকয়েকের মধ্যেই কড়া জবাব দিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। গতকাল দেশ ছেড়ে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়ে গিয়েছে স্কোয়াড। তার আগে সংবাদমাধ্যমকে গম্ভীর বলেন, “ভারতীয় ক্রিকেট সম্পর্কে রিকি পন্টিং বলার কে? ওনার উচিৎ অস্ট্রেলিয়া সম্পর্কে কথা বলা। দেখুন বিরাট কোহলি ও রোহিত শর্মা এখনও খেলার প্রতি প্যাশনেট এখনও অনেক কিছু জিততে চায়। ওরা সাফল্যের জন্য ক্ষুধার্ত এবং বছরের পর বছর ধরে ভালো করে এসেছে। অন্যান্য খেলোয়াড়রাও বেশ ভালো করছে। আমরা নিশ্চিত যে দল হিসেবে আমরা যথেষ্ট ভালো করবো। বিরাট ও রোহিত সম্পর্কে আমি আদৌ চিন্তিত নই।” কোচের আস্থার মান রাখবেন দুই মহাতারকা? উত্তরের খোঁজে ক্রিকেটদুনিয়া।

Also Read: IND vs AUS: অস্ট্রেলিয়ায় চ্যালেঞ্জের মুখে ঋষভ পন্থ, একাদশে এন্ট্রি নিচ্ছেন এই তরুণ তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *